বসিরহাট, 28 মার্চ : চেকিংয়ের নামে সীমান্তে মহিলাকে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ । ঘটনায় নাম জড়িয়েছে 85 নম্বর ব্যাটেলিয়ানের এক জওয়ানের । ঘটনার জেরে রবিবার উত্তেজনা ছড়ায় ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাসনাবাদের জালালপুরে।ঘটনার পরই অভিযুক্ত ওই জওয়ানের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় সীমান্ত ঘেঁষা গ্রামের বাসিন্দারা । উঠেছে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি । যদিও এবিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি বিএসএফ কর্তৃপক্ষের ।
ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া জালালপুর গ্রাম । কাজের স্বার্থে গ্রামবাসীদের সীমান্তের এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হয় । অভিযোগ, সেই সময় চেকিংয়ের নামে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের একাংশের হেনস্থার মুখে পড়তে হয় গ্রামবাসীদের । অভিযোগ, চলে শারীরিক নিগ্রহ । মহিলাদেরও তার থেকে রেহাই মেলে না ৷
দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটলেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি বিএসএফ কর্তৃপক্ষের তরফে । এমনই অভিযোগ গ্রামবাসীদের একাংশের । এসবের মধ্যেই আজ দুপুরে ফের সীমান্তে চেকিংয়ের নামে মহিলার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠে এক জওয়ানের বিরুদ্ধে । এরপরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা । সীমান্তরক্ষী জওয়ানদের ঘিরে শুরু হয় বিক্ষোভ । চলে প্ল্যাকার্ড হাতে স্লোগানও । তুমুল বিক্ষোভে উত্তাল হয়ে উঠে এলাকা । পরে,পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
আরও পড়ুন : রাজনৈতিক রং মিশল বসন্তের আবিরে
এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,"পুরুষ জওয়ানরা অনেক সময় চেকিং করছে মহিলাদের । নথিপত্র দেখার নামে কখনও কখনও অভব্য আচরণ করা হচ্ছে । হেনস্থার শিকারও হতে হচ্ছে প্রায় সময়ই ।’’