ETV Bharat / state

Nimta: কাবুলে আটকে নিমতার যুবক, চরম উৎকন্ঠায় পরিবার

কাবুলের স্কুলে চাকরি করতে গিয়ে আটকে পড়েছেন উত্তর 24 পরগনার নিমতার বাসিন্দা তমাল ভট্টাচার্য ৷ দেশে ফেরার বিমানের টিকিট বাতিল হওয়ায় দুশ্চিন্তায় তাঁর বাবা-মা ৷

Nimta
কাবুলে আটকে পড়েছেন নিমতার যুবক, চরম উৎকন্ঠায় পরিবার
author img

By

Published : Aug 20, 2021, 5:32 PM IST

নিমতা, 20 অগস্ট: ইতিমধ্যেই আফগানিস্তানের দখল নিয়েছে তালিবানরা ৷ ফলে সেদেশের শাসনক্ষমতা চলে গিয়েছে তাদের হাতে ৷ কাবুলিওয়ালার দেশে কর্মসূত্রে গিয়ে আটকে পড়েছেন এরাজ্যের বহু বাসিন্দা ৷ তেমনই বেলঘড়িয়ার নিমতার ওলাইচণ্ডীতলার বাসিন্দা তমাল ভট্টাচার্য গত মে মাসে আফগানিস্তানের কাবুলে কার্ডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষকতার চাকরি নিয়ে যান। আফগানিস্তানে তালিবানি শাসন চালু হতেই দুশ্চিন্তায় তমাল ভট্টাচার্যর বাবা-মা ও তাঁর পরিবার। তাঁরা এখন চরম উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন ৷

নিজেদের ছেলে কবে বাড়ি ফিরে আসবে সেই চিন্তায় কার্যত রাতের ঘুম উড়ে গিয়েছে মা মিনতি ভট্টাচার্যর ৷ একই অবস্থা বাবা শ্যামল ভট্টাচার্যর ৷ তবে গতকাল ভিডিও কলে ছেলের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা ৷ বর্তমানে তমালবাবু আশ্রয় নিয়েছেন স্কুলের প্রিন্সিপালের আবাসনে ৷ গত কয়েকদিন আগে ভারতে ফেরার বিমানের টিকিট থাকলেও, সেই টিকিট বাতিল করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না থাকার জন্য ৷ তবে সেদেশে ভারতীয় হাই কমিশনারের অফিসের পক্ষ থেকে ছেলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন তমালের বাবা-মা ৷

কাবুলে আটকে পড়েছেন নিমতার যুবক, চরম উৎকন্ঠায় পরিবার

আরও পড়ুন: কাবুলে আটকে বারাসতের যুবক, উৎকণ্ঠায় পরিবার

আফিগানিস্তান তালিবানদের দখলে চলে যাওয়ার খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন মা মিনতি ভট্টাচার্য ৷ তবে ছেলের সঙ্গে কথা হওয়ার পর এখন কিছুটা সুস্থ হয়েছেন ৷ আশা রাখছেন কেন্দ্রীয় সরকারের উপর ৷ ভারতীয় হাইকমিশনের অফিসের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই ভারতে ফেরানো হবে তমালদের ৷

নিমতা, 20 অগস্ট: ইতিমধ্যেই আফগানিস্তানের দখল নিয়েছে তালিবানরা ৷ ফলে সেদেশের শাসনক্ষমতা চলে গিয়েছে তাদের হাতে ৷ কাবুলিওয়ালার দেশে কর্মসূত্রে গিয়ে আটকে পড়েছেন এরাজ্যের বহু বাসিন্দা ৷ তেমনই বেলঘড়িয়ার নিমতার ওলাইচণ্ডীতলার বাসিন্দা তমাল ভট্টাচার্য গত মে মাসে আফগানিস্তানের কাবুলে কার্ডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষকতার চাকরি নিয়ে যান। আফগানিস্তানে তালিবানি শাসন চালু হতেই দুশ্চিন্তায় তমাল ভট্টাচার্যর বাবা-মা ও তাঁর পরিবার। তাঁরা এখন চরম উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন ৷

নিজেদের ছেলে কবে বাড়ি ফিরে আসবে সেই চিন্তায় কার্যত রাতের ঘুম উড়ে গিয়েছে মা মিনতি ভট্টাচার্যর ৷ একই অবস্থা বাবা শ্যামল ভট্টাচার্যর ৷ তবে গতকাল ভিডিও কলে ছেলের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা ৷ বর্তমানে তমালবাবু আশ্রয় নিয়েছেন স্কুলের প্রিন্সিপালের আবাসনে ৷ গত কয়েকদিন আগে ভারতে ফেরার বিমানের টিকিট থাকলেও, সেই টিকিট বাতিল করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না থাকার জন্য ৷ তবে সেদেশে ভারতীয় হাই কমিশনারের অফিসের পক্ষ থেকে ছেলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন তমালের বাবা-মা ৷

কাবুলে আটকে পড়েছেন নিমতার যুবক, চরম উৎকন্ঠায় পরিবার

আরও পড়ুন: কাবুলে আটকে বারাসতের যুবক, উৎকণ্ঠায় পরিবার

আফিগানিস্তান তালিবানদের দখলে চলে যাওয়ার খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন মা মিনতি ভট্টাচার্য ৷ তবে ছেলের সঙ্গে কথা হওয়ার পর এখন কিছুটা সুস্থ হয়েছেন ৷ আশা রাখছেন কেন্দ্রীয় সরকারের উপর ৷ ভারতীয় হাইকমিশনের অফিসের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই ভারতে ফেরানো হবে তমালদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.