ETV Bharat / state

ইন্দোনেশিয়া থেকে জেল খেটে ফিরে কলকাতায় বিমানকর্মীর শ্লীলতাহানি, গ্রেপ্তার - airport

বিমানবন্দরে বেসরকারি বিমানসংস্থার কর্মীর শ্লীলতাহানির অভিযোগ । গ্রেপ্তার গুরবিন্দর সিং(22) নামে এক ব্যক্তি ।

ধৃত ব্যক্তি
author img

By

Published : Apr 26, 2019, 12:08 PM IST

Updated : Apr 26, 2019, 12:23 PM IST

দমদম, 26 এপ্রিল : কলকাতা বিমানবন্দরে বেসরকারি বিমানসংস্থার কর্মীর শ্লীলতাহানির অভিযোগ । গুরবিন্দর সিং(22) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । তার বাড়ি পঞ্জাবের অমৃতসরে । গুরবিন্দর ভিসা জালিয়াতির অভিযোগে 22 দিন ইন্দোনেশিয়ার জেলে ছিল ।

ইন্দোনেশিরার জেল থেকে ছাড়া পাওয়ার পর 24 এপ্রিল দেশে ফিরেছিল গুরবিন্দর । প্রথমে কলকাতায় এসে এক বন্ধুর বাড়িতে ওঠে । সেখান থেকে গতকাল দিল্লি হয়ে পঞ্জাবে ফেরার জন্য কলকাতা বিমানবন্দরে আসে । মদ্যপান করে বোর্ডিং পাস করানোর জন্য বেসরকারি বিমানসংস্থার কাউন্টারে যায় । সেখানে বিমানসংস্থার কর্মী তাকে বলেন, "একটু সময় লাগবে ।" একথা শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠে গুরবিন্দর । প্রথমে কটূক্তি ও পরে শ্লীলতাহানি করে । খবর পেয়ে তাকে আটক করে বিমানবন্দর থানার পুলিশ। পরে গ্রেপ্তার করা হয় ।

গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে গুরবিন্দরকে

কলকাতা বিমানবন্দরের মতো হাই সিকিউরিটি জ়োনে এধরনের ঘটনায় কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে । গুরবিন্দরের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।

দমদম, 26 এপ্রিল : কলকাতা বিমানবন্দরে বেসরকারি বিমানসংস্থার কর্মীর শ্লীলতাহানির অভিযোগ । গুরবিন্দর সিং(22) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । তার বাড়ি পঞ্জাবের অমৃতসরে । গুরবিন্দর ভিসা জালিয়াতির অভিযোগে 22 দিন ইন্দোনেশিয়ার জেলে ছিল ।

ইন্দোনেশিরার জেল থেকে ছাড়া পাওয়ার পর 24 এপ্রিল দেশে ফিরেছিল গুরবিন্দর । প্রথমে কলকাতায় এসে এক বন্ধুর বাড়িতে ওঠে । সেখান থেকে গতকাল দিল্লি হয়ে পঞ্জাবে ফেরার জন্য কলকাতা বিমানবন্দরে আসে । মদ্যপান করে বোর্ডিং পাস করানোর জন্য বেসরকারি বিমানসংস্থার কাউন্টারে যায় । সেখানে বিমানসংস্থার কর্মী তাকে বলেন, "একটু সময় লাগবে ।" একথা শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠে গুরবিন্দর । প্রথমে কটূক্তি ও পরে শ্লীলতাহানি করে । খবর পেয়ে তাকে আটক করে বিমানবন্দর থানার পুলিশ। পরে গ্রেপ্তার করা হয় ।

গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে গুরবিন্দরকে

কলকাতা বিমানবন্দরের মতো হাই সিকিউরিটি জ়োনে এধরনের ঘটনায় কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে । গুরবিন্দরের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।

sample description
Last Updated : Apr 26, 2019, 12:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.