বারাসত, 10 ডিসেম্বর : "সিপিএম জমানায় তৃণমূল নির্বাচনে প্রার্থী দিতে পারত কি না, তা আমার থেকে ভাল আর কেউ জানে না। কারণ, তখন আমি এই দলের সঙ্গেই যুক্ত ছিলাম। তৃণমূল জমানাতেও এই অবস্থার কোনও পরিবর্তন হয়নি।" নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে এভাবেই নিজের পুরনো দল তৃণমূলকে বিঁধলেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh Critisises TMC)।
শুক্রবার বারাসতে জেলাশাসকের দফতরে যান ব্যারাকপুরের এই বিজেপি সাংসদ। সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসকদলের সন্ত্রাসের বিরুদ্ধে সরব হন । তোলেন পুলিশের মদতে তৃণমূলের গুন্ডামির অভিযোগও। সম্প্রতি, নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে বিরোধীদের কটাক্ষ করে অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বলেছিলেন,"সিপিএম,কংগ্রেস ও বিজেপি কারও জনসমর্থন নেই। তাই, তাঁরা নির্বাচনে দাঁড়াতে ভয় পাচ্ছে।" সেই প্রসঙ্গ তুলে অর্জুন সিং বলেন,"জনসমর্থন থাকলেও নির্বাচনে লড়াই করা যায়। না থাকলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যায়। আসল মানুষ ভয় পাচ্ছে তৃণমূলের গুণ্ডামি এবং পুলিশ-প্রশাসনকে। নির্বাচনে মানুষ ভোট দিতে বাড়ির বাইরে বেরতেই ভয় পান। বেরলেই তৃণমূলের গুণ্ডারা মারধর করবে তাঁদের। ভোটে সম্পূর্ণ ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে শাসকদল। তা না হলে কলকাতা কর্পোরেশনের ভোটে দলের দুই প্রার্থীকে ভয় দেখিয়ে প্রার্থী পদ প্রত্যাহার করাত না তৃণমূল। প্রশাসন নাগরিকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ"।
আরও পড়ুন : Suvendu Adhikari criticizing Mamata Banerjee : মহুয়াকে প্রকাশ্যে ধমক, মমতার সমালোচনায় সরব শুভেন্দু
সীমান্তে বিএসএফের এলাকা বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন বলেও মনে করেন বিজেপি সাংসদ। অর্জুন সিংয়ের কথায়,"বিষয়টি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারভুক্ত। সেখানে এক্তিয়ারের বাইরে বিধানসভায় এই নিয়ে প্রস্তাব এনেছেন মুখ্যমন্ত্রী"।