ব্যারাকপুর, 6 মে : ভোটগ্রহণ শুরু 7টা থেকে । সাড়ে 6টা নাগাদই বাড়ি থেকে বেরোলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং । বুথে বুথে ঘুরবেন তিনি ।
বাড়ি থেকে বেরোনোর মুখে ETV ভারতের প্রতিনিধিকে অর্জুন বলেন, "ভোট যাতে শান্তিপূর্ণ হয় সেই ব্যবস্থা করার জন্য বেরোচ্ছি । দু'তিনটে জায়গায় সমস্যা আছে । BJP এজেন্টদের ঢুকতে দিচ্ছে না । নৈহাটিতে একটু সমস্যা করছে । প্রশাসনকে জানিয়েছি । নাহলে আমি যাব ।"
সাম্প্রতিক অশান্তির জেরে রাজ্যের নজরে ব্যারাকপুর কেন্দ্র । এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদী । BJP প্রার্থী অর্জুন সিং । CPI(M)-র হয়ে লড়ছেন গার্গী চ্যাটার্জি । কংগ্রেস প্রার্থী মহম্মদ আলম ।