ETV Bharat / state

শিক্ষক নিয়োগে স্বচ্ছতাসহ 16 দফা দাবিতে বিক্ষোভ এবিপিটিএ-এর

উত্তর 24 পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে বিক্ষোভ দেখাল এবিপিটিএ-এর সদস্যরা ।

abpta
এবিপিটিএ
author img

By

Published : Jan 28, 2021, 10:53 PM IST

বারাসত, 28 জানুয়ারি : নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, সুষ্ঠু বদলিসহ 16 দাবিতে সরব হল এবিপিটিএ-এর সদস্যরা । উত্তর 24 পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা ।

বৃহস্পতিবার দুপুরে বারাসতে প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় এবিপিটিএ-এর তরফে । এদিনের আন্দোলনে শামিল হন জেলার শিক্ষকরা । পরে 16 দফা দাবিতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন তাঁরা ।

এই বিষয়ে এবিপিটিএ-এর জেলা সম্পাদক সঞ্জীব মণ্ডল বলেন, "শিক্ষার আঙিনাতেও এখন রাজনীতি প্রবেশ করছে । যার ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে । শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে । না হলে প্রাথমিকের ছোটো ছোটো পড়ুয়ারা শিক্ষার প্রকৃত পাঠ থেকে বঞ্চিত হবে । যেটা আমরা কোনওভাবেই হতে দিতে পারি না । সেই সঙ্গে শিক্ষক নিয়োগে স্বচ্ছতাও আনতে হবে । এরকমই 16 দফা দাবিতে আমরা অবস্থান বিক্ষোভ দেখালাম । স্মারকলিপি জমা দিয়েছি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের কাছেও ।"

আরও পড়ুন : শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনাতেও মিলল না সমাধানসূত্র, বিক্ষোভ জারি পার্শ্বশিক্ষকদের

আন্দোলন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন পর্যাপ্ত নিরাপত্তা বন্দোবস্ত করা হয় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসের সামনে ।

বারাসত, 28 জানুয়ারি : নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, সুষ্ঠু বদলিসহ 16 দাবিতে সরব হল এবিপিটিএ-এর সদস্যরা । উত্তর 24 পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা ।

বৃহস্পতিবার দুপুরে বারাসতে প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় এবিপিটিএ-এর তরফে । এদিনের আন্দোলনে শামিল হন জেলার শিক্ষকরা । পরে 16 দফা দাবিতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন তাঁরা ।

এই বিষয়ে এবিপিটিএ-এর জেলা সম্পাদক সঞ্জীব মণ্ডল বলেন, "শিক্ষার আঙিনাতেও এখন রাজনীতি প্রবেশ করছে । যার ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে । শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে । না হলে প্রাথমিকের ছোটো ছোটো পড়ুয়ারা শিক্ষার প্রকৃত পাঠ থেকে বঞ্চিত হবে । যেটা আমরা কোনওভাবেই হতে দিতে পারি না । সেই সঙ্গে শিক্ষক নিয়োগে স্বচ্ছতাও আনতে হবে । এরকমই 16 দফা দাবিতে আমরা অবস্থান বিক্ষোভ দেখালাম । স্মারকলিপি জমা দিয়েছি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের কাছেও ।"

আরও পড়ুন : শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনাতেও মিলল না সমাধানসূত্র, বিক্ষোভ জারি পার্শ্বশিক্ষকদের

আন্দোলন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন পর্যাপ্ত নিরাপত্তা বন্দোবস্ত করা হয় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসের সামনে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.