বিধাননগর, 14 মার্চ: প্রথম দিন দু’দফায় কয়েকঘণ্টা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল অভিনেতা বনি সেনগুপ্তকে (Actor Bonny Sengupta) ৷ মঙ্গলবার দ্বিতীয় দফায় ফের ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হল তাঁকে ৷ আর সেই জিজ্ঞাসাবাদ পর্ব থেকে বেরিয়ে এসে বনি জানালেন, ইডি তাঁর কাছে যা যা নথি চেয়েছিল, সব তিনি জমা দিয়েছেন ৷
নথি তো জমা দিলেন? এবার টাকাও কি তিনি ফেরত দেবেন ? বিধাননগরের সিজিও কমপ্লেক্সে ইডির কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে এই প্রশ্নেরও মুখোমুখি হতে হয় ‘বরবাদ’-এর নায়ককে ৷ কিন্তু তিনি সটান জানিয়ে দিলেন যে সব টাকা তাঁরই ৷ তাই টাকা ফেরত দেওয়ার কোনও প্রশ্নই নেই ৷
প্রসঙ্গত, দিন কয়েক আগে নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) মামলায় নাম জড়ায় অভিনেতা বনি সেনগুপ্তর ৷ নিয়োগ দুর্নীতিতে প্রায় মাস দুয়েক আগে গ্রেফতার হন হুগলির তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh) ৷ সেই সূত্র ধরেই এই দুর্নীতি কাণ্ডে ইডির নজরে চলে আসেন সুখেন দাসের নাতি ৷ তাঁকে তলব করেন তদন্তকারীরা ৷ হাজিররা জন্য দেওয়া তারিখের একদিন আগেই তিনি ইডি অফিসে যান তিনি ৷ সেদিন তাঁকে দু’দফায় জেরা করা হয় ৷
ইডি সূত্রে খবর, কুন্তলের ব্যাংকের নথি থেকেই বনির সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের বিষয়টি উঠে আসে ৷ পরে বনি কুন্তলের সঙ্গে তাঁর পরিচয়ের বিষয়টি স্বীকার করেন ৷ কুন্তলের থেকে গাড়ি কেনার জন্য 35 থেকে 40 লক্ষ টাকা নিয়েওছিলেন বলে জানান ৷ ইডির সন্দেহ, বনির মাধ্যমে নিয়োগ দুর্নীতির টাকা পাচার হয়ে থাকতে পারে ৷
স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে যে বনি টাকা ফেরত দেবেন কি না ! মঙ্গলবার সেই বিষয়টি কার্যত স্পষ্ট করে দিলেন বনি ওরফে অনুপ্রিয় সেনগুপ্ত ৷ একই সঙ্গে তাঁর দাবি, তাঁকে হয়তো আর ইডি ডাকবে না ৷ তাই সকলের কাছে তাঁর আবেদন, তাঁকে যেন আর হেনস্তা না করা হয় ৷
আরও পড়ুন: এবার অভিনেতা বনির বিদেশ যাত্রার উপর নজর ইডির, তদন্তকারীদের স্ক্যানারে অভিনেতার মা-ও