ETV Bharat / state

স্বাস্থ্য দপ্তরেরে হস্তক্ষেপে বিক্ষোভ তুললেন সাগর দত্ত মেডিকেল কলেজের নার্সরা

অবশেষে নার্সিং অধিকর্তা স্মৃতিকণা মানি-র হস্তক্ষেপে বিক্ষোভ তোলেন আন্দোলনরত নার্সেরা ৷ নার্সদের আশ্বাস দেওয়া হয়, আগামী এক সপ্তাহের মধ্যেই তাদের সমস্ত দাবি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

College of Medicine & Sagore Dutta Hospital
College of Medicine & Sagore Dutta Hospital
author img

By

Published : Jul 23, 2020, 3:03 AM IST

কামারহাটি, 23 জুলাই : সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে অসুরক্ষিতভাবেই কোভিড 19 বিভাগে কাজ করতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের ৷ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। এই অভিযোগে মঙ্গলবার থেকে বিক্ষোভ দেখাচ্ছিলেন ওই হাসপাতালের নার্সরা। তাদের দাবি ছিল অবিলম্বে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ৷ অবশেষে মানা হল তাদের দাবি ৷ রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে জরুরি বৈঠক করে মেনে নেওয়া হল আন্দোলনরত নার্সদের দাবি। তারপরই উঠল বিক্ষোভ।

দিন কয়েক আগে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালকে কোভিড 19 হাসপাতাল করার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার ৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 500 বেড থাকবে এই কোভিড 19 হাসপাতালে। অভিযোগ, কিন্তু মাত্র 50টি বেড নিয়ে কোরোনা রোগীদের চিকিৎসা শুরু হয় । কোভিড 19 চিকিৎসা বিভাগে পর্যাপ্ত সংখ্যক নার্স নেই। নেই প্রয়োজনীয় চিকিৎসকও। ফলে সাধারণ রোগীদের সঙ্গে কোরোনা রোগীদেরও চিকিৎসা করতে হচ্ছে। বেশিরভাগ কাজটাই করতে হচ্ছে হাসপাতালের নার্সদেরই। এরপরই নার্সরা হাসপাতাল সুপারের অফিসের সামনে মঙ্গলবার থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি ছিল, কোভিড 19 বিভাগে পর্যাপ্ত সংখ্যক ডাক্তার ও নার্স নিয়োগ করতে হবে। নার্সদের মতো 24 ঘণ্টা চিকিৎসকেও থাকতে হবে। সেই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার সুনিশ্চিত করতে সকলকে প্রদান করতে হবে PPE কিট।

টানা 24 ঘণ্টা নার্সদের আন্দোলনের জেরে গতকাল হাসপাতালে আসেন নার্সিং অধিকর্তা স্মৃতিকণা মানি। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠকের পর বিক্ষোভরত নার্সদের আশ্বাস দেওয়া হয়, আগামী এক সপ্তাহের মধ্যেই তাদের সমস্ত দাবি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তারপর বিক্ষোভ তুলেনেন নার্সেরা।

আজ টানা আড়াই ঘণ্টা DHS নার্সিং স্মৃতিকণা মানি বৈঠক করেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এরপর সিদ্ধান্ত নেওয়া হয় সাতদিনের মধ্যে নার্সদের সমস্ত দাবি পূরণ করা হবে।নার্সিং এর কাজে প্রয়োজনীয় জিনিসপত্র তারা পাবে ৷

কামারহাটি, 23 জুলাই : সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে অসুরক্ষিতভাবেই কোভিড 19 বিভাগে কাজ করতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের ৷ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। এই অভিযোগে মঙ্গলবার থেকে বিক্ষোভ দেখাচ্ছিলেন ওই হাসপাতালের নার্সরা। তাদের দাবি ছিল অবিলম্বে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ৷ অবশেষে মানা হল তাদের দাবি ৷ রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে জরুরি বৈঠক করে মেনে নেওয়া হল আন্দোলনরত নার্সদের দাবি। তারপরই উঠল বিক্ষোভ।

দিন কয়েক আগে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালকে কোভিড 19 হাসপাতাল করার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার ৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 500 বেড থাকবে এই কোভিড 19 হাসপাতালে। অভিযোগ, কিন্তু মাত্র 50টি বেড নিয়ে কোরোনা রোগীদের চিকিৎসা শুরু হয় । কোভিড 19 চিকিৎসা বিভাগে পর্যাপ্ত সংখ্যক নার্স নেই। নেই প্রয়োজনীয় চিকিৎসকও। ফলে সাধারণ রোগীদের সঙ্গে কোরোনা রোগীদেরও চিকিৎসা করতে হচ্ছে। বেশিরভাগ কাজটাই করতে হচ্ছে হাসপাতালের নার্সদেরই। এরপরই নার্সরা হাসপাতাল সুপারের অফিসের সামনে মঙ্গলবার থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি ছিল, কোভিড 19 বিভাগে পর্যাপ্ত সংখ্যক ডাক্তার ও নার্স নিয়োগ করতে হবে। নার্সদের মতো 24 ঘণ্টা চিকিৎসকেও থাকতে হবে। সেই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার সুনিশ্চিত করতে সকলকে প্রদান করতে হবে PPE কিট।

টানা 24 ঘণ্টা নার্সদের আন্দোলনের জেরে গতকাল হাসপাতালে আসেন নার্সিং অধিকর্তা স্মৃতিকণা মানি। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠকের পর বিক্ষোভরত নার্সদের আশ্বাস দেওয়া হয়, আগামী এক সপ্তাহের মধ্যেই তাদের সমস্ত দাবি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তারপর বিক্ষোভ তুলেনেন নার্সেরা।

আজ টানা আড়াই ঘণ্টা DHS নার্সিং স্মৃতিকণা মানি বৈঠক করেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এরপর সিদ্ধান্ত নেওয়া হয় সাতদিনের মধ্যে নার্সদের সমস্ত দাবি পূরণ করা হবে।নার্সিং এর কাজে প্রয়োজনীয় জিনিসপত্র তারা পাবে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.