নৈহাটি, 31 মার্চ : চলছে বিধানসভা নির্বাচন ৷ কড়া নিরাপত্তার জন্য রাজ্যে তৎপর হয়ে উঠেছে প্রশাসনিক ব্যবস্থা ৷ বিক্ষিপ্তভাবে চলছে পুলিশি হানা ৷ আর তাতেই হদিশ মিলল বেআইনি অস্ত্র কারখানার ৷ গতকাল জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মামুদপুরের ভবাগাছি গ্রামে বেআইনি অস্ত্র কারখানার খোঁজ পায় নৈহাটি থানার পুলিশ ৷ ঘটনায় ধরা পড়েছে 2 জন ৷
আরও পড়ুন : লেদ কারখানার আড়ালে বেআইনি অস্ত্র কারখানা, ধৃত 1
ধৃতদের নাম এহসান আলি, শোহরাব খান ওরফে জামাই কবিরাজ ৷ ধৃতরা সকলেই নৈহাটি থানা এলাকার বাসিন্দা ৷ এহসান আলি ওই বেআইনি অস্ত্র কারখানার মালিক বলে জানা গিয়েছে ৷ কারখানা থেকে উদ্ধার হয়েছে 120 রাউন্ড গুলি, 2টি আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম এবং অর্ধনির্মিত কিছু আগ্নেয়াস্ত্র ৷ এই অস্ত্রকারখানার সঙ্গে আর কারা জড়িত তার খোঁজ চালাচ্ছে পুলিশ ৷
পুলিশ জানিয়েছে, ধৃতরা আপাতত পুলিশি হেফাজতে রয়েছে ৷ জিজ্ঞাসাবাদ চলছে ৷ তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু জানানো সম্ভব নয় ৷