ETV Bharat / state

মাঠজুড়ে পুলিশ-সিভিক; অভিষেকের সভায় কর্মী, সমর্থক কোথায় ?

হেলিকপ্টার করে এসে অভিষেক দেখলেন মাঠ ফাঁকা। বারবার মাইকে ঘোষণা করেও আনা গেল না কর্মী সমর্থকদের।

author img

By

Published : May 3, 2019, 12:49 AM IST

Updated : May 3, 2019, 3:21 AM IST

abhishek

বারাসত, 3 মে : মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুব তৃণমূল সভাপতি। কিন্তু তাঁর সভাতেও দর্শকাসন ফাঁকা। সিভিক ভলান্টিয়ার দিয়েও যা ভরানো গেল না। ছবিটা উত্তর 24 পরগনার বারাসতের।

গতকাল বারাসত শতদল সংঘের মাঠে কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। টাকি রোডের পাশে শতদল সংঘের মাঠে অভিষেকের জনসভা ভরিয়ে দিতে হোর্ডিং পোস্টারে ছয়লাপ করে দেওয়া হয়েছিল। দুপুর দুটো নাগাদ অভিষেকের জনসভা শুরু হওয়ার কথা ছিল। সেসময় মাঠে লোক মেরে-কেটে 100-150 । তারমধ্যে পুলিশ, সিভিক ভলান্টিয়ারই বেশি । আড়াইটে নাগাদ একদল মহিলা সিভিক ভলান্টিয়ার ঢুকল মাঠে । এর মধ্যে অনেকেই সাধারণ পোশাক পরে । তাঁরা বসে পড়লেন মহিলা দর্শকাসনে ।

পৌনে তিনটে নাগাদ অভিষেকের হেলিকপ্টার নামে বারাসত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে। উদ্যোক্তারা তখন রাস্তার পাশে দাঁড়ানো কর্মীদের উদ্দেশে মাইকে ঘোষণা করছেন, আপনারা মাঠে বসুন। সবাই মাঠে বসলেন। তাতেও দু'হাজারি মাঠের পুরুষ দর্শক আসনের চার আনাও ভরল না। চুপিসাড়ে নেতারা বলে দিলেন, ফাঁকা ফাঁকা বসতে। কিছুটা ভরাট দেখায় যাতে। অভিষেক সভাস্থলে পৌঁছালেও মঞ্চে উঠলেন না। মাঠ যে ফাঁকা ! প্রায় ২৫ মিনিট পরে তিনি মঞ্চে উঠলেন। তাঁকে সংবর্ধনার সময়ও নাম ডেকে সব কর্মীদের পাওয়া যায়নি। অন্য কর্মীরা গিয়ে স্টেজ মেক আপ দিয়েছেন।

দেখুন সেই ছবি

বক্তব্যের সময় অভিষেকের মধ্যে সেই জোশ দেখা যায়নি।

অভিষেকের সভায় কত দর্শক ছিল ? নাম প্রকাশে অনিচ্ছুক জেলার প্রথম সারির এক তৃণমূল নেতা বলেন, "মাঠে 2000 লোক ধরে। অর্ধেক ভরেছিল। আর কী বলব ?" পাশে দাঁড়ানো দলের এক যুবকর্মী বললেন, "দাদা মিডিয়ার সামনে এসব বলছেন কেন?"

জেলা পুলিশের এক পদস্থ আধিকারিক বললেন, "200 বর্গফুটের ব্লক ধরে আমরা হিসেব করি। সেই হিসেবে উপস্থিতি হাজার খানেক হতে পারে।"
দর্শক আসনে তো বহু সিভিক ভলান্টিয়ারও রয়েছেন? প্রশ্ন শুনে ওই পুলিশকর্তা কেবল মুচকি হাসলেন। উত্তর দিলেন না।

বারাসত পৌরসভায় ৩৫টি ওয়ার্ড। বুথ সংখ্যা ২৫৫। প্রত্যেক বুথে ভোট পরিচালনার জন্য গড়ে ১৫ জনের একটি করে কমিটি গঠিত হয়েছে। সেই হিসেব ধরলে সাধারণ কর্মী বাদ দিয়ে শুধু বুথ কমিটির সদস্যরা মাঠে এলে তিন থেকে সাড়ে তিন হাজার কর্মী মাঠে থাকার কথা। তাহলে দু'হাজারি মাঠ ভরল না কেন ? রাজনৈতিক মহলের মতে, হেলিকপ্টার ভাড়া করে আসা অভিষেকের ফাঁকা সভা তৃণমূলের ভোট ম্যানেজারদের রক্তচাপ এবার বাড়িয়ে তুলবে।

বারাসত, 3 মে : মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুব তৃণমূল সভাপতি। কিন্তু তাঁর সভাতেও দর্শকাসন ফাঁকা। সিভিক ভলান্টিয়ার দিয়েও যা ভরানো গেল না। ছবিটা উত্তর 24 পরগনার বারাসতের।

গতকাল বারাসত শতদল সংঘের মাঠে কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। টাকি রোডের পাশে শতদল সংঘের মাঠে অভিষেকের জনসভা ভরিয়ে দিতে হোর্ডিং পোস্টারে ছয়লাপ করে দেওয়া হয়েছিল। দুপুর দুটো নাগাদ অভিষেকের জনসভা শুরু হওয়ার কথা ছিল। সেসময় মাঠে লোক মেরে-কেটে 100-150 । তারমধ্যে পুলিশ, সিভিক ভলান্টিয়ারই বেশি । আড়াইটে নাগাদ একদল মহিলা সিভিক ভলান্টিয়ার ঢুকল মাঠে । এর মধ্যে অনেকেই সাধারণ পোশাক পরে । তাঁরা বসে পড়লেন মহিলা দর্শকাসনে ।

পৌনে তিনটে নাগাদ অভিষেকের হেলিকপ্টার নামে বারাসত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে। উদ্যোক্তারা তখন রাস্তার পাশে দাঁড়ানো কর্মীদের উদ্দেশে মাইকে ঘোষণা করছেন, আপনারা মাঠে বসুন। সবাই মাঠে বসলেন। তাতেও দু'হাজারি মাঠের পুরুষ দর্শক আসনের চার আনাও ভরল না। চুপিসাড়ে নেতারা বলে দিলেন, ফাঁকা ফাঁকা বসতে। কিছুটা ভরাট দেখায় যাতে। অভিষেক সভাস্থলে পৌঁছালেও মঞ্চে উঠলেন না। মাঠ যে ফাঁকা ! প্রায় ২৫ মিনিট পরে তিনি মঞ্চে উঠলেন। তাঁকে সংবর্ধনার সময়ও নাম ডেকে সব কর্মীদের পাওয়া যায়নি। অন্য কর্মীরা গিয়ে স্টেজ মেক আপ দিয়েছেন।

দেখুন সেই ছবি

বক্তব্যের সময় অভিষেকের মধ্যে সেই জোশ দেখা যায়নি।

অভিষেকের সভায় কত দর্শক ছিল ? নাম প্রকাশে অনিচ্ছুক জেলার প্রথম সারির এক তৃণমূল নেতা বলেন, "মাঠে 2000 লোক ধরে। অর্ধেক ভরেছিল। আর কী বলব ?" পাশে দাঁড়ানো দলের এক যুবকর্মী বললেন, "দাদা মিডিয়ার সামনে এসব বলছেন কেন?"

জেলা পুলিশের এক পদস্থ আধিকারিক বললেন, "200 বর্গফুটের ব্লক ধরে আমরা হিসেব করি। সেই হিসেবে উপস্থিতি হাজার খানেক হতে পারে।"
দর্শক আসনে তো বহু সিভিক ভলান্টিয়ারও রয়েছেন? প্রশ্ন শুনে ওই পুলিশকর্তা কেবল মুচকি হাসলেন। উত্তর দিলেন না।

বারাসত পৌরসভায় ৩৫টি ওয়ার্ড। বুথ সংখ্যা ২৫৫। প্রত্যেক বুথে ভোট পরিচালনার জন্য গড়ে ১৫ জনের একটি করে কমিটি গঠিত হয়েছে। সেই হিসেব ধরলে সাধারণ কর্মী বাদ দিয়ে শুধু বুথ কমিটির সদস্যরা মাঠে এলে তিন থেকে সাড়ে তিন হাজার কর্মী মাঠে থাকার কথা। তাহলে দু'হাজারি মাঠ ভরল না কেন ? রাজনৈতিক মহলের মতে, হেলিকপ্টার ভাড়া করে আসা অভিষেকের ফাঁকা সভা তৃণমূলের ভোট ম্যানেজারদের রক্তচাপ এবার বাড়িয়ে তুলবে।

রাজু বিশ্বাস,বারাসত:-জনবহুল এলাকায় মদ‍্যপ অবস্থায় এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল যুকবের বিরুদ্ধে।ঘটনার জেরে ব‍্যাপক উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতের কলোনী মোড়ে।অভিযুক্ত যুবককে ধরে গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা।জানা গেছে,আজ রাত ৯টা নাগাদ ছেলেকে টিউশনি থেকে নিয়ে ন-পাড়ার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য কলোনী মোড়ের ৩৪ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিলেন ওই মহিলা।এমন সময় মদ‍্যপ অবস্থায় ওই যুবক মহিলার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। মহিলা চিৎকার চেঁচামেচি জুড়ে দিলে অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে ফেলে জনতা। তাকে মারতে মারতে টেনে আনা হয় কলোনী মোড়ের ট্রাফিক বুথের সামনে। সেখানেও উত্তেজিত জনতা একপ্রস্থ ধোলাই দেয়।তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করলে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা কোন‌ওরকমে জনতার হাত থেকে তাকে ছাড়িয়ে ট্রাফিক বুথের মধ্যে ঢুকিয়ে দেয়।বুথের দরজার ছিটকিনিও লাগিয়ে দেওয়া হয়।যাতে অভিযুক্ত যুবককে সেখান থেকে বের করে ফের মারধর করতে না পারে জনতা। এদিকে,খবর পেয়ে বারাসত থানা থেকে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।পুলিশের এক আধিকারিকের সামনেই ঘটনার ব‍্যাখা দেন ওই মহিলা।এরপর, অভিযুক্ত যুবককে বুথের বাইরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে ওই আধিকারিক। তখনও তার মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছে।এরপর,মহিলার অভিযোগে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। গাড়িতে নিয়ে যাওয়ার সময় যুবকের নাম ও পরিচয় জিজ্ঞাসা করা হলে একেক সময় একেক রকম কথা বলে।কখন‌ও সে তার বাড়ি বারাসত,আবার কখনও বলে বর্ধমানে। যদিও, পুলিশ জানিয়েছে,আটক ওই যুবকের বাড়ি বারাসতে‌ই।তার পকেট থেকে পাওয়া আই কার্ড থেকে জানা গেছে,ওই যুবকের নাম এ ডি।সে আন্দামানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত।তবে,এই নাম,ও পরিচয় তার আসল কিনা,তা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার তদন্ত শুরু হয়েছে।অন‍্যদিকে,বারাসতের প্রাণকেন্দ্র কলোনী মোড়ের মতো জনবহুল এলাকায় প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানির ঘটনায় আবারও প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা।এর আগেও এখানে শ্লীলতাহানি, চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।ফের আজ শ্লীলতাহানির ঘটনা ঘটায় বারাসত যে বারাসতে‌ই আছে,তা প্রমাণ হয়।
Last Updated : May 3, 2019, 3:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.