ETV Bharat / state

Expired Drinking Water : হাসপাতালে ন্যায্যমূল্যের দোকানে মেয়াদ উত্তীর্ণ পানীয় জল বিক্রির অভিযোগ, আটক 1 - ডাক্তার জীবন রতন ধর হাসপাতাল

ডাক্তার জীবন রতন ধর হাসপাতালে ন্যায্যমূল্যের দোকানে মেয়াদ উত্তীর্ণ পানীয় জলের বোতল বিক্রির ঘটনায় চাঞ্চল্য় ছড়াল (Allegations of Selling Expired Water at Fair Price Shops) ৷ খবর পেয়ে পুলিশ নিয়ে হাসপাতালে হানা বনগাঁ পৌরসভার চেয়ারম্যানের ৷ প্রচুর মেয়াদ উত্তীর্ণ জলের বোতল বাজেয়াপ্ত ৷ এক কর্মচারী আটক ৷ সিল করা হয়েছে দোকানটি ।

Bongaon News
হাসপাতালে ন্যায্যমূল্যের দোকানে মেয়াদ উত্তীর্ণ জল বিক্রির অভিযোগ
author img

By

Published : May 26, 2022, 8:12 AM IST

Updated : May 26, 2022, 9:20 AM IST

বনগাঁ, 26 মে : হাসপাতালের ন্যায্যমূল্যের জলের দোকানে দেদার বিকোছে মেয়াদ উত্তীর্ণ পানীয় জলের বোতল । রোগীর পরিজনদের কাছ থেকে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় পুলিশ নিয়ে হাসপাতালে হানা দেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ ও কাউন্সিলরেরা (Allegations of Selling Expired Water at Fair Price Shops) । ন্যায্যমূল্যের জলের দোকানে তল্লাশি চালিয়ে প্রচুর মেয়াদ উত্তীর্ণ জলের বোতল উদ্ধার করেন তারা । সেগুলি বিক্রি করার অভিযোগে দোকানের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ । সিল করা হয়েছে দোকানটি । বাতিল করা হয়েছে তার ট্রেড লাইসেন্স ।

পৌরসভা সূত্রে জানা গিয়েছে, গাইঘাটার বাসিন্দা বাবুল ঘোষ নামে এক ব্যক্তির স্ত্রী বনগাঁয় ডাক্তার জীবনরতন ধর হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন । এদিন তিনি হাসপাতালে ন্যায্যমূল্যের জলের দোকানে স্ত্রীর জন্য জল কিনতে গিয়েছিলেন । দোকানে গিয়ে জলেন বোতল চাইলে দোকানদার তাঁকে একটি জলের বোতল দেন । সেখানে তিনি লক্ষ্য করেন পানীয় জলের বোতলটি মেয়াদ উত্তীর্ণ । দোকানদারকে বিষয়টি জানালে তিনি কিছু সময় পরে ফের আরেকটি নতুন জলের বোতল দেন ।

আরও পড়ুন : পানীয় জলের বোতলে ভাসছে শ্যাওলা, বোতল বিক্রি করে বিপাকে ব্যবসায়ী

বাবুল ঘোষের দাবি, পুরনো জলের বোতলে নতুন করে হাতে লেবেল লাগিয়ে তাঁকে দেওয়া হয়েছে । তাঁর অভিযোগ, হাসপাতালে নতুন যে জল এসেছে তার প্রতিটি বোতলেই হাতে তৈরি লেভেল লাগানো । পরবর্তীতে বিষয়টি তিনি বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে জানান । অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে বনগাঁ থানার পুলিশ ও পৌরসভার কাউন্সিলরদের সঙ্গে নিয়ে ন্যায্যমূল্যের জলের দোকানে হানা দেন । দোকান থেকে তাঁরা প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ জলের বোতল উদ্ধার করেন । মেয়াদ উত্তীর্ণ জল বিক্রি করার অভিযোগে দোকানের এক কর্মচারীকে আটক করে পুলিশ । পাশাপাশি দোকানটি সিল করে দেওয়া হয় ৷ এদিন তারা হাসপাতালে একাধিক জলের দোকানেও হানা দেয় ।

বনগাঁয় ডা. জীবন রতন ধর হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ পানীয় জল বিক্রির অভিযোগ

পৌরসভার চেয়ারম্যান বলেন, "রোগীর পরিজনের কাছ থেকে অভিযোগ পেয়ে আমরা হাসপাতালের ন্যায্যমূল্যের জলের দোকানে এসে দেখি জলের বোতলের গায়ে হাতে লেখা ডেট দেওয়া রয়েছে । বেশিরভাগ পানীয় জলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে । তার উপরে নতুন করে লেভেল সাঁটানো হয়েছে । আমরা এই দোকানের লাইসেন্সটি বাতিল করে দিলাম ৷ পাশাপাশি পুলিশকে বলেছি বিষয়টি তদন্ত করে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ।"

আরও পড়ুন : ঘাটালের শ্রীপুরে পানীয় জলের হাহাকার, তৃণমূল-বিজেপির রাজনৈতিক তরজা

তিনি আরও বলেন, "আজ থেকে এই অভিযান চলবে । যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । এখানে তাকে ব্যবসা করতে দেওয়া হবে না ।"

তবে হাসপাতাল চত্বরে মেয়াদ উত্তীর্ণ পানীয় জল বিক্রির ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রোগীর পরিজনেদের মধ্যে । তাঁদের প্রশ্ন, হাসপাতালে ন্যায্যমূল্যের জলের দোকান থেকেই যদি এইভাবে মেয়াদ উত্তীর্ণ জল বিক্রি হয় তাহলে তাঁরা কোথায় যাবেন ।

বনগাঁ, 26 মে : হাসপাতালের ন্যায্যমূল্যের জলের দোকানে দেদার বিকোছে মেয়াদ উত্তীর্ণ পানীয় জলের বোতল । রোগীর পরিজনদের কাছ থেকে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় পুলিশ নিয়ে হাসপাতালে হানা দেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ ও কাউন্সিলরেরা (Allegations of Selling Expired Water at Fair Price Shops) । ন্যায্যমূল্যের জলের দোকানে তল্লাশি চালিয়ে প্রচুর মেয়াদ উত্তীর্ণ জলের বোতল উদ্ধার করেন তারা । সেগুলি বিক্রি করার অভিযোগে দোকানের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ । সিল করা হয়েছে দোকানটি । বাতিল করা হয়েছে তার ট্রেড লাইসেন্স ।

পৌরসভা সূত্রে জানা গিয়েছে, গাইঘাটার বাসিন্দা বাবুল ঘোষ নামে এক ব্যক্তির স্ত্রী বনগাঁয় ডাক্তার জীবনরতন ধর হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন । এদিন তিনি হাসপাতালে ন্যায্যমূল্যের জলের দোকানে স্ত্রীর জন্য জল কিনতে গিয়েছিলেন । দোকানে গিয়ে জলেন বোতল চাইলে দোকানদার তাঁকে একটি জলের বোতল দেন । সেখানে তিনি লক্ষ্য করেন পানীয় জলের বোতলটি মেয়াদ উত্তীর্ণ । দোকানদারকে বিষয়টি জানালে তিনি কিছু সময় পরে ফের আরেকটি নতুন জলের বোতল দেন ।

আরও পড়ুন : পানীয় জলের বোতলে ভাসছে শ্যাওলা, বোতল বিক্রি করে বিপাকে ব্যবসায়ী

বাবুল ঘোষের দাবি, পুরনো জলের বোতলে নতুন করে হাতে লেবেল লাগিয়ে তাঁকে দেওয়া হয়েছে । তাঁর অভিযোগ, হাসপাতালে নতুন যে জল এসেছে তার প্রতিটি বোতলেই হাতে তৈরি লেভেল লাগানো । পরবর্তীতে বিষয়টি তিনি বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে জানান । অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে বনগাঁ থানার পুলিশ ও পৌরসভার কাউন্সিলরদের সঙ্গে নিয়ে ন্যায্যমূল্যের জলের দোকানে হানা দেন । দোকান থেকে তাঁরা প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ জলের বোতল উদ্ধার করেন । মেয়াদ উত্তীর্ণ জল বিক্রি করার অভিযোগে দোকানের এক কর্মচারীকে আটক করে পুলিশ । পাশাপাশি দোকানটি সিল করে দেওয়া হয় ৷ এদিন তারা হাসপাতালে একাধিক জলের দোকানেও হানা দেয় ।

বনগাঁয় ডা. জীবন রতন ধর হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ পানীয় জল বিক্রির অভিযোগ

পৌরসভার চেয়ারম্যান বলেন, "রোগীর পরিজনের কাছ থেকে অভিযোগ পেয়ে আমরা হাসপাতালের ন্যায্যমূল্যের জলের দোকানে এসে দেখি জলের বোতলের গায়ে হাতে লেখা ডেট দেওয়া রয়েছে । বেশিরভাগ পানীয় জলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে । তার উপরে নতুন করে লেভেল সাঁটানো হয়েছে । আমরা এই দোকানের লাইসেন্সটি বাতিল করে দিলাম ৷ পাশাপাশি পুলিশকে বলেছি বিষয়টি তদন্ত করে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ।"

আরও পড়ুন : ঘাটালের শ্রীপুরে পানীয় জলের হাহাকার, তৃণমূল-বিজেপির রাজনৈতিক তরজা

তিনি আরও বলেন, "আজ থেকে এই অভিযান চলবে । যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । এখানে তাকে ব্যবসা করতে দেওয়া হবে না ।"

তবে হাসপাতাল চত্বরে মেয়াদ উত্তীর্ণ পানীয় জল বিক্রির ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রোগীর পরিজনেদের মধ্যে । তাঁদের প্রশ্ন, হাসপাতালে ন্যায্যমূল্যের জলের দোকান থেকেই যদি এইভাবে মেয়াদ উত্তীর্ণ জল বিক্রি হয় তাহলে তাঁরা কোথায় যাবেন ।

Last Updated : May 26, 2022, 9:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.