ETV Bharat / state

নৈহাটিতে বাড়ি থেকে উদ্ধার মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ - পৈত্রিক বাড়ি থেকে উদ্ধার মহিলার মৃতদেহ

খাটের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় ক্ষতবিক্ষত মহিলার মৃতদেহ উদ্ধার । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । প্রতিবেশী জয়দেব মণ্ডলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে মনে করছে পুলিশ । তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ।

ইন্দ্রাণী মিত্র
author img

By

Published : Nov 23, 2019, 1:31 PM IST

নৈহাটি, 23 নভেম্বর: নৈহাটির পালবাগান এলাকায় গতকাল এক মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় । মহিলার নাম ইন্দ্রাণী মিত্র (45) । ওই মহিলার পৈত্রিক বাড়ি থেকে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় । স্থানীয় সূত্র থেকে জানা যায়, ইন্দ্রাণীদেবী অবিবাহিত এবং নিজের বাড়িতে একাই থাকতেন । তিনি টিউশন পড়াতেন ।

পাশে জয়দেব মণ্ডলের বাড়ি থেকে মাঝে মধ্যে তাঁকে খাবার দিয়ে আসা হত । অথবা তিনি নিজে গিয়েও খাবার নিয়ে আসতেন । তবে দু'দিন ধরে খাবার নিতে না আসায় ইন্দ্রাণীদেবীর বাড়ি যান জয়দেব মণ্ডল । সেখানে তাঁকে খাটের নিচে রক্তাক্ত অবস্থায় ক্ষতবিক্ষত হয়ে পড়ে থাকতে দেখা যায় । খবর দেওয়া হয় নৈহাটি থানার পুলিশকে । নৈহাটি থানার পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যান । পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান ভারী কিছু দিয়ে আঘাত করে ইন্দ্রাণীদেবীকে খুন করা হয়েছে ।

বাড়ি থেকে উদ্ধার মহিলার মৃতদেহ

এছাড়া স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী জয়দেব মণ্ডলের সাথে ওই মহিলার প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল । এই ঘটনায় তিনি জড়িত থাকার সম্ভাবনা থাকায় পুলিশ জয়দেব মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে । সব মিলিয়ে এই মৃত্যুর ঘটনায় রহস্য তৈরি হয়েছে । কে বা কারা কী উদ্দেশ্যে এই খুন করেছে, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ ।

নৈহাটি, 23 নভেম্বর: নৈহাটির পালবাগান এলাকায় গতকাল এক মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় । মহিলার নাম ইন্দ্রাণী মিত্র (45) । ওই মহিলার পৈত্রিক বাড়ি থেকে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় । স্থানীয় সূত্র থেকে জানা যায়, ইন্দ্রাণীদেবী অবিবাহিত এবং নিজের বাড়িতে একাই থাকতেন । তিনি টিউশন পড়াতেন ।

পাশে জয়দেব মণ্ডলের বাড়ি থেকে মাঝে মধ্যে তাঁকে খাবার দিয়ে আসা হত । অথবা তিনি নিজে গিয়েও খাবার নিয়ে আসতেন । তবে দু'দিন ধরে খাবার নিতে না আসায় ইন্দ্রাণীদেবীর বাড়ি যান জয়দেব মণ্ডল । সেখানে তাঁকে খাটের নিচে রক্তাক্ত অবস্থায় ক্ষতবিক্ষত হয়ে পড়ে থাকতে দেখা যায় । খবর দেওয়া হয় নৈহাটি থানার পুলিশকে । নৈহাটি থানার পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যান । পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান ভারী কিছু দিয়ে আঘাত করে ইন্দ্রাণীদেবীকে খুন করা হয়েছে ।

বাড়ি থেকে উদ্ধার মহিলার মৃতদেহ

এছাড়া স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী জয়দেব মণ্ডলের সাথে ওই মহিলার প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল । এই ঘটনায় তিনি জড়িত থাকার সম্ভাবনা থাকায় পুলিশ জয়দেব মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে । সব মিলিয়ে এই মৃত্যুর ঘটনায় রহস্য তৈরি হয়েছে । কে বা কারা কী উদ্দেশ্যে এই খুন করেছে, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ ।

Intro:নৈহাটিতে নিজের ঘর থেকে এক মহিলার ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যBody:নৈহাটি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের গিরিশ ঘোষাল রোড পালবাগান এলাকায় ইন্দ্রানী মিত্র (45) নামে এক মধ্যবয়স্ক মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।তার নিজের ঘর থেকেই উদ্ধার করা হয়েছে মৃতদেহটি। ওই মহিলা অবিবাহিত, নিজের বাড়িতে একাই থাকতেন তিনি। পাশের বাড়ি থেকে মাঝে মধ্যেই তাকে খাবার দিয়ে আসা হতো, অথবা তিনি নিজে গিয়েও খাবার নিয়ে আসতেন। এছাড়াও তিনি প্রাইভেট টিউশনির কাজ করতেন। দুদিন ধরে তিনি খাবার নিতে না আসায় তার বাড়িতে যান ওই বাড়ির গৃহকর্তা জয়দেব মণ্ডল। তখনই তিনি গিয়ে দেখেন খাটের নিচে রক্তাক্ত অবস্থায় ক্ষতবিক্ষত হয়ে পরে রয়েছেন ইন্দ্রানী দেবী। সম্ভবত দুদিন আগেই তার মৃত্যু হয়েছে। কেন না মৃতদেহটি ফুলে গিয়েছিল। এরপর জয়দেব বাবু পাড়ার সকলকে ডেকে খবর দেন। খবর দেওয়া হয় নৈহাটি থানার পুলিশকে। নৈহাটি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ঘরের দরজা বন্ধ থাকলেও আটকানো ছিল না। তাই কেউ বা কারা তাকে খুন করেছে বলে প্রাথমিক অনুমান পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের। আপাতত মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে জয়দেব মণ্ডল যে খাবার দিতে যেত তার সাথে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল ইন্দ্রানী দেবীর। সে কারণেই জয়দেব মন্ডল এর এই খুনের ঘটনায় জড়িত থাকার সম্ভাবনা থাকছে। সেকারণেই পুলিশ জয়দেব মণ্ডল কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সব মিলিয়ে এই মৃত্যুর ঘটনা নিয়ে তৈরি হয়েছে রহস্য। কে বা কারা বা কি উদ্দেশ্যে এই খুনের ঘটনা ঘটিয়েছে তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.