ETV Bharat / state

হিন্দু হোক বা মুসলিম, ভিনদেশিদের দেশ ছাড়তে হবে : ইশরাত জাহান - dilip ghosh

গতকাল আমডাঙা গজবন্তপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করে BJP-র ব্যারাকপুর সংসদীয় জেলার সংখ্যালঘু মোর্চা ৷ এই অনুষ্ঠানে যোগ দিয়ে ইশরাত জাহান বললেন, "NRC-র ক্ষেত্রে কোনও ধর্ম দেখা হবে না । নাগরিক না হলে দেশ ছাড়তে হবে সে হিন্দু হোক বা মুসলিম ৷ সকলকেই চলে যেতে হবে ।"

ইশরাত জাহান
author img

By

Published : Sep 20, 2019, 9:58 AM IST

আমডাঙা, 20 সেপ্টেম্বর : "বাইরে থেকে যারা আসবেন তাঁদেরই দেশ ছাড়তে হবে ৷ সে হিন্দু হোক বা মুসলিম ৷" গতকাল আমডাঙায় NRC-ইশু নিয়ে একথা বললেন BJP নেত্রী ইশরাত জাহান ।

গতকাল আমডাঙা গজবন্তপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করে BJP-র ব্যারাকপুর সংসদীয় জেলার সংখ্যালঘু মোর্চা ৷ এই অনুষ্ঠানে যোগ দেন ইশরাত । সেখানে গিয়ে NRC ইশু নিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উলটো সুরে কথা বলেন তিনি ৷ বললেন, "NRC-র ক্ষেত্রে কোনও ধর্ম দেখা হবে না । নাগরিক না হলে দেশ ছাড়তে হবে সে হিন্দু হোক বা মুসলিম ৷ সকলকেই চলে যেতে হবে ।" সাতদিন আগে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, "অন্য দেশ থেকে আসা হিন্দুদের তাড়ানো হবে না ।" ইশরাত নিজেও চান, রাজ্যে NRC দ্রুত চালু হোক । তাৎক্ষণিক তিন তালাকে সাফল্য পাওয়ার পর এবার ইশরাতের পরবর্তী পদক্ষেপ নিকাহ হালালা বন্ধ করা । এবিষয়ে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি ৷

গতকাল প্রধানমন্ত্রীর জন্মদিন পালন অনুষ্ঠান শুরু হয় কোরান পাঠের মধ্য দিয়ে । অথিতিদের হাতে তুলে দেওয়া হয় কোরানও । BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, "সংখ্যালঘু মানুষের অনুষ্ঠানে কোরান দেওয়া আমাদের দলীয় নীতির বিরুদ্ধে নয় ।" বরং তাঁর আশঙ্কা এই অনুষ্ঠানের পর শাসকদল তাঁদের উপর হামলা না করে ।

আমডাঙা, 20 সেপ্টেম্বর : "বাইরে থেকে যারা আসবেন তাঁদেরই দেশ ছাড়তে হবে ৷ সে হিন্দু হোক বা মুসলিম ৷" গতকাল আমডাঙায় NRC-ইশু নিয়ে একথা বললেন BJP নেত্রী ইশরাত জাহান ।

গতকাল আমডাঙা গজবন্তপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করে BJP-র ব্যারাকপুর সংসদীয় জেলার সংখ্যালঘু মোর্চা ৷ এই অনুষ্ঠানে যোগ দেন ইশরাত । সেখানে গিয়ে NRC ইশু নিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উলটো সুরে কথা বলেন তিনি ৷ বললেন, "NRC-র ক্ষেত্রে কোনও ধর্ম দেখা হবে না । নাগরিক না হলে দেশ ছাড়তে হবে সে হিন্দু হোক বা মুসলিম ৷ সকলকেই চলে যেতে হবে ।" সাতদিন আগে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, "অন্য দেশ থেকে আসা হিন্দুদের তাড়ানো হবে না ।" ইশরাত নিজেও চান, রাজ্যে NRC দ্রুত চালু হোক । তাৎক্ষণিক তিন তালাকে সাফল্য পাওয়ার পর এবার ইশরাতের পরবর্তী পদক্ষেপ নিকাহ হালালা বন্ধ করা । এবিষয়ে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি ৷

গতকাল প্রধানমন্ত্রীর জন্মদিন পালন অনুষ্ঠান শুরু হয় কোরান পাঠের মধ্য দিয়ে । অথিতিদের হাতে তুলে দেওয়া হয় কোরানও । BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, "সংখ্যালঘু মানুষের অনুষ্ঠানে কোরান দেওয়া আমাদের দলীয় নীতির বিরুদ্ধে নয় ।" বরং তাঁর আশঙ্কা এই অনুষ্ঠানের পর শাসকদল তাঁদের উপর হামলা না করে ।

Intro:NRC নিয়ে দিলীপের উলটো সুর ইসরতের

আমডাঙাঃ হিন্দু হোক বা মুসলিম যারাই এই দেশের নাগরিক নন, তাদের সকলকেই চলে যেতে হবে। বৃহস্পতিবার এনআরসি-র পক্ষে এভাবেই সোচ্চার হলেন ইসরত জাহান। তাও আবার সংখ্যালঘু অধ্যুষিত আমডাঙায়। অথচ মাত্র সাত দিন আগে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, অন্য দেশ থেকে আসা হিন্দুদের তাড়ানো হবে না।

বৃহস্পতিবার বারাকপুর সংসদীয় জেলার সংখ্যালঘু মোর্চা আয়োজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দেন ইসরত জাহান। সেখানে তিন তাঁর দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উলটো সুরে গিয়ে এনআরসি নিয়ে বললেন, দেশে এনআরসি হলে বিদেশ থেকে আসা সব সম্প্রদায়ের মানুষকেই এদেশ ছাড়তে হবে। ইসরত নিজেও চান, দেশে এনআরসি দ্রুত চালু হোক। তাঁর দাবি, এনআরসি-র ক্ষেত্রে কোনও ধর্ম দেখা হবে না। তিন তালাকে সাফল্য পাওয়ার পর এবার ইসরত চান নিকা হালালা বন্ধ করতে। তার জন্য দেশের আইনমন্ত্রী সঙ্গে দেখা করে তিনি সেই দাবি জানাবেন বলেছেন। তিন তালাক নিয়ে লড়াইয়ের মাঝেই বারবার তাঁর উপর হুমকি এসেছে। এখনও সেই ভয় তাঁর যায়নি। এদিন আমডাঙা গজবন্তপুরে প্রধানমন্ত্রী জন্মদিন পালন অনুষ্ঠান শুরু হয় কোরান পাঠের মধ্য দিয়ে। অথিতিদের হাতে তুলে দেওয়া হয় কোরানও। ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি ফাল্গুনী পাত্রের দাবি, সংখ্যালুঘু মানুষের অনুষ্ঠানে কোরান দেওয়া তাঁদের দলের নীতির বিরুদ্ধ নয়। বরং তাঁর আশঙ্কা এই অনুষ্ঠানের পর শাসক দল না হামলা করে।

বাইট---১.ইসরত জাহান।
২.ফাল্গুনী পাত্র।Body:NRC নিয়ে দিলীপের উলটো সুর ইসরতের

আমডাঙাঃ হিন্দু হোক বা মুসলিম যারাই এই দেশের নাগরিক নন, তাদের সকলকেই চলে যেতে হবে। বৃহস্পতিবার এনআরসি-র পক্ষে এভাবেই সোচ্চার হলেন ইসরত জাহান। তাও আবার সংখ্যালঘু অধ্যুষিত আমডাঙায়। অথচ মাত্র সাত দিন আগে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, অন্য দেশ থেকে আসা হিন্দুদের তাড়ানো হবে না।

বৃহস্পতিবার বারাকপুর সংসদীয় জেলার সংখ্যালঘু মোর্চা আয়োজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দেন ইসরত জাহান। সেখানে তিন তাঁর দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উলটো সুরে গিয়ে এনআরসি নিয়ে বললেন, দেশে এনআরসি হলে বিদেশ থেকে আসা সব সম্প্রদায়ের মানুষকেই এদেশ ছাড়তে হবে। ইসরত নিজেও চান, দেশে এনআরসি দ্রুত চালু হোক। তাঁর দাবি, এনআরসি-র ক্ষেত্রে কোনও ধর্ম দেখা হবে না। তিন তালাকে সাফল্য পাওয়ার পর এবার ইসরত চান নিকা হালালা বন্ধ করতে। তার জন্য দেশের আইনমন্ত্রী সঙ্গে দেখা করে তিনি সেই দাবি জানাবেন বলেছেন। তিন তালাক নিয়ে লড়াইয়ের মাঝেই বারবার তাঁর উপর হুমকি এসেছে। এখনও সেই ভয় তাঁর যায়নি। এদিন আমডাঙা গজবন্তপুরে প্রধানমন্ত্রী জন্মদিন পালন অনুষ্ঠান শুরু হয় কোরান পাঠের মধ্য দিয়ে। অথিতিদের হাতে তুলে দেওয়া হয় কোরানও। ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি ফাল্গুনী পাত্রের দাবি, সংখ্যালুঘু মানুষের অনুষ্ঠানে কোরান দেওয়া তাঁদের দলের নীতির বিরুদ্ধ নয়। বরং তাঁর আশঙ্কা এই অনুষ্ঠানের পর শাসক দল না হামলা করে।

বাইট---১.ইসরত জাহান।
২.ফাল্গুনী পাত্র।Conclusion:NRC নিয়ে দিলীপের উলটো সুর ইসরতের

আমডাঙাঃ হিন্দু হোক বা মুসলিম যারাই এই দেশের নাগরিক নন, তাদের সকলকেই চলে যেতে হবে। বৃহস্পতিবার এনআরসি-র পক্ষে এভাবেই সোচ্চার হলেন ইসরত জাহান। তাও আবার সংখ্যালঘু অধ্যুষিত আমডাঙায়। অথচ মাত্র সাত দিন আগে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, অন্য দেশ থেকে আসা হিন্দুদের তাড়ানো হবে না।

বৃহস্পতিবার বারাকপুর সংসদীয় জেলার সংখ্যালঘু মোর্চা আয়োজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দেন ইসরত জাহান। সেখানে তিন তাঁর দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উলটো সুরে গিয়ে এনআরসি নিয়ে বললেন, দেশে এনআরসি হলে বিদেশ থেকে আসা সব সম্প্রদায়ের মানুষকেই এদেশ ছাড়তে হবে। ইসরত নিজেও চান, দেশে এনআরসি দ্রুত চালু হোক। তাঁর দাবি, এনআরসি-র ক্ষেত্রে কোনও ধর্ম দেখা হবে না। তিন তালাকে সাফল্য পাওয়ার পর এবার ইসরত চান নিকা হালালা বন্ধ করতে। তার জন্য দেশের আইনমন্ত্রী সঙ্গে দেখা করে তিনি সেই দাবি জানাবেন বলেছেন। তিন তালাক নিয়ে লড়াইয়ের মাঝেই বারবার তাঁর উপর হুমকি এসেছে। এখনও সেই ভয় তাঁর যায়নি। এদিন আমডাঙা গজবন্তপুরে প্রধানমন্ত্রী জন্মদিন পালন অনুষ্ঠান শুরু হয় কোরান পাঠের মধ্য দিয়ে। অথিতিদের হাতে তুলে দেওয়া হয় কোরানও। ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি ফাল্গুনী পাত্রের দাবি, সংখ্যালুঘু মানুষের অনুষ্ঠানে কোরান দেওয়া তাঁদের দলের নীতির বিরুদ্ধ নয়। বরং তাঁর আশঙ্কা এই অনুষ্ঠানের পর শাসক দল না হামলা করে।

বাইট---১.ইসরত জাহান।
২.ফাল্গুনী পাত্র।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.