ETV Bharat / state

আজ অনুপম হত্যা মামলার রায় - court

2017-এর 2 মে খুন হন বৈদেশিক মুদ্রা লেনদেন সংস্থার কর্মী অনুপম সিং । খুনের 13 দিনের মাথায় গ্রেপ্তার করা হয় স্ত্রী মনুয়া মজুমদার ও তার প্রেমিক অজিত রায়কে । আজই সেই মামলার রায় ঘোষণা।

মনুয়া মজুমদার
author img

By

Published : Jul 15, 2019, 3:52 AM IST

Updated : Jul 15, 2019, 11:42 AM IST

বারাসত, 15 জুলাই : আজ অনুপম সিং হত্যা মামলার রায় ঘোষণা । অনুপমকে হত্যার অভিযোগে এখন জেলেই রয়েছে স্ত্রী মনুয়া মজুমদার ও তার প্রেমিক অজিত রায় । খুনের 26 মাস পর আজ বারাসতের ফাস্ট ট্র্যাক ফোর্থ কোর্টে মামলার রায় ঘোষণা হবে । 2017 সালের 2 মে অনুপম সিংকে খুন করা হয় । খুনের 13 দিনের মাথায় বারাসত থেকে মনুয়া মজুমদার ও তার প্রেমিক অজিত ওরফে বুবাইকে গ্রেপ্তার করে পুলিশ ।

2017 সালের 2 মে গভীর রাতে নিজের বাড়িতেই খুন হন বৈদেশিক মুদ্রা লেনদেন সংস্থার কর্মী অনুপম সিং (34) । তদন্তে জানা যায়, মাথায় ভারী অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে খুন করা হয়েছিল । খুনি হিসেবে তাঁর স্ত্রীর প্রেমিক অজিতকে প্রাথমিকভাবে চিহ্নিত করতে পুলিশ সময় নেয় প্রায় দু'সপ্তাহ ।

খুনের পর থেকেই অনুপম সিংয়ের তিনটি মোবাইল পাওয়া যাচ্ছিল না। তাঁর স্ত্রী মনুয়াকে জেরা করেও কোনও ফোনের হদিস পাওয়া যায়নি । পলাশ বলে জনৈক যুবকসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে রহস্যের জট ছাড়িয়ে ফেলতে সক্ষম হয় । মনুয়ার প্রেমিক অজিতকে আটক করে পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে অনুপমের একটি ফোন উদ্ধার করা হয় । ওই মোবাইল ঘেঁটে জানা যায়, খুনের আগে মনুয়া ও অনুপমের মধ্যে কথপোকথনের বিষয়টি । ইনবক্স ঘেঁটেও বেশকিছু তথ্য উদ্ধার করে পুলিশ । তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, খুনের সময় স্ত্রী মোবাইলে অনলাইন ছিল ও স্বামীর শেষ আর্তনাদ নিজের কানে শুনেছে । অভিযুক্ত দু'জনকেই নেওয়া হয় পুলিশি হেপাজতে ।

মাধ্যমিক অনুত্তীর্ণ অশোকনগর এলাকার বাসিন্দা অজিতের সঙ্গে দীর্ঘদিন ধরেই মনুয়ার সম্পর্ক ছিল । 2016 সালে মনুয়ার সঙ্গে বিয়ে হয় অনুপম সিংয়ের । কিন্তু তারপরও মনুয়া ও অজিতের পরকীয়া চলছিল । বিয়ের পরও মনুয়া বেশ কয়েকবার অজিতকে নিয়ে এসেছিল হৃদয়পুরের বাড়িতে । অনুপম বাড়িতে না থাকলেই হাজির হত অজিত । দীর্ঘক্ষণ অজিতের সঙ্গে ফোনেও কথা বলত মনুয়া । এতেই মনুয়ার উপর সন্দেহ বাড়তে থাকে অনুপমের । পরে বিষয়টি জানতে পারেন তিনি । এই নিয়ে অশান্তিও হয় । অভিযোগ, এরপরই অনুপমকে সরানোর পরিকল্পনা করে মনুয়া ও অজিত ।

হত্যার 86 দিন পর চার্জশিট জমা দেন বারাসত থানার তদন্তকারীরা । তার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট ও ফরেন্সিক রিপোর্টও ছিল । 302 ও 120B ধারায় খুন ও ষড়যন্ত্রের মামলা চলে । 27 জনের সাক্ষ্য নেওয়া হয় । 469 পাতার চার্জশিটের পর আবার জমা পড়ে চার্জশিট । 23 মাস শুনানির পর আজ ঘোষণা হতে চলেছে রায় । ইতিমধ্যেই অনুপমের পরিবারের সদস্য ও বন্ধুরা অভিযুক্ত দুজনের মৃত্যুদণ্ড দাবি করেছেন ।

বারাসত, 15 জুলাই : আজ অনুপম সিং হত্যা মামলার রায় ঘোষণা । অনুপমকে হত্যার অভিযোগে এখন জেলেই রয়েছে স্ত্রী মনুয়া মজুমদার ও তার প্রেমিক অজিত রায় । খুনের 26 মাস পর আজ বারাসতের ফাস্ট ট্র্যাক ফোর্থ কোর্টে মামলার রায় ঘোষণা হবে । 2017 সালের 2 মে অনুপম সিংকে খুন করা হয় । খুনের 13 দিনের মাথায় বারাসত থেকে মনুয়া মজুমদার ও তার প্রেমিক অজিত ওরফে বুবাইকে গ্রেপ্তার করে পুলিশ ।

2017 সালের 2 মে গভীর রাতে নিজের বাড়িতেই খুন হন বৈদেশিক মুদ্রা লেনদেন সংস্থার কর্মী অনুপম সিং (34) । তদন্তে জানা যায়, মাথায় ভারী অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে খুন করা হয়েছিল । খুনি হিসেবে তাঁর স্ত্রীর প্রেমিক অজিতকে প্রাথমিকভাবে চিহ্নিত করতে পুলিশ সময় নেয় প্রায় দু'সপ্তাহ ।

খুনের পর থেকেই অনুপম সিংয়ের তিনটি মোবাইল পাওয়া যাচ্ছিল না। তাঁর স্ত্রী মনুয়াকে জেরা করেও কোনও ফোনের হদিস পাওয়া যায়নি । পলাশ বলে জনৈক যুবকসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে রহস্যের জট ছাড়িয়ে ফেলতে সক্ষম হয় । মনুয়ার প্রেমিক অজিতকে আটক করে পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে অনুপমের একটি ফোন উদ্ধার করা হয় । ওই মোবাইল ঘেঁটে জানা যায়, খুনের আগে মনুয়া ও অনুপমের মধ্যে কথপোকথনের বিষয়টি । ইনবক্স ঘেঁটেও বেশকিছু তথ্য উদ্ধার করে পুলিশ । তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, খুনের সময় স্ত্রী মোবাইলে অনলাইন ছিল ও স্বামীর শেষ আর্তনাদ নিজের কানে শুনেছে । অভিযুক্ত দু'জনকেই নেওয়া হয় পুলিশি হেপাজতে ।

মাধ্যমিক অনুত্তীর্ণ অশোকনগর এলাকার বাসিন্দা অজিতের সঙ্গে দীর্ঘদিন ধরেই মনুয়ার সম্পর্ক ছিল । 2016 সালে মনুয়ার সঙ্গে বিয়ে হয় অনুপম সিংয়ের । কিন্তু তারপরও মনুয়া ও অজিতের পরকীয়া চলছিল । বিয়ের পরও মনুয়া বেশ কয়েকবার অজিতকে নিয়ে এসেছিল হৃদয়পুরের বাড়িতে । অনুপম বাড়িতে না থাকলেই হাজির হত অজিত । দীর্ঘক্ষণ অজিতের সঙ্গে ফোনেও কথা বলত মনুয়া । এতেই মনুয়ার উপর সন্দেহ বাড়তে থাকে অনুপমের । পরে বিষয়টি জানতে পারেন তিনি । এই নিয়ে অশান্তিও হয় । অভিযোগ, এরপরই অনুপমকে সরানোর পরিকল্পনা করে মনুয়া ও অজিত ।

হত্যার 86 দিন পর চার্জশিট জমা দেন বারাসত থানার তদন্তকারীরা । তার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট ও ফরেন্সিক রিপোর্টও ছিল । 302 ও 120B ধারায় খুন ও ষড়যন্ত্রের মামলা চলে । 27 জনের সাক্ষ্য নেওয়া হয় । 469 পাতার চার্জশিটের পর আবার জমা পড়ে চার্জশিট । 23 মাস শুনানির পর আজ ঘোষণা হতে চলেছে রায় । ইতিমধ্যেই অনুপমের পরিবারের সদস্য ও বন্ধুরা অভিযুক্ত দুজনের মৃত্যুদণ্ড দাবি করেছেন ।

Intro:অনুপম সিংহের ছবি।Body:সঙ্গে স্ত্রী মনুয়া মজুমদার ও তার প্রেমিক অজিত দাসের ছবি। Conclusion:পেয়েছেন কি না জানাবেন প্লিজ।
Last Updated : Jul 15, 2019, 11:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.