ETV Bharat / state

নৈহাটিতে BJP কার্যালয়ে আগুন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - নৈহাটিতে ভোর রাতে BJP কার্যালয়ে আগুন

নৈহাটিতে ভোররাতে BJP কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ অস্বীকার তৃণমূলের ৷

image
BJP পার্টি আফিসে আগুন
author img

By

Published : Jan 16, 2020, 2:23 PM IST

নৈহাটি, 16 জানুয়ারি : ফের BJP কার্যালয়ে হামলা । এবার ঘটনাস্থান নৈহাটির গরিফা ৷ কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । সেই সময়, কার্যালয়ের ভিতরে ঘুমোচ্ছিলেন BJP জেলা কমিটির সদস্য সুব্রত দাস ৷

দলীয় কার্যালয়ে আগুন দিয়ে সুব্রতবাবুকে পুড়িয়ে মারার ছক কষা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। অল্পের জন্য রেহাই পান সুব্রতবাবু । দরজা খুলে বেরোতে গিয়ে তাঁর হাত পুড়ে গিয়েছে । তৃণমূল কর্মীরাই আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ স্থানীয় BJP নেতৃত্বের ৷ ঘটনায় ইতিমধ্যেই নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

BJP-র দলীয় কার্যালয়ে আগুন ধরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের বক্তব্য, তাঁদের দলের কোনও কর্মী এই কাজের সঙ্গে জড়িত নয় । আইন আইনের মতো কাজ করবে । CCTV ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ ।

নৈহাটি, 16 জানুয়ারি : ফের BJP কার্যালয়ে হামলা । এবার ঘটনাস্থান নৈহাটির গরিফা ৷ কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । সেই সময়, কার্যালয়ের ভিতরে ঘুমোচ্ছিলেন BJP জেলা কমিটির সদস্য সুব্রত দাস ৷

দলীয় কার্যালয়ে আগুন দিয়ে সুব্রতবাবুকে পুড়িয়ে মারার ছক কষা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। অল্পের জন্য রেহাই পান সুব্রতবাবু । দরজা খুলে বেরোতে গিয়ে তাঁর হাত পুড়ে গিয়েছে । তৃণমূল কর্মীরাই আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ স্থানীয় BJP নেতৃত্বের ৷ ঘটনায় ইতিমধ্যেই নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

BJP-র দলীয় কার্যালয়ে আগুন ধরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের বক্তব্য, তাঁদের দলের কোনও কর্মী এই কাজের সঙ্গে জড়িত নয় । আইন আইনের মতো কাজ করবে । CCTV ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ ।

Intro:আজ ভোররাতে নৈহাটির গরিফা বিজেপির একটি দলীয় কার্যালয় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়।কার্যালয়টির ভিতরে তখন ছিলেন জেলা কমিটির সদস্য সুব্রত দাস।তাকে জীবন্ত পুড়িয়ে মারার ছক ছিল দুষ্কৃতীদের বলে অভিযোগ...Body:নৈহাটি থানার গরিফা এলাকায় বিজেপির দলীয় অফিসে আগুন।পুড়িয়ে মারার চেস্টা বিজেপি কমি' সুব্রত দাস কে।অল্পের জন্য রেহাই সুব্রত দাস।দরজা খুলে বেরোতে গিয়ে তার হাত পুড়ে যায়।নৈহাটি থানায় অভিযোগ দায়ের।অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সি,সি টি,ভি ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্তকরনের চেস্টা পুলিশের।তবে বিজেপির অভিযোগ তৃনমুলের দুস্কৃতিরাই এই কাজ করেছে।সুব্রত দাসের অভিযোগ বিজেপির সক্রিয়তা কে নষ্ট করার জন্য তৃনমুল এই কাজ করছে।

তবে তৃনমুলের নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চাটারজীর দাবি তাদের দলের কোন কমি' এই কাজের সাথে যুক্ত নেই।আইন আইনের মতো কাজ করবে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.