ETV Bharat / state

এখন সিন্ডিকেট টাকা খায় না, খায় শুধু ভাইপো : অমিত শাহ - mamata banerjee

রাজারহাটে দলীয় প্রার্থী মৃণালকান্তি দেবনাথের হয়ে প্রচারে এসে নাম না করে অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করেন BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ।

অমিত শাহ (ফাইল ছবি)
author img

By

Published : May 13, 2019, 8:09 PM IST

Updated : May 13, 2019, 10:27 PM IST

রাজারহাট, 13 মে : "এখন আর সিন্ডিকেট টাকা খায় না, শুধু ভাইপো খায় ।" আজ রাজারহাটে দলীয় প্রার্থী মৃণালকান্তি দেবনাথের সমর্থনে সভা করেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । সেখানে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি ।

ভিডিয়োয় শুনুুন অমিত শাহের বক্তব্য

অমিত শাহর আগে বক্তব্য রাখেন মুকুল রায় । তিনি বলেন, "UPA আমলে পাঁচ বছরে কেন্দ্র রাজ্য সরকারকে 1 লাখ 32 হাজার টাকা দিয়েছিল ।" এপ্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, "নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর রাজ্যকে 4 লাখ 24 হাজার 890 কোটি টাকা দেওয়া হয়েছে । সেই টাকা আপনাদের ঘরে পৌঁছেছে ? বাংলার কোনও বিকাশ হয়েছে ? তাহলে সেই টাকা কোথায় গেল ? এখন আর সিন্ডিকেট টাকা খায় না, শুধু ভাইপো খায় । এধরনের ভ্রষ্টাচার দিদির আমলে হয়েছে । বাংলার মানুষকে বলতে চাই যে দেশের যেখানে যেখানে BJP শাসিত সরকার চলছে সেখানে গিয়ে দেখে আসুন কত বিকাশ হয়েছে ।"

রাজারহাট, 13 মে : "এখন আর সিন্ডিকেট টাকা খায় না, শুধু ভাইপো খায় ।" আজ রাজারহাটে দলীয় প্রার্থী মৃণালকান্তি দেবনাথের সমর্থনে সভা করেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । সেখানে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি ।

ভিডিয়োয় শুনুুন অমিত শাহের বক্তব্য

অমিত শাহর আগে বক্তব্য রাখেন মুকুল রায় । তিনি বলেন, "UPA আমলে পাঁচ বছরে কেন্দ্র রাজ্য সরকারকে 1 লাখ 32 হাজার টাকা দিয়েছিল ।" এপ্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, "নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর রাজ্যকে 4 লাখ 24 হাজার 890 কোটি টাকা দেওয়া হয়েছে । সেই টাকা আপনাদের ঘরে পৌঁছেছে ? বাংলার কোনও বিকাশ হয়েছে ? তাহলে সেই টাকা কোথায় গেল ? এখন আর সিন্ডিকেট টাকা খায় না, শুধু ভাইপো খায় । এধরনের ভ্রষ্টাচার দিদির আমলে হয়েছে । বাংলার মানুষকে বলতে চাই যে দেশের যেখানে যেখানে BJP শাসিত সরকার চলছে সেখানে গিয়ে দেখে আসুন কত বিকাশ হয়েছে ।"

Intro:


রাজারহাট, ১৩মে: "এখন আর সিন্ডিকেট টাকা খায় না, ভাইপোকে খেয়ে নেয়" রাজারহাটে বিজেপি প্রার্থী মৃণাল কান্তি দেবনাথের সমর্থনে সভা থেকে নাম না করে সোমবার সরাসরি তৃণমূলের নম্বর দুই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদ্রূপ করেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেন ইউপিএ সরকার তাদের জোটসঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারকে ১ লক্ষ ৩২ হাজার কোটি টাকা পাঠিয়েছিল। এখন মোদি সরকার সঙ্গে মমতার আদায় কাঁচকলা। তা সত্ত্বেও ৪ লক্ষ ২৪ হাজার ৮৯০ কোটি টাকা রাজ্য সরকারকে পাঠিয়েছে। এই টাকা কে খেলো প্রশ্ন তোলেন বিজেপি সভাপতি।

Body:তার আরো অভিযোগ বাংলায় ভ্রষ্টাচার চলছে। বিজেপি সরকার যেখানে যেখানে আছে সেখানে হাসপাতাল তৈরি হয়েছে, কারখানা তৈরি হয়েছে, বিদ্যুৎ ও জলের সমস্যা দূর হয়েছে। সময়মতো চাষীদের গম কিনেছে। কিন্তু বাংলায় এখানে সব সিন্ডিকেট খেয়ে নেয়। সিন্ডিকেট থেকে মুক্তি দিতে পারে একমাত্র বিজেপি দাবি তার।

এদিন নাগরিকত্ব বিল নিয়ে ফের সরব হন অমিত। বলেন, "মমতার দল রাজ্যসভায় সিটিজেনশিপ আমেন্ডমেন্ট বিল আটকে দিয়েছে। ফের ক্ষমতায় এলে এই বিল পাস করানো হবে। অনুপ্রবেশকারী বাদে সমস্ত হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ও মতুয়া শরণার্থীদের নাগরিকত্ব দেবে সরকার। বাদ যাবে শুধুমাত্র অনুপ্রবেশকারীরা। তারপর বাংলায় এনআরসি চালু করা হবে এবং অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা হবে।

Conclusion:এদিন অমিত শাহ দাবি করেন অনুপ্রবেশকারীদের চাপেই দূর্গা পূজা, সরস্বতী পূজা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তিনি বলেন অনুপ্রবেশকারীরা চাপ দেয় তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ঠিক আছে দুর্গাপূজা হবে না। এ রাজ্যে জয় শ্রীরাম যাতে না বলা যায় তার জন্য অনুপ্রবেশকারীরা তাকে চাপ দেয়। কিছুদিন আগে কয়েকজন জয় শ্রী রাম বলায় মমতাদি গাড়ি থেকে নেমে তাদের ধমক দেয়। তাদের জেলে ঢুকিয়ে দেয়। তাদের চাপে এ রাজ্যে উর্দু শিক্ষা চাপিয়ে দেওয়া হচ্ছে। উর্দু শিক্ষক ভর্তি শুরু হয়ে গেছে। ইসলামপুরে ছাত্ররা মাতৃভাষায় পড়তে চেয়েছিল। তারা বাংলায় পড়তে চেয়েছিল। সেই কারণে ছাত্ররা প্রতিরোধ করে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দমন করেছেন। সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তানি জঙ্গিরা নিহত হলে মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখী হন। কারণ অনুপ্রবেশকারীরা দুখী। তিনি অভিযোগ করে বলেন একসময় দেশের জিডিপির ২০% আসত এই রাজ্য থেকে। কিন্তু এখন তা কমে মাত্র ৩% হয়েছে। কল-কারখানা বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র বোমা ও গুলি তৈরি করার কারখানা রয়েছে বাংলায়।
Last Updated : May 13, 2019, 10:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.