বাগদা, 18 এপ্রিল : মৃত ব্যক্তিদের কার্ড ব্যবহার করে রেশন সামগ্রী তোলার অভিযোগ উঠল BJP পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে । তদন্তে নেমে অভিযুক্ত সুরেশ বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ । উত্তর ২৪ পরগনার বাগদার কোনিয়ারা 2 নম্বর পঞ্চায়েত এলাকার ঘটনা ।
কোনিয়ারা 2 নম্বর পঞ্চায়েতের ঘাটপাতিলা গ্রামের রেশন ডিলার উত্তম সমাদ্দার অভিযোগ করেন, পঞ্চায়েত প্রধান অনামিকা বিশ্বাসের স্বামী সুরেশ বিশ্বাস মৃত ব্যক্তিদের রেশনকার্ড ব্যবহার করে 144 কেজি গম তুলেছেন। সঙ্গে আরও 10 কুইন্টাল চাল ও দশ হাজার টাকা চেয়ে হুমকিও দিয়েছেন। এরপরই সুরেশের নামে বাগদা থানায় অভিযোগ দায়ের করেন ডিলার উত্তম সমাদ্দার। ঘটনার তদন্তে নেমে সুরেশকে গ্রেপ্তার করে পুলিশ ।
যদিও কোনিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের BJP প্রধান অনামিকা বিশ্বাস বলেন, আমার স্বামীকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। ওই মৃত ব্যক্তিদের গম পঞ্চায়েত কর্মীদের মাধ্যমে পঞ্চায়েতে এনে রাখা হয়েছে।" একই সুর জেলা BJP-র সম্পাদক অমৃতলাল বিশ্বাসের গলায় । তিনি বলেন, সুরেশ বিশ্বাসকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।"
এবিষয়ে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘোরচন্দ্র হালদারের বক্তব্য, "খোদ ডিলারের অভিযোগের ভিত্তিতে BJP-র পঞ্চায়েত প্রধানের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইন আইনের পথে চলবে।"