ETV Bharat / state

পাচারের টাকা পৌঁছে যাচ্ছে ভাইপোর বাড়িতে : অর্জুন

রবিবার সকালে মধ্যমগ্রামে চায়ে পে চর্চায় যোগ দিয়ে তৃণমূল সুপ্রিমো ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন অর্জুন সিং ৷ কয়লা ও গোরু পাচার চক্রের টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যায় বলেও কটাক্ষ করেন তিনি ৷

অর্জুন সিং
Arjun Singh
author img

By

Published : Jan 3, 2021, 1:58 PM IST

মধ্যমগ্রাম, 3 জানুয়ারি : ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ বিজেপি নেতা অর্জুন সিংয়ের ৷ কয়লা ও গোরু পাচার কাণ্ডের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন তিনি ৷ বলেন, "গোরু, কয়লা পাচারের টাকা পুলিশি এসকর্ট করে পৌঁছে যাচ্ছে ভাইপোর বাড়িতে ৷ পাচারের হাজার হাজার কোটি টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে অভিষেক বন্দোপাধ্যায়ের নামে জমা করছেন ভাইপোর ডানহাত বিনয় মিশ্র । সেই টাকায় পৃথিবীর 30টি দেশে বাড়ি কেনা হয়েছে ভাইপোর নামে ।"

উল্লেখ্য, রবিবার সকালে মধ্যমগ্রামে চায়ে পে চর্চায় যোগ দেন বিজেপি নেতা অর্জুন সিং ৷ সেখান থেকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যাকে কটাক্ষ করে আরও বলেন, "বিনয় মিশ্র আগে গৃহ শিক্ষকতা করতেন । ভাইপোর সংস্পর্শে এসে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক হলেন । কয়লা, গোরু পাচারে জড়িত বিনয় মিশ্র দেশ ছেড়ে এখন দুবাইয়ে রয়েছেন । আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী-র নামে বিদেশে কোটি কোটি টাকা জমা করছেন ৷"এই প্রসঙ্গে তিনি আরও বলেন,"ব্যাংককের নাগরিকত্ব পেতে অসুবিধে হয়না । কারণ ওখানে কেউ মারা গেলে তাঁর আইডেন্টিটি বিক্রি হয় । সেই আইডেন্টিটি নিয়ে যে কেউ ডকুমেন্ট তৈরি করে সহজেই নাগরিকত্ব পেয়ে যেতে পারেন । অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রীও সেই ভাবে ব্যাংককের নাগরিকত্ব পেয়েছেন । নাগরিকত্ব হওয়ায় এখান থেকে কোটি কোটি টাকা থাইল্যান্ডে জমা পড়ছে অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী-র নামে ।"

আরও পড়ুন : শিশুকে ধর্ষণে অভিযুক্তর শাস্তির দাবি, আদালত চত্বরে মহিলাদের মৌন প্রতিবাদ

এখানেই থেমে থাকেননি তিনি ৷ এক সময়ের তৃণমূলের দাপুটে নেতা এদিন তৃণমূল সুপ্রিমোকেও কটাক্ষ করতে ছাড়েননি ৷ মমতা বন্দ্যোপাধ্যারে বিরুদ্ধে তিনি বলেন, "আমি এইসব কথা খোলা মঞ্চে বলছি । ক্ষমতা ও বুকের পাটা থাকলে আমার নামে মামলা করুক মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো । গরির মানুষের টাকা জালিয়াতি করে সেই টাকা চলে যাচ্ছে বিদেশে । আর দেখাচ্ছে আমি কালীঘাটের টালির চালে থাকি । হাওয়াই চটি পড়ি । এইসব গল্প লোকে আর বিশ্বাস করবে না ৷" এই প্রসঙ্গে অর্জুন সিং আরও বলেন,"মুখ্যমন্ত্রীর টালির চালের ভিতরে কি বন্দোবস্ত রয়েছে তা চোখে না দেখলে বিশ্বাস করবেন না । সঞ্জীব গোয়েঙ্কা কালীঘাটের ভিতরে কি ব্যবস্থা করেছেন দেখে আসুন ৷"

ভিডিয়োতে শুনুন অর্জুন সিংয়ের বক্তব্য

উল্লেখ্য, এদিন বহিরাগত ইশুতেও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি ৷ বলেন,"অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী পাঞ্জাবে থাকেন । সে বহিরাগত নয় ? বিনয় মিশ্র পাচারের টাকা ভাইপোর বাড়িতে পৌঁছে দিচ্ছে, তখন সে বহিরাগত হয়না ? রাজ্যের অধিকাংশ আইএএস ও আইপিএস অফিসারেরা যখন মুখ্যমন্ত্রীর নামে তোলা তুলছে, যাদের বেশিরভাগই বাইরের রাজ্যে থাকেন । তখন তাঁরা বহিরাগত হয়না ? অথচ প্রধানমন্ত্রী,অমিত শাহ,জে পি নাড্ডা সহ বিজেপি কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলা হচ্ছে ?"

মধ্যমগ্রাম, 3 জানুয়ারি : ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ বিজেপি নেতা অর্জুন সিংয়ের ৷ কয়লা ও গোরু পাচার কাণ্ডের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন তিনি ৷ বলেন, "গোরু, কয়লা পাচারের টাকা পুলিশি এসকর্ট করে পৌঁছে যাচ্ছে ভাইপোর বাড়িতে ৷ পাচারের হাজার হাজার কোটি টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে অভিষেক বন্দোপাধ্যায়ের নামে জমা করছেন ভাইপোর ডানহাত বিনয় মিশ্র । সেই টাকায় পৃথিবীর 30টি দেশে বাড়ি কেনা হয়েছে ভাইপোর নামে ।"

উল্লেখ্য, রবিবার সকালে মধ্যমগ্রামে চায়ে পে চর্চায় যোগ দেন বিজেপি নেতা অর্জুন সিং ৷ সেখান থেকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যাকে কটাক্ষ করে আরও বলেন, "বিনয় মিশ্র আগে গৃহ শিক্ষকতা করতেন । ভাইপোর সংস্পর্শে এসে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক হলেন । কয়লা, গোরু পাচারে জড়িত বিনয় মিশ্র দেশ ছেড়ে এখন দুবাইয়ে রয়েছেন । আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী-র নামে বিদেশে কোটি কোটি টাকা জমা করছেন ৷"এই প্রসঙ্গে তিনি আরও বলেন,"ব্যাংককের নাগরিকত্ব পেতে অসুবিধে হয়না । কারণ ওখানে কেউ মারা গেলে তাঁর আইডেন্টিটি বিক্রি হয় । সেই আইডেন্টিটি নিয়ে যে কেউ ডকুমেন্ট তৈরি করে সহজেই নাগরিকত্ব পেয়ে যেতে পারেন । অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রীও সেই ভাবে ব্যাংককের নাগরিকত্ব পেয়েছেন । নাগরিকত্ব হওয়ায় এখান থেকে কোটি কোটি টাকা থাইল্যান্ডে জমা পড়ছে অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী-র নামে ।"

আরও পড়ুন : শিশুকে ধর্ষণে অভিযুক্তর শাস্তির দাবি, আদালত চত্বরে মহিলাদের মৌন প্রতিবাদ

এখানেই থেমে থাকেননি তিনি ৷ এক সময়ের তৃণমূলের দাপুটে নেতা এদিন তৃণমূল সুপ্রিমোকেও কটাক্ষ করতে ছাড়েননি ৷ মমতা বন্দ্যোপাধ্যারে বিরুদ্ধে তিনি বলেন, "আমি এইসব কথা খোলা মঞ্চে বলছি । ক্ষমতা ও বুকের পাটা থাকলে আমার নামে মামলা করুক মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো । গরির মানুষের টাকা জালিয়াতি করে সেই টাকা চলে যাচ্ছে বিদেশে । আর দেখাচ্ছে আমি কালীঘাটের টালির চালে থাকি । হাওয়াই চটি পড়ি । এইসব গল্প লোকে আর বিশ্বাস করবে না ৷" এই প্রসঙ্গে অর্জুন সিং আরও বলেন,"মুখ্যমন্ত্রীর টালির চালের ভিতরে কি বন্দোবস্ত রয়েছে তা চোখে না দেখলে বিশ্বাস করবেন না । সঞ্জীব গোয়েঙ্কা কালীঘাটের ভিতরে কি ব্যবস্থা করেছেন দেখে আসুন ৷"

ভিডিয়োতে শুনুন অর্জুন সিংয়ের বক্তব্য

উল্লেখ্য, এদিন বহিরাগত ইশুতেও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি ৷ বলেন,"অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী পাঞ্জাবে থাকেন । সে বহিরাগত নয় ? বিনয় মিশ্র পাচারের টাকা ভাইপোর বাড়িতে পৌঁছে দিচ্ছে, তখন সে বহিরাগত হয়না ? রাজ্যের অধিকাংশ আইএএস ও আইপিএস অফিসারেরা যখন মুখ্যমন্ত্রীর নামে তোলা তুলছে, যাদের বেশিরভাগই বাইরের রাজ্যে থাকেন । তখন তাঁরা বহিরাগত হয়না ? অথচ প্রধানমন্ত্রী,অমিত শাহ,জে পি নাড্ডা সহ বিজেপি কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলা হচ্ছে ?"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.