ETV Bharat / state

Arjun Singh: ব্যারাকপুরে দুষ্কৃতীরাজ নিয়ে দলকে বার্তা অর্জুনের

ব্যারাকপুরে দুষ্কৃতীরাজ নিয়ে উদ্বেগ প্রকাশ এলাকার সাংসদ অর্জুন সিংয়ের ৷ এই বিষয়ে কী বললেন তিনি ?

Etv Bharat
অর্জুন সিং
author img

By

Published : May 28, 2023, 10:52 PM IST

অর্জুন সিংয়ের বক্তব্য

ব্যারাকপুর, 28 মে: জনবহুল এলাকায় ভর সন্ধেবেলায় দিন কয়েক আগে দুষ্কৃতী তাণ্ডব দেখেছে ব্যরাকপুর ৷ এক সোনার দোকানে ঢুকে ডাকাতি করতে গিয়ে দোকান মালিকের ছেলেকে গুলি করেছে মেরেছে দুষ্কৃতীরা ৷ ব্যারাকপুর শিল্পাঞ্চল এমনিতেই দুষ্কৃতীতের আখড়া হিসেবে পরিচিত ৷ তার উপর এই ঘটনা এলাকার আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ৷ তাঁর সাংসদীয় এলাকায় দুষ্কৃতীরাজ নিয়ে রবিবার মুখ খুলেছেন এলাকার সাংসদ অর্জুন সিং ৷ 2019 সালে বিজেপির টিকিটে জিতলেও বর্তমানে তিনি তৃণমূলে আছেন ৷

এদিন গারুলিয়া পৌরসভায় এক রক্তদান শিবিরে অর্জুন সিং বলেন, "যখন যেই দল শাসক হিসেবে থাকে, তখন দুষ্কৃতীরা তাদের ছাতার তলায় আসার চেষ্টা করে । আর শাসকদলে যারা থাকে তাদের ফিল্টার পেপার নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ফিল্টার করে নেওয়ার জন্য ৷ দল ঠিক করে কাকে রাখবে কাকে ফেলে দেবে ৷ আমি রাজনীতি করার জন্য অনেক লোক আমার কাছে আসবে কিন্তু আমি যদি কোন পুলিশ অফিসারকে বলি, তাহলে সেই পুলিশ অফিসারের আরও দায়িত্ব এসে যায় । কারণ ফিল্টার পেপারটা ওনাদের কাছে বেশি থাকে । পুলিশকে কাজ করতে দিতে হবে ৷ পুলিশের কাজে বাধা দিলে হবে না ৷ ক্রাইমের সঙ্গে সমঝোতা করা যায় না ৷"

অর্জুন সিংয়ের মতে, ব্যারাকপুর শিল্পাঞ্চল অপরাধপ্রবণ এলাকা ৷ এখানে যদি অপরাধের সঙ্গে সমঝোতা করা হয় তাহলে দুষ্কৃতীরা মাথার উপর চড়ে বসে যাবে, তখন তাকে আর নামানো যায় না । এই পরম্পরা শেষ করতে হবে ৷ সিপিএমের আমলেও ছিল এই বিষয়টি, এটা শেষ করতেই হবে ৷

আরও পড়ুন: হাওড়ায় পরিকল্পনা ব্যর্থ, তারপরে ব্যারাকপুরে ডাকাতি ! তদন্তে নয়া মোড়

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে দাবি অর্জুন সিংয়ের ৷ তাঁর কথায়, কোনও জন প্রতিনিধি দুষ্কৃতীদের সাহায্য নিলে তাঁকেই তার দায় নিতে হবে ৷ এই রক্তবীজ শেষ করতে হবে ৷ ব্যারাকপুরের ঘটনায় পুলিশের তদন্তের উপর আপাতত তিনি ভরসা রাখতে চান বলেই জানিয়েছেন অর্জুন ৷

অর্জুন সিংয়ের বক্তব্য

ব্যারাকপুর, 28 মে: জনবহুল এলাকায় ভর সন্ধেবেলায় দিন কয়েক আগে দুষ্কৃতী তাণ্ডব দেখেছে ব্যরাকপুর ৷ এক সোনার দোকানে ঢুকে ডাকাতি করতে গিয়ে দোকান মালিকের ছেলেকে গুলি করেছে মেরেছে দুষ্কৃতীরা ৷ ব্যারাকপুর শিল্পাঞ্চল এমনিতেই দুষ্কৃতীতের আখড়া হিসেবে পরিচিত ৷ তার উপর এই ঘটনা এলাকার আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ৷ তাঁর সাংসদীয় এলাকায় দুষ্কৃতীরাজ নিয়ে রবিবার মুখ খুলেছেন এলাকার সাংসদ অর্জুন সিং ৷ 2019 সালে বিজেপির টিকিটে জিতলেও বর্তমানে তিনি তৃণমূলে আছেন ৷

এদিন গারুলিয়া পৌরসভায় এক রক্তদান শিবিরে অর্জুন সিং বলেন, "যখন যেই দল শাসক হিসেবে থাকে, তখন দুষ্কৃতীরা তাদের ছাতার তলায় আসার চেষ্টা করে । আর শাসকদলে যারা থাকে তাদের ফিল্টার পেপার নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ফিল্টার করে নেওয়ার জন্য ৷ দল ঠিক করে কাকে রাখবে কাকে ফেলে দেবে ৷ আমি রাজনীতি করার জন্য অনেক লোক আমার কাছে আসবে কিন্তু আমি যদি কোন পুলিশ অফিসারকে বলি, তাহলে সেই পুলিশ অফিসারের আরও দায়িত্ব এসে যায় । কারণ ফিল্টার পেপারটা ওনাদের কাছে বেশি থাকে । পুলিশকে কাজ করতে দিতে হবে ৷ পুলিশের কাজে বাধা দিলে হবে না ৷ ক্রাইমের সঙ্গে সমঝোতা করা যায় না ৷"

অর্জুন সিংয়ের মতে, ব্যারাকপুর শিল্পাঞ্চল অপরাধপ্রবণ এলাকা ৷ এখানে যদি অপরাধের সঙ্গে সমঝোতা করা হয় তাহলে দুষ্কৃতীরা মাথার উপর চড়ে বসে যাবে, তখন তাকে আর নামানো যায় না । এই পরম্পরা শেষ করতে হবে ৷ সিপিএমের আমলেও ছিল এই বিষয়টি, এটা শেষ করতেই হবে ৷

আরও পড়ুন: হাওড়ায় পরিকল্পনা ব্যর্থ, তারপরে ব্যারাকপুরে ডাকাতি ! তদন্তে নয়া মোড়

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে দাবি অর্জুন সিংয়ের ৷ তাঁর কথায়, কোনও জন প্রতিনিধি দুষ্কৃতীদের সাহায্য নিলে তাঁকেই তার দায় নিতে হবে ৷ এই রক্তবীজ শেষ করতে হবে ৷ ব্যারাকপুরের ঘটনায় পুলিশের তদন্তের উপর আপাতত তিনি ভরসা রাখতে চান বলেই জানিয়েছেন অর্জুন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.