বনগাঁ, 17 এপ্রিল : বাবাকে গুলি করে খুন করে দেহে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ বড় ছেলের বিরুদ্ধে (allegation against man of killing his father in Bangaon) । ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার গোবরাপুর কেউটিয়া পাড়ায় ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম আশানুর গোলদার । তাকে গ্রেফতার করা হয়েছে ৷ নিহত ব্যক্তির নাম মোহর গোলদার (45) ৷ বাড়ি থেকেই তাঁর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করেছে পুলিশ ৷ পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা বলে অনুমান পুলিশের ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোহর গোলদার অত্যাধিক পরিমাণে নেশা করতেন । যা নিয়ে প্রায়ই অশান্তি হত বাড়িতে ৷ শনিবার বিকাল থেকে এই কারণে ফের অশান্তি শুরু হয় তাঁর বাড়িতে ৷ রাতের দিকে অশান্তি এমন পর্যায়ে পৌঁছায় যে মোহরের স্ত্রী তহমিনা গোলদার ও ছেলের বউ বাড়ি ছেড়ে প্রতিবেশীর বাড়িতে চলে যান । তহমিনার কথায়, "প্রতিবেশীর বাড়ি যাওয়ার কিছু সময় পরে জানতে পারি বাড়িতে আগুন জ্বলছে । প্রথমে ভেবেছিল উনি (মোহর) জামা কাপড়ে আগুন ধরিয়ে দিয়েছেন । কিছু সময় পরে বাড়ি ফেরি দেখি ঘরের সামনে অগ্নিদগ্ধ অবস্থায় পরে রয়েছে উনি ।"
আরও পড়ুন : সল্টলেকে নির্মীয়মাণ বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ব্যক্তির
তহমিনা গোলদারের দাবি, প্রতিবেশীরা তাঁকে জানিয়েছেন, বড় ছেলে বাড়ি এসেছিল । সে তার বাবাকে মেরে ফেলেছে । একই দাবি করেছেন মোহরের ছোট ছেলে হাসানুরও । তিনি বলেন, "কী ভাবে বাবা মারা গিয়েছেন আমরা দেখিনি । তবে সবাই বলছে দাদা বাবাকে মেরে ফেলেছে ।" খবর পেয়ে ঘটনাস্থলে এসে অগ্নিদগ্ধ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়েছে বনগাঁ থানার পুলিশ । অভিযুক্ত আশানুরকে গ্রেফতার করা হয়েছে । সূত্রের খবর, পুলিশের জেরায় ধৃত স্বীকার করেছে, প্রথমে সে তার বাবাকে গুলি করে ও পরে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় ।