ETV Bharat / state

Army Jawan Dies : সেনায় যোগ দেওয়া ছিল স্বপ্ন, মৃত্যু অসমে কর্মরত বাঙালি জওয়ানের

author img

By

Published : Jun 5, 2022, 6:36 PM IST

ক্যাম্প থেকে বাইক চালিয়ে ডিউটি যাচ্ছিলেন ভারতীয় আর্মির এক জওয়ান। মাঝ রাস্তায় এক বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। মৃতের নাম নারায়ণ চন্দ্র (Army jawan died in road accident when he going to office)। বয়স 42 বছর ।

Assam Road Accident
মাঝ রাস্তায় এক বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ভারতীয় আর্মির এক জওয়ানের

অশোকনগর, 5 জুন : ভিন রাজ্যে দুর্ঘটনায় মৃত্যু হল বাংলার জওয়ানের ৷ গুয়াহাটিতে কর্মরত ছিলেন উত্তর 24 পরগনার অশোকনগরের বাসিন্দা নারায়ণ চন্দ্র । শনিবার রাতে তাঁর মৃত্যুর খবর পৌঁছয় অশোকনগরের কল্যাণগড়ের বাড়িতে । তিনি গুয়াহাটির যেখানে থাকতেন, সেখান থেকে বাইকে করে ডিউটিতে যাচ্ছিলেন ৷ সেই সময়ই ঘটে বাইক দুর্ঘটনা (Army jawan died in road accident when he going to office) ৷ আর তাতে প্রাণ যায় নারায়ণ চন্দ্রের ৷ বাড়ির বড় ছেলের মৃত্যুর খবরে শোকে মুহ্যমান পরিবার ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোট থেকেই খেলাধুলােয় খুব ভাল ছিলেন নারায়ণ । খুব ভাল হকি খেলতেন তিনি। ভাল খেলোয়াড় হিসাবে তাঁর পরিচিতি রয়েছে ৷ খেলাধুলাের পাশাপাশি সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ ছিল । নিজেকে সেইভাবে গড়েও তুলেছিলেন তিনি ।

প্রায় 22 বছর আগে তিনি ভারতীয় টেরিটোরিয়াল আর্মিতে যোগদান করেন । বর্তমানে তিনি আর্মির ক্লার্ক পদে অসমের গুয়াহাটিতে কর্মরত ছিলেন । নারায়ণের স্ত্রী স্বপ্না চন্দ্র বলেন, "গতকাল দুপুরে আমার সঙ্গে শেষবার কথা হয়েছে । তখন বলেছিলেন ডিউটিতে গিয়ে ফোন করবেন । কিন্তু বিকেলে খবর আসে দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । রাতে মারা যাওয়ার খবর আসে ।"

শনিবার রাতে তাঁর মৃত্যুর খবর পৌঁছয় উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের কল্যাণগড়ের বাড়িতে

মৃত জওয়ানের ভাই কার্তিক চন্দ্র বলেন, "দাদা অসমে তিন বছর ধরে কর্মরত । চলতি বছরের জানুয়ারি মাসের শেষে আমার বিয়েতে বাড়ি এসেছিলেন । আগামী শুক্রবার ছুটিতে বাড়ি আসার কথা ছিল । কিন্তু গতকাল রাতে ওনার মৃত্যুর খবর আসে ।"

আরও পড়ুন : ভারতে খেলতে এসে ট্রেন থেকে পড়ে মৃত্যু আফ্রিকান ফুটবলারের

স্থানীয়রা জানিয়েছেন, নারায়ণ খেলাধুলাের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন নারায়ণ বাবু । ছুটিতে বাড়ি এলে বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাতেন । তাঁদের নিয়ে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করতেন । প্রশাসন সূত্রে খবর, রবিবার রাতে নারায়ণের কফিনবন্দী দেহ বাড়ি আসার কথা রয়েছে । ছেলেকে শেষবার দেখার জন্য প্রহর গুনছে চন্দ্র পরিবার ৷ সেইসঙ্গে অপেক্ষায় কল্যাণগড়বাসী ।

অশোকনগর, 5 জুন : ভিন রাজ্যে দুর্ঘটনায় মৃত্যু হল বাংলার জওয়ানের ৷ গুয়াহাটিতে কর্মরত ছিলেন উত্তর 24 পরগনার অশোকনগরের বাসিন্দা নারায়ণ চন্দ্র । শনিবার রাতে তাঁর মৃত্যুর খবর পৌঁছয় অশোকনগরের কল্যাণগড়ের বাড়িতে । তিনি গুয়াহাটির যেখানে থাকতেন, সেখান থেকে বাইকে করে ডিউটিতে যাচ্ছিলেন ৷ সেই সময়ই ঘটে বাইক দুর্ঘটনা (Army jawan died in road accident when he going to office) ৷ আর তাতে প্রাণ যায় নারায়ণ চন্দ্রের ৷ বাড়ির বড় ছেলের মৃত্যুর খবরে শোকে মুহ্যমান পরিবার ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোট থেকেই খেলাধুলােয় খুব ভাল ছিলেন নারায়ণ । খুব ভাল হকি খেলতেন তিনি। ভাল খেলোয়াড় হিসাবে তাঁর পরিচিতি রয়েছে ৷ খেলাধুলাের পাশাপাশি সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ ছিল । নিজেকে সেইভাবে গড়েও তুলেছিলেন তিনি ।

প্রায় 22 বছর আগে তিনি ভারতীয় টেরিটোরিয়াল আর্মিতে যোগদান করেন । বর্তমানে তিনি আর্মির ক্লার্ক পদে অসমের গুয়াহাটিতে কর্মরত ছিলেন । নারায়ণের স্ত্রী স্বপ্না চন্দ্র বলেন, "গতকাল দুপুরে আমার সঙ্গে শেষবার কথা হয়েছে । তখন বলেছিলেন ডিউটিতে গিয়ে ফোন করবেন । কিন্তু বিকেলে খবর আসে দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । রাতে মারা যাওয়ার খবর আসে ।"

শনিবার রাতে তাঁর মৃত্যুর খবর পৌঁছয় উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের কল্যাণগড়ের বাড়িতে

মৃত জওয়ানের ভাই কার্তিক চন্দ্র বলেন, "দাদা অসমে তিন বছর ধরে কর্মরত । চলতি বছরের জানুয়ারি মাসের শেষে আমার বিয়েতে বাড়ি এসেছিলেন । আগামী শুক্রবার ছুটিতে বাড়ি আসার কথা ছিল । কিন্তু গতকাল রাতে ওনার মৃত্যুর খবর আসে ।"

আরও পড়ুন : ভারতে খেলতে এসে ট্রেন থেকে পড়ে মৃত্যু আফ্রিকান ফুটবলারের

স্থানীয়রা জানিয়েছেন, নারায়ণ খেলাধুলাের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন নারায়ণ বাবু । ছুটিতে বাড়ি এলে বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাতেন । তাঁদের নিয়ে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করতেন । প্রশাসন সূত্রে খবর, রবিবার রাতে নারায়ণের কফিনবন্দী দেহ বাড়ি আসার কথা রয়েছে । ছেলেকে শেষবার দেখার জন্য প্রহর গুনছে চন্দ্র পরিবার ৷ সেইসঙ্গে অপেক্ষায় কল্যাণগড়বাসী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.