ETV Bharat / state

ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ, ঘেরাও স্থানীয় BJP নেত্রী - amphan

আমফান ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল BJP পঞ্চায়েত সদস্য সুপর্ণা বিশ্বাসের বিরুদ্ধে । গ্রামবাসীদের অভিযোগ, BJP প্রধানের পরিবারের সদস্যরা ভুয়ো তথ্য জমা দিয়ে ক্ষতিপূরণের 20হাজার টাকা পেয়েছেন ।

ছবি
ছবি
author img

By

Published : Jul 3, 2020, 1:55 PM IST

গাইঘাটা, 3 জুলাই : আমফান ক্ষতিপূরণের টাকার দুর্নীতির নিয়ে এতদিন শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হয়েছিলেন সাধারণ মানুষ । এবার সেই বিক্ষোভের মুখে BJP-র পঞ্চায়েত সদস্যরাও । আমফানের সরকারি ত্রাণে স্বজনপোষণের নাম জড়াল BJP-রও ।

গতকাল, ক্ষতিপূরণের দাবিতে গাইঘাটা ব্লকের জলেশ্বর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের BJP সদস্য সুপর্ণা বিশ্বাসের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন । তাঁদের দাবি, BJP প্রধানের পরিবারের সদস্যরা ভুয়ো তথ্য জমা দিয়ে ক্ষতিপূরণের ২০ হাজার টাকা পেয়েছেন ।

দেখুন ভিডিয়ো

আলপনা হালদার নামে এক গ্রামবাসীর অভিযোগ, "ঝড়ে বাড়ির চাল উড়িয়ে নিয়ে গেছে । দেওয়াল ক্ষতিগ্রস্ত । পাঁচ মাসের বাচ্চাকে কম্বল চাপা দিয়ে পাশের বাড়িতে গিয়ে প্রাণে বেঁচেছি । ঝড়-বৃষ্টিতে ঘরের সব কিছু তছনছ হয়ে গেছে । পঞ্চায়েত থেকে ছবি তুলে নিয়ে গেছে । অথচ আজ পর্যন্ত কোনও ক্ষতিপূরণ পাইনি । এদিকে, পঞ্চায়েত সদস্যের আত্মীয় পরিজন, ঘনিষ্ঠদের ক্ষতি না হয়েও টাকা পেয়ে গেছে ।" অন্য আর এক গ্রামবাসী অঞ্জনা দাস বলেন, প্রথমে ৩০ জনের তালিকা হয়েছে । তারমধ্যে অধিকাংশই পঞ্চায়েত সদস্যের ঘনিষ্ঠরা টাকা পেয়েছেন । অথচ তাঁরা ক্ষতিপূরণের টাকা পাওয়ার যোগ্য নন । যাঁরা ক্ষতিগ্রস্ত না হয়েও টাকা পেয়েছেন, তাঁদের টাকা ফেরত দিতে হবে ।"

BJP-র পঞ্চায়েত সদস্য সুপর্ণা বিশ্বাস বলেন, " আমি সব ক্ষতিগ্রস্তদের নাম দিয়ে তালিকা পাঠিয়েছিলাম BDO-র কাছে । BDO অফিস থেকেই ওদের বুঝে নিতে হবে । জনগণ বিক্ষোভতো করবেই ।"

গাইঘাটা, 3 জুলাই : আমফান ক্ষতিপূরণের টাকার দুর্নীতির নিয়ে এতদিন শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হয়েছিলেন সাধারণ মানুষ । এবার সেই বিক্ষোভের মুখে BJP-র পঞ্চায়েত সদস্যরাও । আমফানের সরকারি ত্রাণে স্বজনপোষণের নাম জড়াল BJP-রও ।

গতকাল, ক্ষতিপূরণের দাবিতে গাইঘাটা ব্লকের জলেশ্বর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের BJP সদস্য সুপর্ণা বিশ্বাসের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন । তাঁদের দাবি, BJP প্রধানের পরিবারের সদস্যরা ভুয়ো তথ্য জমা দিয়ে ক্ষতিপূরণের ২০ হাজার টাকা পেয়েছেন ।

দেখুন ভিডিয়ো

আলপনা হালদার নামে এক গ্রামবাসীর অভিযোগ, "ঝড়ে বাড়ির চাল উড়িয়ে নিয়ে গেছে । দেওয়াল ক্ষতিগ্রস্ত । পাঁচ মাসের বাচ্চাকে কম্বল চাপা দিয়ে পাশের বাড়িতে গিয়ে প্রাণে বেঁচেছি । ঝড়-বৃষ্টিতে ঘরের সব কিছু তছনছ হয়ে গেছে । পঞ্চায়েত থেকে ছবি তুলে নিয়ে গেছে । অথচ আজ পর্যন্ত কোনও ক্ষতিপূরণ পাইনি । এদিকে, পঞ্চায়েত সদস্যের আত্মীয় পরিজন, ঘনিষ্ঠদের ক্ষতি না হয়েও টাকা পেয়ে গেছে ।" অন্য আর এক গ্রামবাসী অঞ্জনা দাস বলেন, প্রথমে ৩০ জনের তালিকা হয়েছে । তারমধ্যে অধিকাংশই পঞ্চায়েত সদস্যের ঘনিষ্ঠরা টাকা পেয়েছেন । অথচ তাঁরা ক্ষতিপূরণের টাকা পাওয়ার যোগ্য নন । যাঁরা ক্ষতিগ্রস্ত না হয়েও টাকা পেয়েছেন, তাঁদের টাকা ফেরত দিতে হবে ।"

BJP-র পঞ্চায়েত সদস্য সুপর্ণা বিশ্বাস বলেন, " আমি সব ক্ষতিগ্রস্তদের নাম দিয়ে তালিকা পাঠিয়েছিলাম BDO-র কাছে । BDO অফিস থেকেই ওদের বুঝে নিতে হবে । জনগণ বিক্ষোভতো করবেই ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.