ETV Bharat / state

আসছে আমফান, সতর্কতায় সুন্দরবনে প্রচার

NDRF কর্মীরা ইতিমধ্যেই সুন্দরবনের হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির একাধিক এলাকায় পৌঁছে গিয়েছেন। স্থানীয় ব্লক প্রশাসনের তরফে ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে ।

ছবি
ছবি
author img

By

Published : May 18, 2020, 9:11 PM IST

বসিরহাট, 18 মে : ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে আমফান । বঙ্গোপসাগরের দক্ষিণ দিক থেকে ক্রমশ এগোচ্ছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে । এই পরিস্থিতিতে উত্তর 24 পরগনার সুন্দরবনের নদী সংলগ্ন এলাকায় মাইকে সতর্কতামূলক প্রচার শুরু হয়েছে ।

আয়লা, বুলবুল ও ফণীর পর এবার আমফান ঘূর্ণিঝড়ের সতর্কতা । সুন্দরবনের নদী সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই মাইকিং শুরু হয়েছে । জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)-র কর্মীরা ইতিমধ্যেই সুন্দরবনের হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির নানা এলাকায় পৌঁছে গিয়েছেন। গ্রামে গ্রামে সতর্কতা জারি করা হয়েছে । নদীবাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। নদীতে মাছ ধরার উপরও সর্তকতা জারি করা হয়েছে।

NDRF-র ইনস্পেক্টর লক্ষ্মণ দইয়া বলেন, "আমরা হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির নানা এলাকায় মাইকে প্রচার শুরু করছি । পরিস্থিতির মোকাবিলায় সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে ।" তৎপর ব্লক প্রশাসনও । হাসনাবাদের BDO অরিন্দম মুখোপাধ্যায় বলেন, "ফণী ও বুলবুলের মতো ঝড়ের অভিজ্ঞতা রয়েছে আমাদের। সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই নদী সংলগ্ন এলাকায় প্রায় চার হাজার মানুষকে আমরা অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছি। স্থানীয় স্কুলগুলিতে শিবির করা হবে। ত্রাণের ব্যবস্থাও হয়েছে।"

আমফানের প্রভাবে আগামীকাল থেকে ঝড়- বৃষ্টি শুরু হতে পারে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সাত জেলায় । আগামীকাল রাতে ও বুধবার সকালে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় 95 থেকে 100 কিলোমিটার পর্যন্ত । বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

বসিরহাট, 18 মে : ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে আমফান । বঙ্গোপসাগরের দক্ষিণ দিক থেকে ক্রমশ এগোচ্ছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে । এই পরিস্থিতিতে উত্তর 24 পরগনার সুন্দরবনের নদী সংলগ্ন এলাকায় মাইকে সতর্কতামূলক প্রচার শুরু হয়েছে ।

আয়লা, বুলবুল ও ফণীর পর এবার আমফান ঘূর্ণিঝড়ের সতর্কতা । সুন্দরবনের নদী সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই মাইকিং শুরু হয়েছে । জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)-র কর্মীরা ইতিমধ্যেই সুন্দরবনের হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির নানা এলাকায় পৌঁছে গিয়েছেন। গ্রামে গ্রামে সতর্কতা জারি করা হয়েছে । নদীবাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। নদীতে মাছ ধরার উপরও সর্তকতা জারি করা হয়েছে।

NDRF-র ইনস্পেক্টর লক্ষ্মণ দইয়া বলেন, "আমরা হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির নানা এলাকায় মাইকে প্রচার শুরু করছি । পরিস্থিতির মোকাবিলায় সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে ।" তৎপর ব্লক প্রশাসনও । হাসনাবাদের BDO অরিন্দম মুখোপাধ্যায় বলেন, "ফণী ও বুলবুলের মতো ঝড়ের অভিজ্ঞতা রয়েছে আমাদের। সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই নদী সংলগ্ন এলাকায় প্রায় চার হাজার মানুষকে আমরা অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছি। স্থানীয় স্কুলগুলিতে শিবির করা হবে। ত্রাণের ব্যবস্থাও হয়েছে।"

আমফানের প্রভাবে আগামীকাল থেকে ঝড়- বৃষ্টি শুরু হতে পারে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সাত জেলায় । আগামীকাল রাতে ও বুধবার সকালে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় 95 থেকে 100 কিলোমিটার পর্যন্ত । বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.