বনগাঁ, 18 অগস্ট : নিষিদ্ধ তরল মাদক ও প্রচুর আগ্নেয়াস্ত্র-সহ এক অস্ত্র ব্যবসায়ী ও তার সাগরেদকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ । ধৃতদের কাছ থেকে তিনটি পিস্তল-সহ একটি বড় পাইপগান, সাত রাউন্ড গুলি, চারটি চোরাই মোবাইল ফোন ও দশ লিটার নিষিদ্ধ তরল মাদক উদ্ধার করা হয়েছে ।
মঙ্গলবার গভীর রাতে গোপালনগর থানার নিমতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আয়ুব আলি মীর । বাড়ি চাকদা থানার সড়কপুরে ৷ তার সহযোগীর নাম রণবীর চন্দ্র মণ্ডল ওরফে রাজু । বাড়ি গাইঘাটা থানার জলেশ্বর আদিবাসী পাড়ায় । ধৃত আয়ুব আলি এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত । তার বিরুদ্ধে চাকদহ থানা-সহ নদিয়া জেলার বিভিন্ন থানায় একাধিক খুন, ডাকাতি, তোলাবাজি, মাদক পাচারের অভিযোগ রয়েছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নিমতলা এলাকায় আগ্নেয়াস্ত্র-সহ জড়ো হয় ধৃতরা । খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে হানা দিয়ে তাদের আটক করে তল্লাশি চালালে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয় ৷ জেরায় ধৃতরা জানায়, আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি ও তরল মাদক বাংলাদেশে পাচারের উদ্দেশ্য নিয়ে নিমতলা এলাকায় এসেছিল তারা ।
ধৃতদের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে পুলিশের অনুমান । তারা এই অস্ত্রগুলি কোথা থেকে নিয়ে এসেছে, কাদের কাছেই বা বিক্রি করতে ওই এলাকায় এসেছিল তা জানতে বুধবার সকালে ধৃতদের দশ দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বনগাঁ ও বারাসত মহকুমা আদালতে পেশ করে পুলিশ ।
আরও পড়ুন : AFC Cup 2021 : বেঙ্গালুরুর বিরুদ্ধে অভিযান শুরু এটিকে মোহনবাগানের