ETV Bharat / state

মৃত BJP-কর্মীর পরিবারকে 10 লাখ টাকা সাহায্যের আশ্বাস অর্জুনের - promise

আমডাঙায় মৃত BJP-কর্মীর পরিবারকে 10 লাখ টাকা আর্থিক  সাহায্যের আশ্বাস দিলেন অর্জুন সিং ।

অর্জুন সিং
author img

By

Published : Jun 22, 2019, 6:07 PM IST

Updated : Jun 22, 2019, 8:34 PM IST

আমডাঙা, 22 জুন: মৃত BJP-কর্মীর পরিবারকে 10 লাখ টাকা আর্থিক সাহায্যের আশ্বাস দিলেন অর্জুন সিং । আজ আমডাঙায় মৃত BJP-কর্মী নাজমুল করিমের বাড়িতে যান সাংসদ । মৃতের পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি ।

নাজমুল করিমের বাড়ি থেকে ফেরার সময় অর্জুন বলেন, "ভাটপাড়ায় মৃত দুই ব্যক্তির পরিবারকে যেভাবে সাহায্য করা হয়েছে, সেভাবেই নাজমুলের পরিবারকে 10 লাখ টাকা দিয়ে সাহায্য করা হবে ।" BJP-কর্মীকে খুনের ঘটনায় আজ পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে । ধৃতের নাম মহম্মদ রাকেশ । আমডাঙায় BJP-কর্মীকে খুনের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন BJP সাংসদ । তিনি জানান, আমডাঙার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও IC- বিরুদ্ধে লোকসভায় "প্রিভিলেজ মোশন" আনা হবে ।

দেখুন ভিডিয়ো

পাশাপাশি, মুখ্যমন্ত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করে অর্জুন বলেন, "মমতা ব্যানার্জির শেষ সময় চলে এসেছে । খুনোখনির রাজনীতি করে আর চলবে না । মানুষ তাঁকে যোগ্য সময় যোগ্য জবাব দেবেন । ভাটপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে । আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যপালকে ভাটপাড়া পরিদর্শন করার জন্যও আবেদন জানান অর্জুন সিং ।

এই সংক্রান্ত আরও খবর পড়ুন : BJP কর্মী খুন আমডাঙায়, অভিযুক্ত তৃণমূল

আমডাঙা, 22 জুন: মৃত BJP-কর্মীর পরিবারকে 10 লাখ টাকা আর্থিক সাহায্যের আশ্বাস দিলেন অর্জুন সিং । আজ আমডাঙায় মৃত BJP-কর্মী নাজমুল করিমের বাড়িতে যান সাংসদ । মৃতের পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি ।

নাজমুল করিমের বাড়ি থেকে ফেরার সময় অর্জুন বলেন, "ভাটপাড়ায় মৃত দুই ব্যক্তির পরিবারকে যেভাবে সাহায্য করা হয়েছে, সেভাবেই নাজমুলের পরিবারকে 10 লাখ টাকা দিয়ে সাহায্য করা হবে ।" BJP-কর্মীকে খুনের ঘটনায় আজ পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে । ধৃতের নাম মহম্মদ রাকেশ । আমডাঙায় BJP-কর্মীকে খুনের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন BJP সাংসদ । তিনি জানান, আমডাঙার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও IC- বিরুদ্ধে লোকসভায় "প্রিভিলেজ মোশন" আনা হবে ।

দেখুন ভিডিয়ো

পাশাপাশি, মুখ্যমন্ত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করে অর্জুন বলেন, "মমতা ব্যানার্জির শেষ সময় চলে এসেছে । খুনোখনির রাজনীতি করে আর চলবে না । মানুষ তাঁকে যোগ্য সময় যোগ্য জবাব দেবেন । ভাটপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে । আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যপালকে ভাটপাড়া পরিদর্শন করার জন্যও আবেদন জানান অর্জুন সিং ।

এই সংক্রান্ত আরও খবর পড়ুন : BJP কর্মী খুন আমডাঙায়, অভিযুক্ত তৃণমূল

sample description
Last Updated : Jun 22, 2019, 8:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.