ETV Bharat / state

ডেঙ্গির প্রকোপ বনগাঁয়, হাসপাতালে 70 - 70 জন ডেঙ্গি আক্রান্ত

বনগাঁ মহকুমাজুড়ে ইতিমধ্যে 70 জন ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছে ।  পরিস্থিতি মোকাবিলায় সচেষ্ট প্রশাসন । হাসপাতাল কর্তৃপক্ষও যথাযথ ব্যবস্থা নেওয়া শুরু করেছে । জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে স্কুলে স্কুলে প্রচারও চালানো হচ্ছে ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 10, 2019, 4:24 AM IST

বনগাঁ, 10 অগাস্ট : হাবরার পর এবার বনগাঁ মহকুমাজুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে । ইতিমধ্যে 70 জন ডেঙ্গি আক্রান্ত বনগাঁ মহকুমা হাসপাতালে ভরতি ।

বনগাঁ মহকুমার গাইঘাটা ব্লকের জলেশ্বর, ধরমপুর, ঘোজা-তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি । গোপালনগরের পাল্লা এলাকারও বেশ কয়েকজন ভরতি হাসপাতালে । পরিস্থিতি মোকাবিলায় সচেষ্ট প্রশাসন । হাসপাতাল কর্তৃপক্ষও যথাযথ ব্যবস্থা নেওয়া শুরু করেছে । সুপার শংকরপ্রসাদ মাহাত বলেন, "ডেঙ্গি আক্রান্ত বাড়লেও আমরা সচেতন । সবাইকে বেডে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে ।"

কিছুদিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী প্রশাসনিক আধিকারিকরা । জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে স্কুলে স্কুলে প্রচারও চালানো হচ্ছে ।

বনগাঁ, 10 অগাস্ট : হাবরার পর এবার বনগাঁ মহকুমাজুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে । ইতিমধ্যে 70 জন ডেঙ্গি আক্রান্ত বনগাঁ মহকুমা হাসপাতালে ভরতি ।

বনগাঁ মহকুমার গাইঘাটা ব্লকের জলেশ্বর, ধরমপুর, ঘোজা-তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি । গোপালনগরের পাল্লা এলাকারও বেশ কয়েকজন ভরতি হাসপাতালে । পরিস্থিতি মোকাবিলায় সচেষ্ট প্রশাসন । হাসপাতাল কর্তৃপক্ষও যথাযথ ব্যবস্থা নেওয়া শুরু করেছে । সুপার শংকরপ্রসাদ মাহাত বলেন, "ডেঙ্গি আক্রান্ত বাড়লেও আমরা সচেতন । সবাইকে বেডে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে ।"

কিছুদিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী প্রশাসনিক আধিকারিকরা । জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে স্কুলে স্কুলে প্রচারও চালানো হচ্ছে ।

Intro:হাবরার পরে ডেঙ্গু ছড়াল বনগাঁয়, আক্রাম্ত ৭০ জন হাসপাতালে

বনগাঁঃ হাবরার পরে এবার বনগাঁ মহকুমা জুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে বনগাঁ মহকুমা হাসপাতালে 70 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি l প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে বলে জানালেন বনগাঁ হাসপাতাল সুপার l

বনগাঁ মহকুমার গাইঘাটা ব্লকের জলেশ্বর, ধরমপুর, ঘোজা সহ একাধিক এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একাধিক ব্যক্তি ভর্তি বনগাঁ মহাকুমা হাসপাতালে। গোপালনগরের পাল্লা এলাকা থেকেও কয়েকজন ও বাগদা ব্লক থেকেও কয়েকজন ভর্তি আছে বনগাঁ মহাকুমা হাসপাতালে l সব মিলিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বাড়ছে বলে জানান বনগাঁ মহাকুমা হাসপাতালের সুপার শংকরপ্রসাদ মাহাতো l তিনি জানান, আক্রান্তের সংখ্যা বাড়লেও আমরা যথেষ্ট সচেতন। ডেঙ্গু নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে l অন্যদিকে ডেঙ্গু আক্রমণ থেকে বাঁচতে জনসচেতনতার উপরে জোর দিয়েছে বনগাঁ মহাকুমা প্রশাসন l জনপ্রতিনিধি সঙ্গে বৈঠক করে ওই স্কুলে স্কুলে প্রচার চালানো হচ্ছে মহাকুমা প্রশাসনের পক্ষ থেকে lBody:হাবরার পরে ডেঙ্গু ছড়াল বনগাঁয়, আক্রাম্ত ৭০ জন হাসপাতালে

বনগাঁঃ হাবরার পরে এবার বনগাঁ মহকুমা জুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে বনগাঁ মহকুমা হাসপাতালে 70 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি l প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে বলে জানালেন বনগাঁ হাসপাতাল সুপার l

বনগাঁ মহকুমার গাইঘাটা ব্লকের জলেশ্বর, ধরমপুর, ঘোজা সহ একাধিক এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একাধিক ব্যক্তি ভর্তি বনগাঁ মহাকুমা হাসপাতালে। গোপালনগরের পাল্লা এলাকা থেকেও কয়েকজন ও বাগদা ব্লক থেকেও কয়েকজন ভর্তি আছে বনগাঁ মহাকুমা হাসপাতালে l সব মিলিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বাড়ছে বলে জানান বনগাঁ মহাকুমা হাসপাতালের সুপার শংকরপ্রসাদ মাহাতো l তিনি জানান, আক্রান্তের সংখ্যা বাড়লেও আমরা যথেষ্ট সচেতন। ডেঙ্গু নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে l অন্যদিকে ডেঙ্গু আক্রমণ থেকে বাঁচতে জনসচেতনতার উপরে জোর দিয়েছে বনগাঁ মহাকুমা প্রশাসন l জনপ্রতিনিধি সঙ্গে বৈঠক করে ওই স্কুলে স্কুলে প্রচার চালানো হচ্ছে মহাকুমা প্রশাসনের পক্ষ থেকে lConclusion:হাবরার পরে ডেঙ্গু ছড়াল বনগাঁয়, আক্রাম্ত ৭০ জন হাসপাতালে

বনগাঁঃ হাবরার পরে এবার বনগাঁ মহকুমা জুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে বনগাঁ মহকুমা হাসপাতালে 70 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি l প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে বলে জানালেন বনগাঁ হাসপাতাল সুপার l

বনগাঁ মহকুমার গাইঘাটা ব্লকের জলেশ্বর, ধরমপুর, ঘোজা সহ একাধিক এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একাধিক ব্যক্তি ভর্তি বনগাঁ মহাকুমা হাসপাতালে। গোপালনগরের পাল্লা এলাকা থেকেও কয়েকজন ও বাগদা ব্লক থেকেও কয়েকজন ভর্তি আছে বনগাঁ মহাকুমা হাসপাতালে l সব মিলিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বাড়ছে বলে জানান বনগাঁ মহাকুমা হাসপাতালের সুপার শংকরপ্রসাদ মাহাতো l তিনি জানান, আক্রান্তের সংখ্যা বাড়লেও আমরা যথেষ্ট সচেতন। ডেঙ্গু নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে l অন্যদিকে ডেঙ্গু আক্রমণ থেকে বাঁচতে জনসচেতনতার উপরে জোর দিয়েছে বনগাঁ মহাকুমা প্রশাসন l জনপ্রতিনিধি সঙ্গে বৈঠক করে ওই স্কুলে স্কুলে প্রচার চালানো হচ্ছে মহাকুমা প্রশাসনের পক্ষ থেকে l
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.