ETV Bharat / state

কোরোনা সংক্রমণের সন্ধান, অশোকনগরে 3 দিন বন্ধ সব বাজার

author img

By

Published : Apr 27, 2020, 8:25 PM IST

জানা গেছে, হাবড়া 2 ব্লকের অশোকনগর বাঁশপুল গ্রাম পঞ্চায়েতের পুটিয়া গ্রামের ওই ব্যক্তি কলকাতা পোর্ট ট্রাস্টের নিরাপত্তা কর্মী । লকডাউনের মধ্যে সংস্থার গাড়িতে করেই তিনি বাড়ি থেকে পোর্টের অফিসে কাজে যেতেন । শেষবার 15 এপ্রিল তিনি বাড়ি ফিরেছিলেন । বাড়িতে ফেরার পর তিনি সর্দি ও জ্বরে আক্রান্ত হন ।

all markets are closed in ashoknagar, habra, north 24 paraganas
কোরোনা সংক্রমণের সন্ধান, অশোকনগরে 3 দিন বন্ধ সব বাজার

অশোকনগর , 27 এপ্রিল : অশোকনগরের পুটিয়া গ্রামের বাসিন্দা কোরোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৷ এরপর গতকাল রাত থেকেই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা । আক্রান্তের বাড়িসহ আশপাশের এলাকা বাঁশের ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে । পাশাপাশি গোটা এলাকা স্যানিটাইজ়ও করা হয়েছে । আজ সকালে আক্রান্তের গ্রামে যান বারাসত পুলিশ ৷ পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, মহকুমা শাসক তাপস বিশ্বাসসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা । অশোকনগরের সমস্ত বাজার আগামী 3 দিন বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে ।

হাবড়া পৌরসভার কালীবাড়ি বাজার কমিটিও আগামী 10 দিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন । আজ সকালে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালকেও জীবাণুমুক্ত করা হয়েছে । জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তপন সাহা জানান, " আক্রান্ত ব্যক্তি অশোকনগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ আজ সেই হাসপাতালও জীবাণুমুক্ত করা হয়েছে । আক্রান্ত ব্যক্তির সঙ্গে চিকিৎসাধীন থাকা অন্যান্য রোগীদেরও সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । " অশোকনগরের বিধায়ক ধীমান রায় বলেন, " পুটিয়া গ্রামের এক ব্যক্তি কোরোনায় আক্রান্ত হয়েছেন । তিনি কলকাতা পোর্ট ট্রাস্টের কর্মী । পুলিশ ও প্রশাসনের কর্তারা ওই এলাকায় কোরোনা নিয়ন্ত্রণে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন । অকারণে আতঙ্কিত না হয়ে সকলকে এই বিষয়ে আরও সচেতন হতে হবে । "

অশোকনগর পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার বলেন, " পৌরসভার পক্ষ থেকে আজ আক্রান্তের বাড়ির চারপাশ স্যানিটাইজ় করা হয়েছে ৷ এছাড়াও পার্শ্ববর্তী কল্যাণগড় বাজার, থানা ও হাসপাতাল স্যানিটাইজ় করা হয়েছে । অশোকনগরে 7 টি বড় বাজার আছে । ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই আগামী 3 দিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বাজার বন্ধ থাকলেও এলাকায় সবজির গাড়ি থেকে সাধারণ মানুষ সবজি কিনতে পারবেন ৷ "

জানা গেছে, হাবড়া 2 ব্লকের অশোকনগর বাঁশপুল গ্রাম পঞ্চায়েতের পুটিয়া গ্রামের ওই ব্যক্তি কলকাতা পোর্ট ট্রাস্টের নিরাপত্তা কর্মী । লকডাউনের মধ্যে সংস্থার গাড়িতে করেই তিনি বাড়ি থেকে পোর্টের অফিসে কাজে যেতেন । শেষবার 15 এপ্রিল তিনি বাড়ি ফিরেছিলেন । বাড়িতে ফেরার পর তিনি সর্দি ও জ্বরে আক্রান্ত হন । 2 দিন পরেই তিনি গ্রামের এক কোয়াক ডাক্তারকে দেখান । তিনি সর্দি ও জ্বরের চিকিৎসা শুরু করেন । এই অবস্থায় তিনি একদিন এলাকার রেশন দোকানেও গিয়েছিলেন । কিন্তু শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি না হওয়ায় গত 23 এপ্রিল পরিবারের লোকজন তাঁকে নিয়ে যান ৷ অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ 26 এপ্রিল বিকেলে তাঁর কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । এরপর জেলা স্বাস্থ্যদপ্তরের নির্দেশে গতরাতেই তাঁর স্ত্রী, পুত্রসহ দুই দাদা ও ওই কোয়াক চিকিৎসক মিলিয়ে মোট 9 জনকে বারাসতের অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে ।

ওই ব্যক্তির বাড়ি লাগোয়া মোট 13টি বাড়ি বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে । আক্রান্ত ব্যক্তির বাড়ির 30 মিটার অন্তর তিনটি ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে । এছাড়াও পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এলাকার আরও 23 জনকে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

অশোকনগর , 27 এপ্রিল : অশোকনগরের পুটিয়া গ্রামের বাসিন্দা কোরোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৷ এরপর গতকাল রাত থেকেই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা । আক্রান্তের বাড়িসহ আশপাশের এলাকা বাঁশের ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে । পাশাপাশি গোটা এলাকা স্যানিটাইজ়ও করা হয়েছে । আজ সকালে আক্রান্তের গ্রামে যান বারাসত পুলিশ ৷ পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, মহকুমা শাসক তাপস বিশ্বাসসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা । অশোকনগরের সমস্ত বাজার আগামী 3 দিন বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে ।

হাবড়া পৌরসভার কালীবাড়ি বাজার কমিটিও আগামী 10 দিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন । আজ সকালে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালকেও জীবাণুমুক্ত করা হয়েছে । জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তপন সাহা জানান, " আক্রান্ত ব্যক্তি অশোকনগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ আজ সেই হাসপাতালও জীবাণুমুক্ত করা হয়েছে । আক্রান্ত ব্যক্তির সঙ্গে চিকিৎসাধীন থাকা অন্যান্য রোগীদেরও সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । " অশোকনগরের বিধায়ক ধীমান রায় বলেন, " পুটিয়া গ্রামের এক ব্যক্তি কোরোনায় আক্রান্ত হয়েছেন । তিনি কলকাতা পোর্ট ট্রাস্টের কর্মী । পুলিশ ও প্রশাসনের কর্তারা ওই এলাকায় কোরোনা নিয়ন্ত্রণে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন । অকারণে আতঙ্কিত না হয়ে সকলকে এই বিষয়ে আরও সচেতন হতে হবে । "

অশোকনগর পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার বলেন, " পৌরসভার পক্ষ থেকে আজ আক্রান্তের বাড়ির চারপাশ স্যানিটাইজ় করা হয়েছে ৷ এছাড়াও পার্শ্ববর্তী কল্যাণগড় বাজার, থানা ও হাসপাতাল স্যানিটাইজ় করা হয়েছে । অশোকনগরে 7 টি বড় বাজার আছে । ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই আগামী 3 দিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বাজার বন্ধ থাকলেও এলাকায় সবজির গাড়ি থেকে সাধারণ মানুষ সবজি কিনতে পারবেন ৷ "

জানা গেছে, হাবড়া 2 ব্লকের অশোকনগর বাঁশপুল গ্রাম পঞ্চায়েতের পুটিয়া গ্রামের ওই ব্যক্তি কলকাতা পোর্ট ট্রাস্টের নিরাপত্তা কর্মী । লকডাউনের মধ্যে সংস্থার গাড়িতে করেই তিনি বাড়ি থেকে পোর্টের অফিসে কাজে যেতেন । শেষবার 15 এপ্রিল তিনি বাড়ি ফিরেছিলেন । বাড়িতে ফেরার পর তিনি সর্দি ও জ্বরে আক্রান্ত হন । 2 দিন পরেই তিনি গ্রামের এক কোয়াক ডাক্তারকে দেখান । তিনি সর্দি ও জ্বরের চিকিৎসা শুরু করেন । এই অবস্থায় তিনি একদিন এলাকার রেশন দোকানেও গিয়েছিলেন । কিন্তু শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি না হওয়ায় গত 23 এপ্রিল পরিবারের লোকজন তাঁকে নিয়ে যান ৷ অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ 26 এপ্রিল বিকেলে তাঁর কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । এরপর জেলা স্বাস্থ্যদপ্তরের নির্দেশে গতরাতেই তাঁর স্ত্রী, পুত্রসহ দুই দাদা ও ওই কোয়াক চিকিৎসক মিলিয়ে মোট 9 জনকে বারাসতের অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে ।

ওই ব্যক্তির বাড়ি লাগোয়া মোট 13টি বাড়ি বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে । আক্রান্ত ব্যক্তির বাড়ির 30 মিটার অন্তর তিনটি ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে । এছাড়াও পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এলাকার আরও 23 জনকে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.