ETV Bharat / state

Bangaon Rape: দাম্পত্য কলহ মেটানোর নামে সাধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নোট লিখে আত্মঘাতী গৃহবধূ - বনগাঁয় অপরাধ

স্বামী-স্ত্রীর বিবাদ মেটানোর নাম করে গৃহবধূকে একাধিকবার ধর্ষণে অভিযুক্ত এক সাধু ও তার সাগরেদ(Bangaon Rape)৷ থানায় অভিযোগ দায়ের হতেই গ্রেফতার ভণ্ড সাধু ৷

Etv Bharat
আত্মঘাতী বধূ
author img

By

Published : Dec 20, 2022, 7:41 PM IST

বনগাঁয় সাধুর বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে থানায় অভিযোগ

বনগাঁ, 20 ডিসেম্বর: স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক নিত্য অশান্তি লেগেই থাকত ৷ আর সেই অশান্তি দূর করতে বনগাঁর এক সাধুর কাছে যেতেন গৃহবধূ । সাংসারিক সমস্যা মিটিয়ে দেওয়ার নামে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠল সেই সাধু ও তার সাগরেদদের বিরুদ্ধে(After Put Rape Allegation Against Monk House Wife Died by Suicide)। আর সেই অপমানেই সোমবার সকালে গৃহবধূ আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের । আত্মঘাতী হওয়ার আগে একটি চিরকূটে সমস্ত বিষয় লিখে যান ওই বধূ ৷

সোমবার সকালে এই ঘটনার পর এদিন রাতেই সাধু সুকুমার দাস ও জয়দেব নামে তার এক সাগরেদের বিরুদ্ধে উত্তর 24 পরগনার বনগাঁ থানায় অভিযোগ দায়ের করে মৃত গৃহবধূর দাদা । এরপরই অভিযুক্ত সুকুমারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, 6 বছর আগে বিয়ে হয় এই দম্পতির ৷ তাঁদের একটি পাঁচ বছরের মেয়েও রয়েছে ৷ কিন্তু স্ত্রীর সঙ্গে ক্রমাগত বিবাদের জেরে বাড়ি ছেড়ে আন্দামান চলে যান ওই ব্যক্তি । বর্তমানে সেখানেই থাকেন তিনি ৷ স্বামীর সুষ্ঠু জীবনের কামনায় ও বিবাদ মেটানোর জন্য এক বছর ধরে সাধু সুকুমারের কাছে যেতেন ওই বধূ ৷ সেখানে সুকুমার ও তার এক সহযোগী বিভিন্নভাবে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ ।

পরিবারের সদস্যদের দাবি, সেই অপমান ও ভয়ে সোমবার সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই বধূ । তাঁর সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা মৃত্যুর আগে একটি চিরকূটে লিখে দিয়ে গিয়েছেন । অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে মৃত গৃহবধূর পরিবার ।

আরও পড়ুন : কুকুরকে ধর্ষণ ! শিলিগুড়িতে গ্রেফতার অভিযুক্ত

বনগাঁয় সাধুর বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে থানায় অভিযোগ

বনগাঁ, 20 ডিসেম্বর: স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক নিত্য অশান্তি লেগেই থাকত ৷ আর সেই অশান্তি দূর করতে বনগাঁর এক সাধুর কাছে যেতেন গৃহবধূ । সাংসারিক সমস্যা মিটিয়ে দেওয়ার নামে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠল সেই সাধু ও তার সাগরেদদের বিরুদ্ধে(After Put Rape Allegation Against Monk House Wife Died by Suicide)। আর সেই অপমানেই সোমবার সকালে গৃহবধূ আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের । আত্মঘাতী হওয়ার আগে একটি চিরকূটে সমস্ত বিষয় লিখে যান ওই বধূ ৷

সোমবার সকালে এই ঘটনার পর এদিন রাতেই সাধু সুকুমার দাস ও জয়দেব নামে তার এক সাগরেদের বিরুদ্ধে উত্তর 24 পরগনার বনগাঁ থানায় অভিযোগ দায়ের করে মৃত গৃহবধূর দাদা । এরপরই অভিযুক্ত সুকুমারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, 6 বছর আগে বিয়ে হয় এই দম্পতির ৷ তাঁদের একটি পাঁচ বছরের মেয়েও রয়েছে ৷ কিন্তু স্ত্রীর সঙ্গে ক্রমাগত বিবাদের জেরে বাড়ি ছেড়ে আন্দামান চলে যান ওই ব্যক্তি । বর্তমানে সেখানেই থাকেন তিনি ৷ স্বামীর সুষ্ঠু জীবনের কামনায় ও বিবাদ মেটানোর জন্য এক বছর ধরে সাধু সুকুমারের কাছে যেতেন ওই বধূ ৷ সেখানে সুকুমার ও তার এক সহযোগী বিভিন্নভাবে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ ।

পরিবারের সদস্যদের দাবি, সেই অপমান ও ভয়ে সোমবার সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই বধূ । তাঁর সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা মৃত্যুর আগে একটি চিরকূটে লিখে দিয়ে গিয়েছেন । অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে মৃত গৃহবধূর পরিবার ।

আরও পড়ুন : কুকুরকে ধর্ষণ ! শিলিগুড়িতে গ্রেফতার অভিযুক্ত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.