ETV Bharat / state

আমফানের ক্ষতিপূরণের আবেদনপত্র জমা না নেওয়ায় আমডাঙায় বিক্ষোভ - আমডাঙা

উত্তর 24 পরগনার আমডাঙার BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ । আমফানের ক্ষতিপূরণের আবেদনপত্র জমা না নেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

Agitation in Amdanga over non-submission of Amfan's compensation application
Agitation in Amdanga over non-submission of Amfan's compensation application
author img

By

Published : Jun 29, 2020, 5:15 PM IST

আমডাঙা, 29 জুন : আমফানের ক্ষতিপূরণের আবেদনপত্র জমা না নেওয়ার অভিযোগে BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ । সোমবার উত্তর 24 পরগনার আমডাঙার BDO অফিস ঘিরে বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন । 34 নম্বর জাতীয় সড়ক অবরোধও করেন তাঁরা । এর জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু আন্দোলনকারীরা পরিষ্কার জানিয়ে দেন, যতক্ষণ না তাঁদের আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। শেষে আন্দোলনের চাপে ক্ষতিপূরণের আবেদনপত্র জমা নেওয়া হয় BDO অফিসে । এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয় ।


আমফান ঘূর্ণিঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন এলাকার সঙ্গে আমডাঙাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে ব্লকে ব্লকে । যদিও সরকারি ক্ষতিপূরন নিয়ে বিভিন্ন জায়গায় একাধিক অভিযোগ উঠেছে । বিশেষ করে তৃণমূলের পঞ্চায়েতের বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন । যার জেরে জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ আন্দোলন করে প্রতিবাদ জানাচ্ছেন ক্ষতিগ্রস্তরা । এসবের মধ্যেই এবার ক্ষতিগ্রস্তদের আবেদনপত্র জমা না নেওয়ার অভিযোগ উঠেছে আমডাঙার BDO-র বিরুদ্ধে ।

এদিন দুপুরে ক্ষতিগ্রস্তরা আবেদনপত্র জমা দিতে আসলে BDO অফিসে একটি নোটিশ দেখতে পান । সেখানে লেখা ছিল,আমফানের ক্ষতিপূরণের আবেদনপত্র গতকাল অর্থাৎ রবিবার বিকেল পর্যন্ত জমা নেওয়া হয়। তারপর আর কোনও আবেদনপত্র জমা নেওয়া হবে না । সেই নোটিশ দেখার পরই ক্ষোভে ফেটে পড়েন কয়েকশো ক্ষতিগ্রস্ত পরিবারের লোক ।শুরু হয় BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ । পরে,পুলিশ সেখান থেকে তাঁদের সরিয়ে দিলে BDO অফিস সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। প্রায় আধঘন্টা চলে অবরোধ। এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের যান চলাচল।পরে আন্দোলনের চাপে ক্ষতিপূরণের আবেদনপত্র জমা নিতে বাধ্য হন BDO । এরপরই অবরোধ তুলে নেওয়া হয়।ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই বিষয়ে রিজিয়া বিবি নামে এক ক্ষতিগ্রস্ত বলেন,"আমরা ক্ষতিপূরণের টাকা পাচ্ছি না।অথচ,যাদের একতলা,দোতলা বাড়ি তাঁরা আমফানের ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন।প্রকৃত ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হচ্ছেন"।তাঁর কথায়,"আবেদনপত্র জমা দিতে আসলে BDO অফিস থেকে পুলিশ জোর করে বের করে দেয়।বলে আর আবেদনপত্র নেওয়া হবেনা।BDO এবিষয়ে কিছুই জানানো হয়নি আমাদের।আবেদনপত্র জমা নেওয়ার দাবিতেই আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।''

এদিকে,বিষয়টি নিয়ে আমডাঙার BDO বজরুল রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,"এদিন প্রত্যেকেরই আবেদনপত্র জমা নেওয়া হয়েছে।যে সমস্যা ছিল তা মিটে গেছে"।আন্দোলনকারীদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন,"অনৈতিকভাবে কেউ ক্ষতিপূরণ পেয়ে থাকলে তার তদন্ত হবে।তদন্তে যদি অভিযোগের সত্যতা প্রমানিত হয়,তাহলে সেই ক্ষতিপূরণের টাকা ফেরতের উদ্যোগ নেওয়া হবে।এবিষয়ে কোনওরকম আপোষ করা হবেনা"।

আমডাঙা, 29 জুন : আমফানের ক্ষতিপূরণের আবেদনপত্র জমা না নেওয়ার অভিযোগে BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ । সোমবার উত্তর 24 পরগনার আমডাঙার BDO অফিস ঘিরে বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন । 34 নম্বর জাতীয় সড়ক অবরোধও করেন তাঁরা । এর জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু আন্দোলনকারীরা পরিষ্কার জানিয়ে দেন, যতক্ষণ না তাঁদের আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। শেষে আন্দোলনের চাপে ক্ষতিপূরণের আবেদনপত্র জমা নেওয়া হয় BDO অফিসে । এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয় ।


আমফান ঘূর্ণিঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন এলাকার সঙ্গে আমডাঙাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে ব্লকে ব্লকে । যদিও সরকারি ক্ষতিপূরন নিয়ে বিভিন্ন জায়গায় একাধিক অভিযোগ উঠেছে । বিশেষ করে তৃণমূলের পঞ্চায়েতের বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন । যার জেরে জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ আন্দোলন করে প্রতিবাদ জানাচ্ছেন ক্ষতিগ্রস্তরা । এসবের মধ্যেই এবার ক্ষতিগ্রস্তদের আবেদনপত্র জমা না নেওয়ার অভিযোগ উঠেছে আমডাঙার BDO-র বিরুদ্ধে ।

এদিন দুপুরে ক্ষতিগ্রস্তরা আবেদনপত্র জমা দিতে আসলে BDO অফিসে একটি নোটিশ দেখতে পান । সেখানে লেখা ছিল,আমফানের ক্ষতিপূরণের আবেদনপত্র গতকাল অর্থাৎ রবিবার বিকেল পর্যন্ত জমা নেওয়া হয়। তারপর আর কোনও আবেদনপত্র জমা নেওয়া হবে না । সেই নোটিশ দেখার পরই ক্ষোভে ফেটে পড়েন কয়েকশো ক্ষতিগ্রস্ত পরিবারের লোক ।শুরু হয় BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ । পরে,পুলিশ সেখান থেকে তাঁদের সরিয়ে দিলে BDO অফিস সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। প্রায় আধঘন্টা চলে অবরোধ। এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের যান চলাচল।পরে আন্দোলনের চাপে ক্ষতিপূরণের আবেদনপত্র জমা নিতে বাধ্য হন BDO । এরপরই অবরোধ তুলে নেওয়া হয়।ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই বিষয়ে রিজিয়া বিবি নামে এক ক্ষতিগ্রস্ত বলেন,"আমরা ক্ষতিপূরণের টাকা পাচ্ছি না।অথচ,যাদের একতলা,দোতলা বাড়ি তাঁরা আমফানের ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন।প্রকৃত ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হচ্ছেন"।তাঁর কথায়,"আবেদনপত্র জমা দিতে আসলে BDO অফিস থেকে পুলিশ জোর করে বের করে দেয়।বলে আর আবেদনপত্র নেওয়া হবেনা।BDO এবিষয়ে কিছুই জানানো হয়নি আমাদের।আবেদনপত্র জমা নেওয়ার দাবিতেই আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।''

এদিকে,বিষয়টি নিয়ে আমডাঙার BDO বজরুল রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,"এদিন প্রত্যেকেরই আবেদনপত্র জমা নেওয়া হয়েছে।যে সমস্যা ছিল তা মিটে গেছে"।আন্দোলনকারীদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন,"অনৈতিকভাবে কেউ ক্ষতিপূরণ পেয়ে থাকলে তার তদন্ত হবে।তদন্তে যদি অভিযোগের সত্যতা প্রমানিত হয়,তাহলে সেই ক্ষতিপূরণের টাকা ফেরতের উদ্যোগ নেওয়া হবে।এবিষয়ে কোনওরকম আপোষ করা হবেনা"।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.