ETV Bharat / state

জানুয়ারিতে ঠাকুরবাড়িতে শাহ, কথা হবে সিএএ নিয়ে; জানালেন শান্তনু - অমিত শাহ

বিজেপির টিকিটে বনগাঁর সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই শান্তনু ঠাকুর মতুয়াদের নাগরিকত্বের দাবিতে সরব । এদিকে সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হলেও এখনও তা কার্যকর হয়নি । শান্তনু যা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশও করেছেন । অবশেষে ঠাকুরনগরে সিএএ নিয়ে কথা বলতে আসছেন শাহ ৷ জানালেন বনগাঁর বিজেপি সাংসদ ৷

Amit Shah will come to Thakurbari in January,
Amit Shah will come to Thakurbari in January
author img

By

Published : Dec 29, 2020, 3:29 PM IST

ঠাকুরনগর, 29 ডিসেম্বর : নাগরিকত্বের দাবিতে আগেই সুর চড়িয়েছেন সাংসদ শান্তনু ঠাকুর । পথে নেমেছেন প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও । সিএএ নিয়ে মতুয়াদের মন রাখতে অবশেষে ঠাকুরবাড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । মঙ্গলবার বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর সাংবাদিকদের জানিয়েছেন, জানুয়ারি মাসের 19 বা 20 তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠাকুরনগরে আসবেন । মতুয়াদের নাগরিকত্বের দাবি দীর্ঘদিনের । লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠাকুরবাড়িতে এসে বলে গিয়েছিলেন, মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে ।

আরও পড়ুন: CAA নিয়ে সিদ্ধান্ত পরিষ্কারভাবে জানিয়ে দিলে সুবিধা হয়, শাহ-র উদ্দেশে শান্তনু

বিজেপির টিকিটে বনগাঁর সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই শান্তনু ঠাকুর মতুয়াদের নাগরিকত্বের দাবিতে সরব । এদিকে সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হলেও এখনও তা কার্যকর হয়নি । শান্তনু যা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশও করেছেন । সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম উল্লেখ করে বলেছিলেন, "নাগরিকত্ব নিয়ে আমরা হতাশ ।" শান্তনু ঠাকুরের বেসুরো মন্তব্যের পর তৃণমূলের উত্তর 24 পরগনার জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বনগাঁর সাংসদকে তৃণমূলে যোগ দেওয়ার বার্তা দেন । শান্তনু তৃণমূলে যোগ দিতে পারেন বলেও জল্পনা ছড়ায় । ফলে, আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে নাগরিকত্ব ইশুতে বিজেপির মতুয়া ভোট হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে । বিজেপির ভোট ম্যানেজাররা তা বিলক্ষণ বুঝছেন । তড়িঘড়ি সোমবার রাতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠকও করেন ।

জানুয়ারিতে ঠাকুরবাড়িতে আসবেন শাহ, জানালেন শান্তনু ঠাকুর ৷

আরও পড়ুন: দলবিরোধী মন্তব্য, শান্তনু ঠাকুরকে চিঠি দিয়ে সতর্ক করল বিজেপি

মঙ্গলবার সকালে শান্তনু ঠাকুর সাংবাদিকদের বলেন, "আগামী জানুয়ারি মাসের 19 বা 20 তারিখ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠাকুরনগরে আসছেন । নাগরিকত্ব বিষয়ে সেদিন তিনি বলবেন । সংশোধিত নাগরিকত্ব আইন বিজেপি পাশ করিয়েছে । তা লাগু করবার দায়িত্বও বিজেপির । সেই কারণেই আমাদের আন্দোলন । কিছু মানুষের জন্যে যদি সিএএ কার্যকর না হয়, তাহলে একটি জাতি ভুক্তভোগী হবে । সেই জাতিগত দিক থেকে আমরা আন্দোলন করেছি । এটা আমাদের জাতিগত অধিকার ।"

ঠাকুরনগর, 29 ডিসেম্বর : নাগরিকত্বের দাবিতে আগেই সুর চড়িয়েছেন সাংসদ শান্তনু ঠাকুর । পথে নেমেছেন প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও । সিএএ নিয়ে মতুয়াদের মন রাখতে অবশেষে ঠাকুরবাড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । মঙ্গলবার বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর সাংবাদিকদের জানিয়েছেন, জানুয়ারি মাসের 19 বা 20 তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠাকুরনগরে আসবেন । মতুয়াদের নাগরিকত্বের দাবি দীর্ঘদিনের । লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠাকুরবাড়িতে এসে বলে গিয়েছিলেন, মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে ।

আরও পড়ুন: CAA নিয়ে সিদ্ধান্ত পরিষ্কারভাবে জানিয়ে দিলে সুবিধা হয়, শাহ-র উদ্দেশে শান্তনু

বিজেপির টিকিটে বনগাঁর সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই শান্তনু ঠাকুর মতুয়াদের নাগরিকত্বের দাবিতে সরব । এদিকে সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হলেও এখনও তা কার্যকর হয়নি । শান্তনু যা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশও করেছেন । সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম উল্লেখ করে বলেছিলেন, "নাগরিকত্ব নিয়ে আমরা হতাশ ।" শান্তনু ঠাকুরের বেসুরো মন্তব্যের পর তৃণমূলের উত্তর 24 পরগনার জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বনগাঁর সাংসদকে তৃণমূলে যোগ দেওয়ার বার্তা দেন । শান্তনু তৃণমূলে যোগ দিতে পারেন বলেও জল্পনা ছড়ায় । ফলে, আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে নাগরিকত্ব ইশুতে বিজেপির মতুয়া ভোট হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে । বিজেপির ভোট ম্যানেজাররা তা বিলক্ষণ বুঝছেন । তড়িঘড়ি সোমবার রাতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠকও করেন ।

জানুয়ারিতে ঠাকুরবাড়িতে আসবেন শাহ, জানালেন শান্তনু ঠাকুর ৷

আরও পড়ুন: দলবিরোধী মন্তব্য, শান্তনু ঠাকুরকে চিঠি দিয়ে সতর্ক করল বিজেপি

মঙ্গলবার সকালে শান্তনু ঠাকুর সাংবাদিকদের বলেন, "আগামী জানুয়ারি মাসের 19 বা 20 তারিখ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠাকুরনগরে আসছেন । নাগরিকত্ব বিষয়ে সেদিন তিনি বলবেন । সংশোধিত নাগরিকত্ব আইন বিজেপি পাশ করিয়েছে । তা লাগু করবার দায়িত্বও বিজেপির । সেই কারণেই আমাদের আন্দোলন । কিছু মানুষের জন্যে যদি সিএএ কার্যকর না হয়, তাহলে একটি জাতি ভুক্তভোগী হবে । সেই জাতিগত দিক থেকে আমরা আন্দোলন করেছি । এটা আমাদের জাতিগত অধিকার ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.