ETV Bharat / state

সুন্দরবনের বানভাসি এলাকা পরিদর্শনে অভিষেক - abjishek banerjee

সুন্দরবনের নদী বাঁধের চিরস্থায়ী প্রতিকার করতে রাজ্য সরকার ভাবনাচিন্তা শুরু করেছে বলেও এদিন সাংবাদিকদের জানিয়েছেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সুন্দরবনের বানভাসি এলাকা পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়
সুন্দরবনের বানভাসি এলাকা পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jun 2, 2021, 11:11 PM IST

সন্দেশখালি, 2 জুন : দুপুরে হেলিকপ্টারে ধামাখালি মাঠে নামার পর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের স্থানীয় জন প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সোজা চলে যান ক্ষতিগ্রস্ত নদীবাঁধ পরিদর্শন করতে। নদীপথে রায়মঙ্গল,কালিন্দী এবং কলাগাছি প্রভৃতি নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ সরজমিনে চাক্ষুষ করেন তিনি। এরপর বিকেলের দিকে সন্দেশখালির রামপুর হাইস্কুলের ত্রাণ শিবিরে গিয়ে দুর্গত মানুষের সঙ্গে দেখা করেন তৃণমূল যুব রাজ্য সভাপতি। শোনেন বানভাসি মানুষের সমস্যার কথাও। আশ্বাস দেন তাদের পাশে থাকার। দলের তরফ থেকে এদিন দুর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রীও তুলে দেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে,সুন্দরবনের নদী বাঁধের চিরস্থায়ী প্রতিকার করতে রাজ্য সরকার ভাবনাচিন্তা শুরু করেছে বলেও এদিন সাংবাদিকদের জানিয়েছেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি কেন্দ্রীয় নেতৃত্বদেরও কটাক্ষ করেন ৷ বলেন, "এতবড় পরাজয় হজম করতে পারছে না বিজেপি।ভোটে হার কিছুতেই মেনে নিতে পারছেন না বিজেপির কেন্দ্রীয় নেতারা ৷ হারের জ্বালা মেটাতে প্রতিহিংসার পথ বেছে নিয়েছেন তাঁরা। "

এরপরই শোকজের ঘটনায় আরও এক কদম এগিয়ে পাল্টা প্রধানমন্ত্রীকে-ই শোকজের দাবি তুলেছেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি। তাঁর কথায় , ""ডিজাস্টার ম্যানেজমেন্টের যে ধারায় আলাপন বন্দোপাধ্যায়কে শোকজ করা হয়েছে, সেই ধারায় সবার আগে তো শোকজ করা উচিত প্রধানমন্ত্রীকেই ৷"

সুন্দরবনের বানভাসি এলাকা পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতিকেও শোকজের দাবি করেছেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। তিনি বলেন,"যারা বাংলায় এসে কোভিড ছড়াল,তারা কেন বাদ যাবে শোকজের থেকে?কেন্দ্রীয় সরকার যদি নিরপেক্ষ হয়,তাহলে আমাকেও শোকজ করুক!রাজনৈতিক দলগুলিকে-ও শোকজ করে দেখাক!আসলে হারের বদলা নিতে হবে তো!তাই এই শোকজ।মানুষ এত বোকা নই।তারা সবকিছু বুঝতে পারছে ৷"
আরও পড়ুন : মুকুল-জায়াকে দেখতে হাসপাতালে অভিষেক, শুভ্রাংশুর সঙ্গে কথা

সন্দেশখালি, 2 জুন : দুপুরে হেলিকপ্টারে ধামাখালি মাঠে নামার পর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের স্থানীয় জন প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সোজা চলে যান ক্ষতিগ্রস্ত নদীবাঁধ পরিদর্শন করতে। নদীপথে রায়মঙ্গল,কালিন্দী এবং কলাগাছি প্রভৃতি নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ সরজমিনে চাক্ষুষ করেন তিনি। এরপর বিকেলের দিকে সন্দেশখালির রামপুর হাইস্কুলের ত্রাণ শিবিরে গিয়ে দুর্গত মানুষের সঙ্গে দেখা করেন তৃণমূল যুব রাজ্য সভাপতি। শোনেন বানভাসি মানুষের সমস্যার কথাও। আশ্বাস দেন তাদের পাশে থাকার। দলের তরফ থেকে এদিন দুর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রীও তুলে দেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে,সুন্দরবনের নদী বাঁধের চিরস্থায়ী প্রতিকার করতে রাজ্য সরকার ভাবনাচিন্তা শুরু করেছে বলেও এদিন সাংবাদিকদের জানিয়েছেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি কেন্দ্রীয় নেতৃত্বদেরও কটাক্ষ করেন ৷ বলেন, "এতবড় পরাজয় হজম করতে পারছে না বিজেপি।ভোটে হার কিছুতেই মেনে নিতে পারছেন না বিজেপির কেন্দ্রীয় নেতারা ৷ হারের জ্বালা মেটাতে প্রতিহিংসার পথ বেছে নিয়েছেন তাঁরা। "

এরপরই শোকজের ঘটনায় আরও এক কদম এগিয়ে পাল্টা প্রধানমন্ত্রীকে-ই শোকজের দাবি তুলেছেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি। তাঁর কথায় , ""ডিজাস্টার ম্যানেজমেন্টের যে ধারায় আলাপন বন্দোপাধ্যায়কে শোকজ করা হয়েছে, সেই ধারায় সবার আগে তো শোকজ করা উচিত প্রধানমন্ত্রীকেই ৷"

সুন্দরবনের বানভাসি এলাকা পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতিকেও শোকজের দাবি করেছেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। তিনি বলেন,"যারা বাংলায় এসে কোভিড ছড়াল,তারা কেন বাদ যাবে শোকজের থেকে?কেন্দ্রীয় সরকার যদি নিরপেক্ষ হয়,তাহলে আমাকেও শোকজ করুক!রাজনৈতিক দলগুলিকে-ও শোকজ করে দেখাক!আসলে হারের বদলা নিতে হবে তো!তাই এই শোকজ।মানুষ এত বোকা নই।তারা সবকিছু বুঝতে পারছে ৷"
আরও পড়ুন : মুকুল-জায়াকে দেখতে হাসপাতালে অভিষেক, শুভ্রাংশুর সঙ্গে কথা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.