ETV Bharat / state

পৌরসভাকে পৌরনিগম, ব্যারাকপুর প্রসঙ্গে ফিরহাদ-মমতাকে কটাক্ষ অর্জুনের

ব্যারাকপুর পৌরসভাকে পৌরনিগম করার প্রসঙ্গে কটাক্ষ করলেন সাংসদ অর্জুন সিং। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনকে ভয় পান বলে দাবি করেন তিনি। এদিন ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

barrackpore municipal elections
ব্যারাকপুর পৌরসভাকে পৌরনিগম করার প্রসঙ্গে ফিরহাদ-মমতাকে তোপ অর্জুন সিং-এর
author img

By

Published : Mar 1, 2020, 7:41 AM IST

ব্যারাকপুর, 1 মার্চ: ভাটপাড়া পৌরসভায় এসে ব্যারাকপুর মহকুমার আটটি পৌরসভা নিয়ে নতুন কর্পোরেশন গঠনের প্রক্রিয়া চলার কথা জানান পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই প্রসঙ্গে তাঁকে কটাক্ষ করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।

অর্জুন সিং বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনকে ভয় পান। তাই নানারকম বাহানা খুঁজছেন। অতীতেও পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনের সময়ে সবাই দেখেছেন কীরকম নাটক হয়েছিল। কিন্তু আর নাটক করে কিছু হবে না। মানুষ এখন তৈরি হয়েছেন BJP-কে আহ্বান জানানোর জন্য। পরিবর্তন এখন সময়ের অপেক্ষা।

গতকাল ভাটপাড়ায় রক্তদান শিবিরে 250 ইউনিট রক্তদানের কথা ছিল। অর্জুনের কথায়, ''শুনলাম ফিরহাদ হাকিম দাবি করেছেন যে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পিত।'' সেই প্রসঙ্গে অর্জুনের পালটা কটাক্ষ, ''মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন 21টি প্রকল্প ঘোষণা করেছিলেন। কিন্তু একটা প্রকল্পের জন্যেও কোনও টাকা বরাদ্দ করেননি।"

ব্যারাকপুর, 1 মার্চ: ভাটপাড়া পৌরসভায় এসে ব্যারাকপুর মহকুমার আটটি পৌরসভা নিয়ে নতুন কর্পোরেশন গঠনের প্রক্রিয়া চলার কথা জানান পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই প্রসঙ্গে তাঁকে কটাক্ষ করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।

অর্জুন সিং বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনকে ভয় পান। তাই নানারকম বাহানা খুঁজছেন। অতীতেও পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনের সময়ে সবাই দেখেছেন কীরকম নাটক হয়েছিল। কিন্তু আর নাটক করে কিছু হবে না। মানুষ এখন তৈরি হয়েছেন BJP-কে আহ্বান জানানোর জন্য। পরিবর্তন এখন সময়ের অপেক্ষা।

গতকাল ভাটপাড়ায় রক্তদান শিবিরে 250 ইউনিট রক্তদানের কথা ছিল। অর্জুনের কথায়, ''শুনলাম ফিরহাদ হাকিম দাবি করেছেন যে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পিত।'' সেই প্রসঙ্গে অর্জুনের পালটা কটাক্ষ, ''মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন 21টি প্রকল্প ঘোষণা করেছিলেন। কিন্তু একটা প্রকল্পের জন্যেও কোনও টাকা বরাদ্দ করেননি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.