ETV Bharat / state

হাড়োয়ায় অস্ত্র কারখানার হদিশ, গ্রেপ্তার 3 - এসটিএফ

বুধবার গভীর রাতে হাড়োয়ার গোপালপুর-1 পঞ্চায়েতের সর্দারপাড়া এলাকায় বাসুদেব সর্দার নামে এক ব্যক্তির বাড়িতে পুলিশ ও এসটিএফ তল্লাসি চালায় । ওই বাড়ি থেকে দু'টি আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র তৈরি সরঞ্জাম উদ্ধার হয়।

arms-factory-found-at-harwoa-stf-and-police-arrest-3-persons
হাড়োয়ায় অস্ত্র কারখানার হদিশ, গ্রেপ্তার তিন
author img

By

Published : Dec 31, 2020, 6:08 PM IST

হাড়োয়া, 31 ডিসেম্বর: বিধানসভা নির্বাচনের মুখে পুলিশ ও এসটিএফের অভিযানে মিলল অস্ত্র কারখানার হদিশ। উত্তর 24 পরগনার হাড়োয়ার গোপালপুর সর্দারপাড়ার ওই কারখানা থেকে দু'টি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির যন্ত্রাংশ মিলেছে। সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।

বুধবার গভীর রাতে হাড়োয়ার গোপালপুর-1 পঞ্চায়েতের সর্দারপাড়া এলাকায় বাসুদেব সর্দার নামে এক ব্যক্তির বাড়িতে পুলিশ ও এসটিএফ আজ তল্লাশি চালায় । ওই বাড়ি থেকে দু'টি আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র তৈরি সরঞ্জাম উদ্ধার হয়। সেই সঙ্গে অস্ত্র কিনতে আসা মিনাখাঁর চৈতলের বাসিন্দা আসরাফুল মোল্লা ও ন্যাজাটের খরমপুরের বাসিন্দা শামসুর মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করে। পাশাপাশি ওই বাড়ির মালিক বাসুদেব সর্দারকেও পুলিশ গ্রেপ্তার করেছে ।

আরও পড়ুন: গোরু পাচারকাণ্ডের তদন্তে তৃণমূল নেতার বাড়িতে সিবিআই তল্লাশি

ধৃত বাসুদেব তৃণমূল সমর্থক বলে এলাকায় পরিচিত । যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তা অস্বীকার করেছে।

হাড়োয়া, 31 ডিসেম্বর: বিধানসভা নির্বাচনের মুখে পুলিশ ও এসটিএফের অভিযানে মিলল অস্ত্র কারখানার হদিশ। উত্তর 24 পরগনার হাড়োয়ার গোপালপুর সর্দারপাড়ার ওই কারখানা থেকে দু'টি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির যন্ত্রাংশ মিলেছে। সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।

বুধবার গভীর রাতে হাড়োয়ার গোপালপুর-1 পঞ্চায়েতের সর্দারপাড়া এলাকায় বাসুদেব সর্দার নামে এক ব্যক্তির বাড়িতে পুলিশ ও এসটিএফ আজ তল্লাশি চালায় । ওই বাড়ি থেকে দু'টি আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র তৈরি সরঞ্জাম উদ্ধার হয়। সেই সঙ্গে অস্ত্র কিনতে আসা মিনাখাঁর চৈতলের বাসিন্দা আসরাফুল মোল্লা ও ন্যাজাটের খরমপুরের বাসিন্দা শামসুর মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করে। পাশাপাশি ওই বাড়ির মালিক বাসুদেব সর্দারকেও পুলিশ গ্রেপ্তার করেছে ।

আরও পড়ুন: গোরু পাচারকাণ্ডের তদন্তে তৃণমূল নেতার বাড়িতে সিবিআই তল্লাশি

ধৃত বাসুদেব তৃণমূল সমর্থক বলে এলাকায় পরিচিত । যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তা অস্বীকার করেছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.