ETV Bharat / state

Palta Murder : পলতায় বায়ুসেনা কর্মীর স্ত্রীকে গলার নলি কেটে খুন ! গ্রেফতার স্বামী - air force employee wife found dead at palta

বায়ুসেনা কর্মীর স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর 24 পরগনার পলতায় (Palta Murder) ৷ নিহতের নাম অঞ্জনা দেবী (35)। শুক্রবার রাতে খুনের ঘটনাটি ঘটেছে পলতার জওহর কলোনিতে।

Wife Murder At Palta
বায়ুসেনা কর্মীর স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পলতায়
author img

By

Published : Apr 9, 2022, 8:33 AM IST

পলতা, 9 এপ্রিল : বায়ুসেনা কর্মীর স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর 24 পরগনার পলতায় (Palta Murder) ৷ দু'হাতের শিরা কাটা, গলার নলিও এমনভাবে কাটা যে রক্তাক্ত দেহটির ধড় ও মাথা ফাঁক হয়ে পড়ে আছে বিছানায় । বিছানা, ঘরের মেঝে রক্তে ভেসে গিয়েছে। শুক্রবার রাতে নৃশংস এই খুনের ঘটনাটি ঘটেছে পলতা স্টেশনের কাছে জওহর কলোনিতে। নিহতের নাম অঞ্জনা দেবী (35)। কথায় কিছু অসঙ্গতি মেলায় তাঁর স্বামী অমর লালকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নোয়াপাড়া থানায় নিয়ে যায় । পরে তাকে গ্রেফতার করা হয় ৷ অমর লাল বায়ুসেনার কর্মী । ব্যারাকপুর সেনা ছাউনিতেই কর্মরত ।

অমর লাল শুক্রবার বিকেলে দুই মেয়েকে নিয়ে পলতা এয়ারফোর্স স্টেশনের-1 নম্বর গেটের কাছে একটি উদ্যানে বেড়াতে যান । সেই সময় ঘরে তাঁর স্ত্রী একাই ছিলেন । রাত আটটা নাগাদ তিনি মেয়েদের নিয়ে বাড়ি ফিরে আসেন । এর কিছুক্ষণ পরেই প্রতিবেশীরা তাঁর চিৎকার ও বাচ্চাদের কান্নাকাটি শুনে ওই বাড়িতে গিয়ে দেখেন ঘরে বিছানার উপর পড়ে আছে অঞ্জনার দেহ । স্থানীয়রা পুলিশে খবর দেন । যে বাড়িতে তাঁরা ভাড়ায় রয়েছেন সেই বাড়ির মালিকও প্রাক্তন বায়ুসেনা কর্মী । তিনি বলেন, "কী করে এরকম ঘটনা ঘটল আমরা কিছুই বুঝতে পারছি না । যে এমন নৃশংসভাবে খুন করল সে যদি অপরিচিতই হত তবে নিশ্চয়ই এই মহিলা চেঁচামেচি করতেন । আমরা এত কাছে থেকেও কেউ কিছু বুঝতে পারলাম না এটাই অবাক লাগছে ।"

বায়ুসেনা কর্মীর স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পলতায়

নিহতের বড় মেয়ের কথায়, "বিকেলে আমাদের বেড়াতে নিয়ে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরও ফের ঘরে ফিরে যায় বাবা । কিছুক্ষণ পরে ফিরে আসে । তারপর আমাদের পার্কে নিয়ে যায় ।" কেন তিনি ঘরে ফিরে গিয়েছিলেন তা নিয়ে বায়ুসেনার কর্মীকে প্রশ্ন করেন তদন্তকারীরা । এই ঘটনার পিছনে পরিচিত কেউ যে আছেন তা অনুমান করা হচ্ছে ৷ মহিলার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে ৷

আরও পড়ুন: ধারের টাকা শোধ না পাওয়াতেই খুন, দেগঙ্গায় যৌনকর্মী খুনে স্বীকার মূল অভিযুক্তর

এই বিষয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান মলয় ঘোষ বলেন, "আমাদের এলাকায় কয়েকদিন আগে ঘরের মধ্যে এক বৃদ্ধাকে গলার নলি কেটে খুন করা হয়েছিল। সেক্ষেত্রেও পরিচিত ব্যক্তিই খুন করেছিল বলে তদন্তে উঠে এসেছিল। ফের আরও একটি নৃশংস খুনের ঘটনা ঘটল। পুলিশ বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে।" ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (উত্তর) শ্রীহরি পাণ্ডে বলেন, "প্রাথমিক তদন্তে খুন হয়েছে এটা স্পষ্ট। তবে কারা করল, কেন করল সবটাই তদন্তসাপেক্ষ। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"

পলতা, 9 এপ্রিল : বায়ুসেনা কর্মীর স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর 24 পরগনার পলতায় (Palta Murder) ৷ দু'হাতের শিরা কাটা, গলার নলিও এমনভাবে কাটা যে রক্তাক্ত দেহটির ধড় ও মাথা ফাঁক হয়ে পড়ে আছে বিছানায় । বিছানা, ঘরের মেঝে রক্তে ভেসে গিয়েছে। শুক্রবার রাতে নৃশংস এই খুনের ঘটনাটি ঘটেছে পলতা স্টেশনের কাছে জওহর কলোনিতে। নিহতের নাম অঞ্জনা দেবী (35)। কথায় কিছু অসঙ্গতি মেলায় তাঁর স্বামী অমর লালকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নোয়াপাড়া থানায় নিয়ে যায় । পরে তাকে গ্রেফতার করা হয় ৷ অমর লাল বায়ুসেনার কর্মী । ব্যারাকপুর সেনা ছাউনিতেই কর্মরত ।

অমর লাল শুক্রবার বিকেলে দুই মেয়েকে নিয়ে পলতা এয়ারফোর্স স্টেশনের-1 নম্বর গেটের কাছে একটি উদ্যানে বেড়াতে যান । সেই সময় ঘরে তাঁর স্ত্রী একাই ছিলেন । রাত আটটা নাগাদ তিনি মেয়েদের নিয়ে বাড়ি ফিরে আসেন । এর কিছুক্ষণ পরেই প্রতিবেশীরা তাঁর চিৎকার ও বাচ্চাদের কান্নাকাটি শুনে ওই বাড়িতে গিয়ে দেখেন ঘরে বিছানার উপর পড়ে আছে অঞ্জনার দেহ । স্থানীয়রা পুলিশে খবর দেন । যে বাড়িতে তাঁরা ভাড়ায় রয়েছেন সেই বাড়ির মালিকও প্রাক্তন বায়ুসেনা কর্মী । তিনি বলেন, "কী করে এরকম ঘটনা ঘটল আমরা কিছুই বুঝতে পারছি না । যে এমন নৃশংসভাবে খুন করল সে যদি অপরিচিতই হত তবে নিশ্চয়ই এই মহিলা চেঁচামেচি করতেন । আমরা এত কাছে থেকেও কেউ কিছু বুঝতে পারলাম না এটাই অবাক লাগছে ।"

বায়ুসেনা কর্মীর স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পলতায়

নিহতের বড় মেয়ের কথায়, "বিকেলে আমাদের বেড়াতে নিয়ে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরও ফের ঘরে ফিরে যায় বাবা । কিছুক্ষণ পরে ফিরে আসে । তারপর আমাদের পার্কে নিয়ে যায় ।" কেন তিনি ঘরে ফিরে গিয়েছিলেন তা নিয়ে বায়ুসেনার কর্মীকে প্রশ্ন করেন তদন্তকারীরা । এই ঘটনার পিছনে পরিচিত কেউ যে আছেন তা অনুমান করা হচ্ছে ৷ মহিলার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে ৷

আরও পড়ুন: ধারের টাকা শোধ না পাওয়াতেই খুন, দেগঙ্গায় যৌনকর্মী খুনে স্বীকার মূল অভিযুক্তর

এই বিষয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান মলয় ঘোষ বলেন, "আমাদের এলাকায় কয়েকদিন আগে ঘরের মধ্যে এক বৃদ্ধাকে গলার নলি কেটে খুন করা হয়েছিল। সেক্ষেত্রেও পরিচিত ব্যক্তিই খুন করেছিল বলে তদন্তে উঠে এসেছিল। ফের আরও একটি নৃশংস খুনের ঘটনা ঘটল। পুলিশ বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে।" ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (উত্তর) শ্রীহরি পাণ্ডে বলেন, "প্রাথমিক তদন্তে খুন হয়েছে এটা স্পষ্ট। তবে কারা করল, কেন করল সবটাই তদন্তসাপেক্ষ। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.