ETV Bharat / state

শাসনে QRT-র গাড়ি লক্ষ্য করে ঢিল স্থানীয়দের, সংঘর্ষ - vote

শাসনে QRT-র গাড়ি লক্ষ্য করে ঢিল মারার অভিযোগ উঠল । শাসনের চক আমিনপুরের ঘটনা ।

QRT-র গাড়ি লক্ষ্য করে ঢিল স্থানীয়দের
author img

By

Published : May 19, 2019, 12:55 PM IST

Updated : May 19, 2019, 1:18 PM IST

শাসন, 19 মে : কুইক রেসপন্স টিমের গাড়িতে ঢিল মারার অভিযোগ । শাসনের চক আমিনপুরের ঘটনা । এলাকাবাসীদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী ভোটারদের BJP-কে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছে । এর জেরে কেন্দ্রীয় বাহিনী ও এলাকাবাসীদের মধ্যে সংঘর্ষ বাধে । সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কুইক রেসপন্স টিম । কেন্দ্রীয় বাহিনী ও QRT-কে লক্ষ্য করে ঢিল মারার অভিযোগ উঠেছে । এই ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন ।

দেখুন ভিডিয়ো

এক মহিলা ভোটারের অভিযোগ তাঁর বিশেষভাবে সক্ষম ছেলের উপর কেন্দ্রীয় বাহিনী জোর জুলুম করেছে । ওই মহিলা QRT-র গাড়ি লক্ষ্য করে ঢিল মারেন বলে অভিযোগ । পুলিশ ও BSF জওয়ানরা এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

শাসন, 19 মে : কুইক রেসপন্স টিমের গাড়িতে ঢিল মারার অভিযোগ । শাসনের চক আমিনপুরের ঘটনা । এলাকাবাসীদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী ভোটারদের BJP-কে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছে । এর জেরে কেন্দ্রীয় বাহিনী ও এলাকাবাসীদের মধ্যে সংঘর্ষ বাধে । সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কুইক রেসপন্স টিম । কেন্দ্রীয় বাহিনী ও QRT-কে লক্ষ্য করে ঢিল মারার অভিযোগ উঠেছে । এই ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন ।

দেখুন ভিডিয়ো

এক মহিলা ভোটারের অভিযোগ তাঁর বিশেষভাবে সক্ষম ছেলের উপর কেন্দ্রীয় বাহিনী জোর জুলুম করেছে । ওই মহিলা QRT-র গাড়ি লক্ষ্য করে ঢিল মারেন বলে অভিযোগ । পুলিশ ও BSF জওয়ানরা এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

sample description
Last Updated : May 19, 2019, 1:18 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.