ETV Bharat / state

নিজে লিখে জয়শ্রীরাম পোস্টকার্ড মুখ্যমন্ত্রীকে পাঠালেন অর্জুন - bjp tmc

তৃণমূলের এই উদ্যোগকেও নিজের সাফল্য বলেই মনে করছেন অর্জুন । তিনি বলেন, "দিদিমনি আগে চারদিকে তৃণমূল তৃণমূল বলে দাবি করতেন । এখন অন্তত জয়বাংলা বা জয়হিন্দ বলছেন । এটাও BJP-র সাফল্য ।"

অর্জুন সিং
author img

By

Published : Jun 3, 2019, 6:22 PM IST

Updated : Jun 3, 2019, 7:56 PM IST

ব্যারাকপুর, 3 জুন : জয়শ্রীরাম লেখা পোস্টকার্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানায় পাঠালেন ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়শ্রীরাম স্লোগান শুনে ক্ষিপ্ত হয়ে উঠছেন । অস্বাভাবিক আচরণ করছেন । তার পাশাপাশি যারা এই স্লোগান দিচ্ছেন তাদেরও গ্রেপ্তার করছেন । এরই প্রতিবাদে জয়শ্রীরাম লেখা 10 লাখ পোস্ট কার্ড পাঠানো হচ্ছে । আমরা দেখতে চাই মুখ্যমন্ত্রী কতজনকে গ্রেপ্তার করতে পারেন ।"

arjun singh
BJP সাংসদ অর্জুন সিং

এর প্রতিবাদে তৃণমূলের কর্মীরা সোশাল মিডিয়াকে কাজে লাগান । তারা জয় হিন্দ অথবা জয় বাংলা লিখে অর্জুন সিংকে হোয়াটসঅ্যাপ করতে বলেন । যদিও এখনও পর্যন্ত অর্জুন সিংয়ের কাছে কোনও মেসেজ আসেনি বলে জানিয়েছেন তিনি ।

arjun singh
BJP সাংসদ অর্জুন সিং
তাঁর কথায়, "হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে জয়হিন্দ ও জয়বাংলা লিখে আমাকে মেসেজ পাঠানোর অনুরোধ করা হচ্ছে । যদিও আমার কাছে এখনও পর্যন্ত কিছু আসেনি ।"
ভিডিয়োয় শুনুন বক্তব্য

যদিও তৃণমূলের এই উদ্যোগকেও নিজের সাফল্য বলেই মনে করছেন অর্জুন । তিনি বলেন, "দিদিমনি আগে চারদিকে তৃণমূল তৃণমূল বলে দাবি করতেন । এখন অন্তত জয়বাংলা বা জয়হিন্দ বলছেন । এটাও BJP-র সাফল্য ।"

ব্যারাকপুর, 3 জুন : জয়শ্রীরাম লেখা পোস্টকার্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানায় পাঠালেন ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়শ্রীরাম স্লোগান শুনে ক্ষিপ্ত হয়ে উঠছেন । অস্বাভাবিক আচরণ করছেন । তার পাশাপাশি যারা এই স্লোগান দিচ্ছেন তাদেরও গ্রেপ্তার করছেন । এরই প্রতিবাদে জয়শ্রীরাম লেখা 10 লাখ পোস্ট কার্ড পাঠানো হচ্ছে । আমরা দেখতে চাই মুখ্যমন্ত্রী কতজনকে গ্রেপ্তার করতে পারেন ।"

arjun singh
BJP সাংসদ অর্জুন সিং

এর প্রতিবাদে তৃণমূলের কর্মীরা সোশাল মিডিয়াকে কাজে লাগান । তারা জয় হিন্দ অথবা জয় বাংলা লিখে অর্জুন সিংকে হোয়াটসঅ্যাপ করতে বলেন । যদিও এখনও পর্যন্ত অর্জুন সিংয়ের কাছে কোনও মেসেজ আসেনি বলে জানিয়েছেন তিনি ।

arjun singh
BJP সাংসদ অর্জুন সিং
তাঁর কথায়, "হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে জয়হিন্দ ও জয়বাংলা লিখে আমাকে মেসেজ পাঠানোর অনুরোধ করা হচ্ছে । যদিও আমার কাছে এখনও পর্যন্ত কিছু আসেনি ।"
ভিডিয়োয় শুনুন বক্তব্য

যদিও তৃণমূলের এই উদ্যোগকেও নিজের সাফল্য বলেই মনে করছেন অর্জুন । তিনি বলেন, "দিদিমনি আগে চারদিকে তৃণমূল তৃণমূল বলে দাবি করতেন । এখন অন্তত জয়বাংলা বা জয়হিন্দ বলছেন । এটাও BJP-র সাফল্য ।"

sample description
Last Updated : Jun 3, 2019, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.