ETV Bharat / state

Ammonia Gas Leak: স্কুলের ল্যাবে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ শিক্ষক-সহ একাধিক ছাত্রী - Ammonia Gas Leak

Ammonia Gas Leak in School: মঙ্গলবার বসিরহাট মহকুমার টাকি ষষ্ঠীচরণ নীলমাধব উচ্চবালিকা বিদ‍্যালয়ের পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস লিক হয় ৷ ঘটনায় এক শিক্ষক-সহ বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে ৷

ETV Bharat
হাসপাতালে অসুস্থ ছাত্রীরা
author img

By

Published : Aug 1, 2023, 9:13 PM IST

Updated : Aug 1, 2023, 9:33 PM IST

স্কুলের ল্যাবে অ্যামোনিয়া গ্যাস লিক

বসিরহাট, 1 অগস্ট: স্কুলের ল্যাবে প্র্যাক্টিক্যাল ক্লাস চলার সময় বিপত্তি ৷ অ্যামোনিয়া গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়ল শিক্ষক-সহ অন্তত 10 জন ছাত্রী ৷ মঙ্গলবার এই ঘটনাটি বসিরহাট মহকুমার টাকি ষষ্ঠীবর লালমাধব উচ্চবালিকা বিদ‍্যালয়ে । জানা গিয়েছে, স্কুলের পরীক্ষাগারে জারের মধ্যে রাখা ছিল ওই অ্যামোনিয়া গ‍্যাস । ছাত্রীদের যখন হাতেকলমে সেখানে বিভিন্ন রাসয়ানিক পরীক্ষা করে শেখাচ্ছিলেন অর্ণব গুহ দাস নামে এক শিক্ষক তখনই সেই অ্যামোনিয়া গ্যাস ভর্তি জার কোনওভাবে লিক হয়ে তা থেকে ঝাঁঝালো গ্যাস বেরতে শুরু করে ৷ এর ফলেই অসুস্থ হয়ে পড়ে ছাত্রীরা ৷ ওই শিক্ষকও অসুস্থ হন ৷

দ্রুত অসুস্থদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় টাকি গ্রামীণ হাসপাতালে । সেখানেই তাঁদের চিকিৎসা হয় ৷ জানা গিয়েছে, ওই স্কুলের গবেষণাগারটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল । এদিন দুপুরে সেই গবেষণাগারের তালা খুলে ভিতরে ঢোকেন শিক্ষক অর্ণব গুহ দাস। তাঁর সঙ্গে ছিল দ্বাদশ শ্রেণির বিজ্ঞানের কয়েকজন ছাত্রীও । গবেষণাগারে রাখা একটি জারে অ্যামোনিয়া গ‍্যাস ছিল য সেটির ঢাকনা খুলতে গিয়েই ঘটে বিপত্তি ৷ আচমকাই জার থেকে ঝাঁঝালো অ্যামোনিয়া গ্যাস লিক করতে শুরু করে ৷ গ্যাসের গন্ধে চোখ জ্বালা শুরু করে সকলের ৷ ওই শিক্ষকের চোখে অ্যামোনিয়া গ্যাস ঢুকে যায় বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: বাবার সাইকেল চেপে পরীক্ষা দিতে যাওয়ার পথে খুদে পড়ুয়াকে পিষে দিল লরি !

এই ঘটনার খবর পেয়ে স্কুলের অন্যান্য শিক্ষকরা এসে তাদের উদ্ধার করেন ও হাসপাতালে ভরতি করানো হয় অসুস্থদের ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এদিন ব‍্যাপক চাঞ্চল‍্য ছড়ায় ওই স্কুলে ৷ আতঙ্কিত হয়ে পড়ে স্কুলের অন‍্যান‍্য পড়ুয়ারাও । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অনেকদিন ধরে গবেষণাগারটি না খোলার কারণে ও ঠিকমতো রক্ষণাবেক্ষণ না-হওয়ার ফলে এই অঘটন ঘটে থাকতে পারে ৷ পরে অভিভাবকদের ডেকে ঘটনাটি জানানো হয় স্কুলের তরফে । এই ঘটনায় আতঙ্কিত অভিভাবকরাও ৷

স্কুলের ল্যাবে অ্যামোনিয়া গ্যাস লিক

বসিরহাট, 1 অগস্ট: স্কুলের ল্যাবে প্র্যাক্টিক্যাল ক্লাস চলার সময় বিপত্তি ৷ অ্যামোনিয়া গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়ল শিক্ষক-সহ অন্তত 10 জন ছাত্রী ৷ মঙ্গলবার এই ঘটনাটি বসিরহাট মহকুমার টাকি ষষ্ঠীবর লালমাধব উচ্চবালিকা বিদ‍্যালয়ে । জানা গিয়েছে, স্কুলের পরীক্ষাগারে জারের মধ্যে রাখা ছিল ওই অ্যামোনিয়া গ‍্যাস । ছাত্রীদের যখন হাতেকলমে সেখানে বিভিন্ন রাসয়ানিক পরীক্ষা করে শেখাচ্ছিলেন অর্ণব গুহ দাস নামে এক শিক্ষক তখনই সেই অ্যামোনিয়া গ্যাস ভর্তি জার কোনওভাবে লিক হয়ে তা থেকে ঝাঁঝালো গ্যাস বেরতে শুরু করে ৷ এর ফলেই অসুস্থ হয়ে পড়ে ছাত্রীরা ৷ ওই শিক্ষকও অসুস্থ হন ৷

দ্রুত অসুস্থদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় টাকি গ্রামীণ হাসপাতালে । সেখানেই তাঁদের চিকিৎসা হয় ৷ জানা গিয়েছে, ওই স্কুলের গবেষণাগারটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল । এদিন দুপুরে সেই গবেষণাগারের তালা খুলে ভিতরে ঢোকেন শিক্ষক অর্ণব গুহ দাস। তাঁর সঙ্গে ছিল দ্বাদশ শ্রেণির বিজ্ঞানের কয়েকজন ছাত্রীও । গবেষণাগারে রাখা একটি জারে অ্যামোনিয়া গ‍্যাস ছিল য সেটির ঢাকনা খুলতে গিয়েই ঘটে বিপত্তি ৷ আচমকাই জার থেকে ঝাঁঝালো অ্যামোনিয়া গ্যাস লিক করতে শুরু করে ৷ গ্যাসের গন্ধে চোখ জ্বালা শুরু করে সকলের ৷ ওই শিক্ষকের চোখে অ্যামোনিয়া গ্যাস ঢুকে যায় বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: বাবার সাইকেল চেপে পরীক্ষা দিতে যাওয়ার পথে খুদে পড়ুয়াকে পিষে দিল লরি !

এই ঘটনার খবর পেয়ে স্কুলের অন্যান্য শিক্ষকরা এসে তাদের উদ্ধার করেন ও হাসপাতালে ভরতি করানো হয় অসুস্থদের ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এদিন ব‍্যাপক চাঞ্চল‍্য ছড়ায় ওই স্কুলে ৷ আতঙ্কিত হয়ে পড়ে স্কুলের অন‍্যান‍্য পড়ুয়ারাও । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অনেকদিন ধরে গবেষণাগারটি না খোলার কারণে ও ঠিকমতো রক্ষণাবেক্ষণ না-হওয়ার ফলে এই অঘটন ঘটে থাকতে পারে ৷ পরে অভিভাবকদের ডেকে ঘটনাটি জানানো হয় স্কুলের তরফে । এই ঘটনায় আতঙ্কিত অভিভাবকরাও ৷

Last Updated : Aug 1, 2023, 9:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.