হাড়োয়া , 10 অক্টোবর : কটূক্তির প্রতিবাদ করায় হাড়োয়ায় BJP সমর্থকদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এলাকায় বোমাবাজি ও গুলি চলে বলেও অভিযোগ । অন্যদিকে , আহত BJP কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হন BJP-র মহিলা কর্মীরাও । অভিযোগ , মহিলা BJP কর্মীদের শ্লীলতাহানিও করা হয় । উত্তর 24 পরগনার হাড়োয়া থানার মুনশিঘেরির ছয়আনি বাজার এলাকার ঘটনা ।
ঘটনার সূত্রপাত , বৃহস্পতিবার রাতে । অভিযোগ, স্থানীয় ছয়আনি বাজার সংলগ্ন এলাকায় BJP সমর্থক মহিলাদের উদ্দেশে অশ্লীল কথাবার্তা ও অঙ্গভঙ্গি করে তৃণমূল কর্মীরা । তা নিয়ে ওই মহিলারা প্রতিবাদ করতে গেলে মারধর করা হয় বলে অভিযোগ । ঘটনার কথা বাড়িতে জানালে তাঁদের বাড়ির লোকেরা তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলতে যান । তখন দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় । তারপর আচমকা ওই তৃণমূল কর্মীরা এলোপাথাড়ি বোমাবাজি ও শূন্যে গুলি চালায় বলে অভিযোগ । রাতে BJP সমর্থকদের মোটরবাইক ও বাড়ি ভাঙচুর করা হয় । ঘটনায় আহত হয়েছেন কয়েকজন BJP সমর্থক । শুক্রবার ওই আহত দলীয় সমর্থকদের দেখতে যান হাড়োয়ার কয়েকজন মহিলা BJP কর্মী । তখন তাঁদের উদ্দেশে কটূক্তি ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ।
অন্যদিকে তৃণমূলের দাবি, বৃহস্পতিবার সন্ধে নাগাদ তারা একটি পিকনিকের আয়োজন করেছিল । BJP সর্মথকরা সেখান গিয়ে হামলা চালিয়েছে । ভাঙচুরও করেছে । লাথি মেরে ফেলে দেওয়া হয় পিকনিকের জন্য রান্না করা ভাত তরকারি । ঘটনায় দু'পক্ষই পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।