দত্তপুকুর, 25 এপ্রিল : জলে ডোবার পর মৃত ঘোষণা করা রোগী বেঁচে রইল বেশ কিছুক্ষণ ৷ এমনই ঘটনা ঘটল উত্তর 24 পরগনার দত্তপুকুরে। ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায় ৷ মৃতের নাম বিনয় রায় ৷ বয়স 16 ৷ ঘটনায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে ৷
পরিবার সূত্রে জানা গিয়েছে, বিনয় এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কলকাতার শরৎ সুর উচ্চবিদ্যালয় থেকে ৷ এন্টালি থানার কমলডাঙায় বাড়ি তার। দিন দু‘য়েক আগে বামনগাছির হাটখোলায় মামাবাড়িতে বেড়াতে এসেছিল সে। সোমবার সকালে মামাবাড়ির কাছেই একটি পুকুরে স্নান করতে নেমেছিল। আচমকাই সে জলে তলিয়ে যেতে থাকে। বাপ্পা নাগ নামে এক স্থানীয় বাসিন্দার বিষয়টি নজরে আসতেই তাকে জল থেকে টেনে নিয়ে আসেন। তাঁর কথায়, "ওই কিশোর তখন অচৈতন্য অবস্থায় ছিল। তবে শ্বাস নিচ্ছিল।’’ এরপরই বুক চেপে পেটের ভিতর থেকে জল বের করে পরিবারের লোকেরা দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যায় ছোটজাগুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। অভিযোগ, সেখানে কোনওরকম চিকিৎসা না করেই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ তাকে ফিরিয়ে নিয়ে আসা হয় মামাবাড়িতে।
এরপরই নাটক শুরু হয় ৷ পরিবারের দাবি, বাড়িতে নিয়ে আসার পরই বিনয় আচমকা হাত-পা নাড়তে শুরু করে। সেই সময় শ্বাস-প্রশ্বাস দিয়ে রোগীকে বাঁচানোর চেষ্টা করা হয়। অক্সিজেন দিয়ে অ্যাম্বুলেন্সে তুলে ফের তাকে নিয়ে আসা হয় বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় বারাসত জেলা হাসপাতালে। সেখানেও মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা (Teenager Death Controversy) ।
আরও পড়ুন : উদয়নারায়ণপুর ও আমতায় জলযন্ত্রণা, জলে ডুবে মৃত কিশোরী
এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ছোটজাগুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে। গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছে মৃতের পরিবার। দত্তপুকুর থানায় এই বিষয়ে একটি অভিযোগও দায়ের করা হয় পরিবারের তরফে। তাঁদের অভিযোগ, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা বিনয়কে ভালভাবে পরীক্ষা না করেই মৃত বলে ঘোষণা করেন। যদিও রোগীর বেঁচে থাকার দাবি মানতে চাননি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা। ওই রোগীকে মৃত অবস্থাতেই সেখানে নিয়ে আসা হয়েছিল বলে পাল্টা দাবি করা হয়েছে স্বাস্থ্যকেন্দ্রের তরফে। অন্যদিকে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় প্রশাসনের তরফে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।