ETV Bharat / state

"আমি মামলা করলে বাঁচতে পারবেন না দিদিমণি", চ্যালেঞ্জ অর্জুনের - politics

জগদ্দলের ঘটনায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে । এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে অর্জুন সিং বলেন, " আমি যেদিন মামলা করব সেদিন মমতা ব্যানার্জি বাঁচতে পারবেন না ৷দিদিমণিকে লালু প্রসাদ হতে হবে ৷ জয়ললিতা হতে হবে ৷"

অর্জুন সিং
author img

By

Published : Sep 4, 2019, 3:26 AM IST

Updated : Sep 4, 2019, 7:36 AM IST

ভাটপাড়া, 4 সেপ্টেম্বর : জগদ্দলে যা ঘটেছে তার জন্য তাঁকে ও ছেলে পবন সিংকেই দায়ি করেছেন ADG আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিং ৷ এই বয়ানে তিনি মর্মাহত ৷ এক সাক্ষাৎকারে জানালেন BJP সাংসদ অর্জুন সিং ৷

তিনি বলেন, "ADG আইনশৃঙ্খলা তৃণমূলের মুখপাত্র হয়ে গেছেন ৷" ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মাকেও আক্রমণ করেন তিনি ৷ বলেন," সেদিন সবাই দেখেছে মনোজ ভার্মা অবরোধ তুলতে এসেই মারধর করতে শুরু করেন ৷" এই ধরনের ঘটনা আগে ঘটেনি বলেও মন্তব্য করেন তিনি ৷ বলেন, "আমরা বাম জমানায় আন্দোলন করেছি । কিন্তু, সেই সময় পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে প্রথমে কথা বলে বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করত ।" কিন্তু, ব্যারাকপুরের পুলিশ কমিশনার উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে এবং তাঁর ছেলেকে খুনের পরিকল্পনা করেছিল বলে অভিযোগ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি এই কাজ করেছেন বলে অভিযোগ করেছেন তিনি ৷ কয়েকদিন আগে একই অভিযোগ করেছিলেন মুকুল রায়ও ৷

অর্জুন সিংয়ের বক্তব্য
এদিকে জগদ্দলের ঘটনায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে । সেই প্রসঙ্গে তিনি বলেন, "আমি তো অনেক আগেই চ্যালেঞ্জ করেছি, আমার বিরুদ্ধে একশো মামলা করুন ৷ মামলার পর মামলা দিয়ে যান ৷ আমি লড়ব ৷ কিন্তু, আমি যেদিন মামলা করব সেদিন মমতা ব্যানার্জি বাঁচতে পারবেন না ৷" বলেন, "দিদিমণিকে লালু প্রসাদ হতে হবে ৷ জয়ললিতা হতে হবে ৷"

রবিবার পুলিশ ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দল ৷ মাথা ফাটে অর্জুন সিংয়ের ৷ এরপরই তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ গতকাল বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন তিনি । ওই অবস্থাতেই বিভিন্ন হাসপাতালে গিয়ে জখম কর্মীদের দেখতে যান ৷

ভাটপাড়া, 4 সেপ্টেম্বর : জগদ্দলে যা ঘটেছে তার জন্য তাঁকে ও ছেলে পবন সিংকেই দায়ি করেছেন ADG আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিং ৷ এই বয়ানে তিনি মর্মাহত ৷ এক সাক্ষাৎকারে জানালেন BJP সাংসদ অর্জুন সিং ৷

তিনি বলেন, "ADG আইনশৃঙ্খলা তৃণমূলের মুখপাত্র হয়ে গেছেন ৷" ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মাকেও আক্রমণ করেন তিনি ৷ বলেন," সেদিন সবাই দেখেছে মনোজ ভার্মা অবরোধ তুলতে এসেই মারধর করতে শুরু করেন ৷" এই ধরনের ঘটনা আগে ঘটেনি বলেও মন্তব্য করেন তিনি ৷ বলেন, "আমরা বাম জমানায় আন্দোলন করেছি । কিন্তু, সেই সময় পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে প্রথমে কথা বলে বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করত ।" কিন্তু, ব্যারাকপুরের পুলিশ কমিশনার উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে এবং তাঁর ছেলেকে খুনের পরিকল্পনা করেছিল বলে অভিযোগ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি এই কাজ করেছেন বলে অভিযোগ করেছেন তিনি ৷ কয়েকদিন আগে একই অভিযোগ করেছিলেন মুকুল রায়ও ৷

অর্জুন সিংয়ের বক্তব্য
এদিকে জগদ্দলের ঘটনায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে । সেই প্রসঙ্গে তিনি বলেন, "আমি তো অনেক আগেই চ্যালেঞ্জ করেছি, আমার বিরুদ্ধে একশো মামলা করুন ৷ মামলার পর মামলা দিয়ে যান ৷ আমি লড়ব ৷ কিন্তু, আমি যেদিন মামলা করব সেদিন মমতা ব্যানার্জি বাঁচতে পারবেন না ৷" বলেন, "দিদিমণিকে লালু প্রসাদ হতে হবে ৷ জয়ললিতা হতে হবে ৷"

রবিবার পুলিশ ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দল ৷ মাথা ফাটে অর্জুন সিংয়ের ৷ এরপরই তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ গতকাল বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন তিনি । ওই অবস্থাতেই বিভিন্ন হাসপাতালে গিয়ে জখম কর্মীদের দেখতে যান ৷

Intro:আমার বিরুদ্ধে যত পারে মামলা করুক, কিন্তু আমি যখন মামলা করবো তখন দিদিমণি বাঁচতে পারবে না। তাকে জয়ললিতা, লালু প্রসাদ যাদব হতেই হবে....Body:জগদ্দল এর ঘটনা নিয়ে গতকাল রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জ্ঞ্যানবন্ত সিং ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এবং তার পুত্র তথা ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং এর বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন। সেই বক্তব্য শুনে আমি অত্যন্ত মর্মাহত। একজন আইপিএস অফিসার যার মাথার ওপরে অশোকস্তম্ভ রয়েছে, সেই অশোকস্তম্ভ কে মমতা ব্যানার্জির পায়ের তলায় বন্ধক রেখে দিয়েছেন বলে মন্তব্য করলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং। এডিজি আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এর মুখপাত্র হয়ে গেছেন তাই এধরনের বক্তব্য রেখেছেন একজন আইপিএস অফিসার। রবিবার যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে যে ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা অবরোধ তুলতে এসেই মারধোর শুরু করেছেন। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক আন্দোলনে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি বলে মন্তব্য করেন অর্জুন সিং। আমরা বাম জমানায় আন্দোলন করেছি। কিন্তু সেই সময় পুলিশ আন্দোলনকারীদের সাথে প্রথমে কথা বলে বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করত।কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনার উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এবং তার ছেলেকে খুন করার পরিকল্পনা করেছিল বলে অভিযোগ সাংসদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে এই কাজ করেছে বলেও অভিযোগ করলেন সাংসদ।

অন্যদিকে জগদ্দলের ঘটনায় অর্জুন সিং এর নামে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে একটি স্বতপ্রণোদিত মামলা করা হয়েছে। সে প্রসঙ্গে তিনি বলেন আমি তো অনেক আগেই চ্যালেঞ্জ করেছি আমার উপর একশো মামলা করুক। আমি সব মামলার মুখোমুখি হতে রাজি আছি। কিন্তু আমি যখন মামলা করব সেদিন দিদিমণি বাঁচতে পারবে না। দিদিমণি কে জয়ললিতা, লালু প্রসাদ হতে হবেই। আমি চাইছি এই মামলার বিষয়ে গিনেস বুকে নাম উঠুক আমার।Conclusion: আজ বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজের বাড়ি ফেরেন। এসেই ঐ আহত অবস্থাতেই মাথায় ব্যান্ডেজ বাঁধা নিয়েই বিভিন্ন হাসপাতালে গতকালের বিজেপি ডাকা বনধে রাজনৈতিক সংঘর্ষে আহত দলীয় কর্মীদের দেখতে যান তিনি।
Last Updated : Sep 4, 2019, 7:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.