বনগাঁ, 20 অক্টোবর: স্কুল শিক্ষিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ (Alleged Rape of Teacher in Bangaon)। পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম অর্পণ তরফদার।
ওই অভিযুক্ত পেট্রাপোল থানার হরিদাস পুরের বাসিন্দা। পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক (Primary School Teacher) সে। বুধবার তাকে পেট্রাপোল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। অর্পণের সঙ্গে বনগাঁর বাসিন্দা ওই অভিযোগকারিণী স্কুল শিক্ষিকার দীর্ঘদিনের পরিচয়। একসঙ্গে ওই স্কুল শিক্ষিকা ও অভিযুক্ত পড়াশোনা করতেন। এক সময় তাদের সম্পর্ক গড়ায় ভালোবাসায় ৷
অভিযোগ, সেই সময়কালে অভিযোগকারিণী শিক্ষিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে অভিযুক্ত অর্পণ। কথা দিয়েছিল চাকরি পাওয়ার পর শিক্ষিকাকে বিয়ে করবে। কিন্তু প্রাথমিক স্কুলে চাকরি পাওয়ার পর বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যেতে শুরু করে অর্পণ। আরও অভিযোগ, সম্প্রতি ওই শিক্ষিকা বিয়ে করার কথা বললে বেঁকে বসে সে।
আরও পড়ুন: স্ত্রী'র গণধর্ষণের বিচার না-পেয়ে আত্মঘাতী স্বামী, অভিযুক্তরা পলাতক
নিরুপায় হয়ে পরবর্তীতে বনগাঁ থানার দারস্থ হন ওই শিক্ষিকা। চলতি মাসের 15 তারিখে অর্পণের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পেয়ে অর্পণকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, অর্পণের দাবি, তাদের মধ্যে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক ছিল। তাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে। ধৃতের বিরুদ্ধে ধর্ষণের (Bangaon Rape Case) মামলা রুজু করে নিজেদের হেফাজতে চেয়ে বৃহস্পতিবার বনগাঁ আদালতে পেশ করেছে পুলিশ। বিচারক তাকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷