নৈহাটি , 5 জানুয়ারি : শুক্রবার নৈহাটির দেবক গ্রামে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে চারজনের । এই ঘটনার পর নড়েচড়ে বসল প্রশাসন । আজ নৈহাটি থানার পুলিশ বম ডিসপোজ়াল স্কয়্যাডকে সঙ্গে নিয়ে নৈহাটি দেবক গ্রামে বেআইনি বাজি কারখানায় হানা দেয় ।
সেখান থেকে প্রায় কয়েক কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করে তারা ৷ শুধু তাই নয়, এই ধরনের অভিযান আগামী দিনেও চালানো হবে বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে । যদিও ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে চাননি । এদিকে প্রায় কয়েক কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি নৈহাটি রামঘাটের কাছে গঙ্গার ধারে নিষ্ক্রিয় করা হয়েছে । পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ শব্দবাজির কারখানাগুলি বন্ধ করে দেওয়া হবে ৷ আর এখানকার শ্রমিকদের বিকল্প আয়েরও ব্যবস্থা করা হবে ৷
এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, "অনেকেই বলেছেন এখানে বোমা তৈরি হয় ৷ কিন্তু সেটা ঠিক নয় ৷ সবটাই রাসায়নিক বিক্রিয়া ৷ আমরা চাই না কারখানা বন্ধ হোক ৷ কারণ এর সঙ্গে প্রায় দেড় হাজার পরিবার যুক্ত আছে ৷ তাই বাজির কারখানা চলুক ৷ "