ETV Bharat / state

কোরোনা সংক্রমণ প্রতিরোধে অ্যান্টিবায়োটিক ও ভিটামিন ওষুধ খাওয়া উচিত নয়, মন্তব্য ভাইরোলজিস্ট অমিতাভ নন্দীর - কোরোনা সংক্রমণ প্রতিরোধে

কোরোনা সংক্রমণ প্রতিরোধে অ্যান্টিবায়োটিক ও ভিটামিন ওষুধ খাচ্ছেন অনেকেই ৷ এই বিষয়ে সাদারণ মানুষকে সাবধান করলেন প্রখ্যাত ভাইরোলজিস্ট ও চিকিৎসক অমিতাভ নন্দী। তিনি বলেন," অ্যান্টিবায়োটিক ও ভিটামিন ওষুধের যথেচ্ছ ব্যবহার না করাই ভালো। তাতে হিতে বিপরীত হতে পারে"।

virologist amitabh nandi
ভাইরোলজিস্ট অমিতাভ নন্দী
author img

By

Published : Sep 7, 2020, 2:30 AM IST

বারাসত, 7 সেপ্টেম্বর : কোরোনা আবহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেকেই অ্যান্টিবায়োটিক ও ভিটামিন ওষুধ খাচ্ছেন। এতে হিতে বিপরীত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন প্রখ্যাত ভাইরোলজিস্ট ও চিকিৎসক অমিতাভ নন্দী। রবিবার বিকেলে বারাসত সুভাষ ইনস্টিটিউট হলে কোরোনা নিয়ে এক কর্মশালায় যোগ দিতে আসেন তিনি। সেখানেই অ্যান্টিবায়োটিক ও ভিটামিন ওষুধ না খাওয়ার পরামর্শ দেন প্রখ্যাত এই ভাইরোলজিস্ট। কর্মশালায় হাজির সাধারন মানুষের উদ্দেশ্যে চিকিৎসক অমিতাভ নন্দী বলেন,"কোরোনা রুখতে অ্যান্টিবায়োটিক ও ভিটামিন ওষুধের যথেচ্ছ ব্যবহার না করাই ভালো। তাতে হিতে বিপরীত হতে পারে"।


পরিমল দত্ত মেমোরিয়াল ট্রাস্ট ও বারাসত আরাধ্যার উদ্যোগে হওয়া ওই কর্মশালায় ভাইরোলজিস্ট ও চিকিৎসক অমিতাভ নন্দী আরও বলেন,"কোরোনায় প্রথমে আক্রান্ত হয় গলা।তাই গলা ব্যথা ও নাকে গন্ধ না পেলে কোরোনা পরীক্ষা করাতে হবে। দেরি করা কখনই উচিত নয়"। এই বিষয়ে আমজনতাকে সচেতন হওয়ারও উপদেশ দিয়েছেন তিনি।

তাঁর কথায়,"রোদ পোহালে ও গরম জলে হলুদ ঢেলে তা খেলে কোরোনা হবেনা,এসব তথ্য ঠিক নয়"। সংক্রমণ বাড়ার পিছনে একশ্রেণীর মানুষের সচেতনতার অভাবকেই তিনি দায়ি করেন। তিনি বলেন,"এখনও অনেক মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। নিজেদের খেয়াল খুশি মতো চলছেন। এটা তাঁদের বুঝিয়ে সচেতন করতে হবে"। সাধারন মানুষকে লকডাউন মেনে চলারও পরামর্শ দিয়েছেন ভাইরোলজিস্ট অমিতাভ নন্দী। পালসঅক্সমিটার দিয়ে অক্সিজেনের পরিমান না দেখে উপসর্গ থাকলেই কোরোনা পরীক্ষা করানো উচিত বলেও মনে করেন তিনি। এই কর্মশালায় হাজির ছিলেন চিকিৎসক ধীমান চট্টোপাধ্যায়,হিরন্ময় সাহা,সুমিত কুমার সাহা সহ বহু বিশিষ্টজন।

বারাসত, 7 সেপ্টেম্বর : কোরোনা আবহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেকেই অ্যান্টিবায়োটিক ও ভিটামিন ওষুধ খাচ্ছেন। এতে হিতে বিপরীত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন প্রখ্যাত ভাইরোলজিস্ট ও চিকিৎসক অমিতাভ নন্দী। রবিবার বিকেলে বারাসত সুভাষ ইনস্টিটিউট হলে কোরোনা নিয়ে এক কর্মশালায় যোগ দিতে আসেন তিনি। সেখানেই অ্যান্টিবায়োটিক ও ভিটামিন ওষুধ না খাওয়ার পরামর্শ দেন প্রখ্যাত এই ভাইরোলজিস্ট। কর্মশালায় হাজির সাধারন মানুষের উদ্দেশ্যে চিকিৎসক অমিতাভ নন্দী বলেন,"কোরোনা রুখতে অ্যান্টিবায়োটিক ও ভিটামিন ওষুধের যথেচ্ছ ব্যবহার না করাই ভালো। তাতে হিতে বিপরীত হতে পারে"।


পরিমল দত্ত মেমোরিয়াল ট্রাস্ট ও বারাসত আরাধ্যার উদ্যোগে হওয়া ওই কর্মশালায় ভাইরোলজিস্ট ও চিকিৎসক অমিতাভ নন্দী আরও বলেন,"কোরোনায় প্রথমে আক্রান্ত হয় গলা।তাই গলা ব্যথা ও নাকে গন্ধ না পেলে কোরোনা পরীক্ষা করাতে হবে। দেরি করা কখনই উচিত নয়"। এই বিষয়ে আমজনতাকে সচেতন হওয়ারও উপদেশ দিয়েছেন তিনি।

তাঁর কথায়,"রোদ পোহালে ও গরম জলে হলুদ ঢেলে তা খেলে কোরোনা হবেনা,এসব তথ্য ঠিক নয়"। সংক্রমণ বাড়ার পিছনে একশ্রেণীর মানুষের সচেতনতার অভাবকেই তিনি দায়ি করেন। তিনি বলেন,"এখনও অনেক মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। নিজেদের খেয়াল খুশি মতো চলছেন। এটা তাঁদের বুঝিয়ে সচেতন করতে হবে"। সাধারন মানুষকে লকডাউন মেনে চলারও পরামর্শ দিয়েছেন ভাইরোলজিস্ট অমিতাভ নন্দী। পালসঅক্সমিটার দিয়ে অক্সিজেনের পরিমান না দেখে উপসর্গ থাকলেই কোরোনা পরীক্ষা করানো উচিত বলেও মনে করেন তিনি। এই কর্মশালায় হাজির ছিলেন চিকিৎসক ধীমান চট্টোপাধ্যায়,হিরন্ময় সাহা,সুমিত কুমার সাহা সহ বহু বিশিষ্টজন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.