সল্টলেক, 27 এপ্রিল : হঠাৎ করেই কেন্দ্রের মোদি সরকারের নীতির বিরোধিতায় নেমেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ৷ জুট শিল্প নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন ৷ তাঁর তোপের মুখে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীয়ুষ গোয়েল থেকে জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তী ৷ এই বিরোধিতার পাশাপাশি রাজ্য সরকারের প্রতি প্রচ্ছন্ন সমর্থনের ইঙ্গিতও পাওয়া গিয়েছে ৷ যা নিয়ে শুরু হয়েছে অর্জুনের দলবদলের ব্যাপক গুঞ্জন ৷ সেই গুঞ্জন আরও একটু উসকে দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ৷ বিভিন্ন ইস্যুতে একে অপরের প্রতি ভুরি ভুরি অভিযোগ শোনা গিয়েছে তাঁদের মুখে ৷ সেই অর্জুনকে হঠাৎ করেই 'সুন্দর' বলে হচ্ছে তৃণমূল নেতার !
ব্যারাকপুরের সাংসদ সম্পর্কে কী বললেন তৃণমূলের এই চিরসবুজ নেতা ? আজ সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দিতে আসেন মদন মিত্র (Madan Mitra Praises Arjun Singh's Look) ৷ সেখানে 'বেসুরো' অর্জুনকে নিয়ে প্রশ্নবাণ ধেয়ে আসে তাঁর দিকে ৷ উত্তরে সকলকে চমকে দিয়ে একগাল হাসি নিয়ে মদন মিত্র বলে ওঠেন, "এতদিন এই বিষয়টা মনে হয়নি ৷ আজ কেন মনে হচ্ছে তা জানি না ৷ অর্জুনকে বেশ সুন্দর দেখতে ৷ বেশ ফর্সা ৷"
আরও পড়ুন : Madan Mitra on PK : বন্ধু পিকের কংগ্রেসে যোগদান ? নীরব রইলেন তৃণমূল নেতা মদন মিত্র
এরই সঙ্গে তিনি আরও বলেন, "ইংরেজিতে একটা কথা আছে, "বেটার লেট দ্যান নেভার । এখন অর্জুনের মনে হচ্ছে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে ৷ সে যে কারণেই বলুক ৷ এও নাকি বলেছেন প্রয়োজন হলে আন্দোলন করব । এই অনুভূতিটা আজ শুধু তৃণমূল নয়, ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের মনের মধ্যে ঢুকে গিয়েছে । কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে ধোঁকা দিচ্ছে ও বঞ্চনা করছে । বিজেপির একজন সাংসদ পর্যন্ত বিষয়টা উপলব্ধি করছেন ৷" তিনি আরও বলেন, "শুনেছি ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ শুভেন্দু ছেড়ে দিয়েছে । হয়তো বিজেপি ছাড়া অন্য কোনও হোয়াটসঅ্যাপ করছে । সেটা আমি জানি না ৷ তবে অর্জুন কেন এসব বলছে তার কোনও ব্যাখ্যা করব না । আমি এতে খুশি যে দীর্ঘদিন ধরে কেন্দ্রের বঞ্চনা নিয়ে যা বলে আসছি বর্তমানে বিজেপির একজন এমপিও তা মনে করছেন ৷ এসব বিজেপির মধ্যে চলছেই ৷ মণ্ডল ভেঙে পুরো গন্ডগোল হয়ে গিয়েছে ।"
শুধু তাই নয়, অর্জুনের সিংয়ের জামাকাপড় পরার স্টাইলও বেশ মনে ধরেছে মদনের ৷ বললেন, "কেন্দ্র যে অসহযোগিতা করেছে এটা অর্জুনও আজ বুঝতে পারছে । আমি ভাবছি কাল থেকে সাদা শার্ট পরব অর্জুনের মতো । বেশ ভাল লাগবে ।"