ETV Bharat / state

টিকা নিতে গিয়ে হুড়োহুড়ি ও ঠেলাঠেলিতে অসুস্থ মহিলা ভর্তি হলেন হাসপাতালে - ভুয়ো টিকাকরণ

টিকা নেওয়ার লম্বা লাইনে দাঁড়িয়ে ঠেলাঠেলি, হুড়োহুড়ি চূড়ান্ত বিশৃঙ্খলা । ঠেলাঠেলিতে অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন মহিলা । এঁদের মধ্যে একজনকে ভর্তি করতে হল হাসপাতালে । ঘটনাটি আমডাঙা গ্রামীণ হাসপাতালে ।

টিকা নিতে গিয়ে হুড়োহুড়ি ও ঠেলাঠেলিতে অসুস্থ মহিলা
টিকা নিতে গিয়ে হুড়োহুড়ি ও ঠেলাঠেলিতে অসুস্থ মহিলা
author img

By

Published : Jul 3, 2021, 6:22 PM IST

আমডাঙা, 3 জুলাই : উত্তর চব্বিশ পরগনার আমডাঙায় টিকা নেওয়ার লাইন ছিল লম্বা । লাইনে ঠেলাঠেলি শুরু হতেই চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয় । ঠেলাঠেলিতে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন মহিলা । কে কার আগে ভ্যাকসিন নেবেন, তা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায় লাইনে । যার জেরেই এই ঘটনা ।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসন কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের কোনও উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ উঠেছে । ঘটনায় কোনও প্রতিক্রিয়া মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের ।

করোনার সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ । পশ্চিমবঙ্গও তাতে ব্যতিক্রম নয় । অথচ, এই টিকাকরণ নিয়েই উঠেছে বিস্তর অভিযোগ । কোথাও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকা না পাওয়ার অভিযোগ । আবার কোথাও টিকার প্রথম ডোজ মিললেও দ্বিতীয় ডোজের ক্ষেত্রে হয়রানির অভিযোগ উঠেছে।

আরও পড়ুন...কঙ্কালসার চেহারা রাস্তার, চরম সমস্যায় বনগাঁর গোপালনগরের বাসিন্দারা

ফলে, টিকাকরণ নিয়ে দুর্ভোগ, হয়রানির শেষ নেই আমজনতার । এসবের মধ্যেই আবার সামনে এসেছে ভুয়ো টিকাকরণ । যেখানে ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব কিভাবে এই চক্রের জাল বিস্তার করেছিল, তা ইতিমধ্যে পুলিশি তদন্তে উঠে এসেছে। ঘটনায় পুলিশ এবং কলকাতা পৌরনিগমের ভূমিকা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন । যা নিয়ে চাপানউতোর লেগে রয়েছে শাসক ও বিরোধীদের মধ্যে ।

তারই মধ্যে এবার টিকা নিতে গিয়ে বিশৃঙ্খলা, হুড়োহুড়িতে অসুস্থ হওয়ার মতো ঘটনার সাক্ষী থাকল আমডাঙা। জানা গিয়েছে, টিকা নেওয়ার জন্য ভোররাত থেকেই লম্বা লাইন চোখে পড়ে আমডাঙা গ্রামীণ হাসপাতালে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই লাইন লম্বা হতে থাকে ।

হাসপাতাল সূত্রে খবর,এদিন মোট ৩০০ জনকে টিকা দেওয়ার কথা ছিল । কিন্তু লাইনে তার থেকে অধিক সংখ্যক মানুষ ভিড় করেন । যার ফলে একসময় চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয় হাসপাতালের সামনে । হুড়োহুড়ি ও ঠেলাঠেলিতে কার্যত লাটে ওঠে টিকা দেওয়ার কর্মসূচি । উল্টে ভিড়ের ঠেলায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন মহিলা । তাঁদের চোখেমুখে জল দিয়ে শুশ্রূষা করার চেষ্টা হয় । যদিও অসুস্থ বোধ করায় এক মহিলাকে ভর্তি করতে হয় ওই হাসপাতালেই।

আরও পড়ুন...ভ্যাকসিন না পেয়ে উত্তেজনা বোলপুর মহকুমা হাসপাতালে

এই বিষয়ে শিবানী দাস নামে অসুস্থ এক মহিলা বলেন, "টিকা নিতে ভোরবেলায় আদহাটা থেকে এসে লাইনে দাঁড়িয়েছিলাম । কিন্তু অনেকেই বেলাইনে টিকা নেওয়ার চেষ্টা করছিলেন । যার ফলে হুড়োহুড়ি, ঠেলাঠেলি শুরু হয় । তার জেরেই অসুস্থ হয়ে পড়েন কয়েকজন । অসুস্থ বোধ করায় আদৌও টিকা নিতে পারব কিনা,সংশয়ে রয়েছি ৷"

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের কাউকেই কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি বলে অভিযোগ । এবিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ।

আমডাঙা, 3 জুলাই : উত্তর চব্বিশ পরগনার আমডাঙায় টিকা নেওয়ার লাইন ছিল লম্বা । লাইনে ঠেলাঠেলি শুরু হতেই চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয় । ঠেলাঠেলিতে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন মহিলা । কে কার আগে ভ্যাকসিন নেবেন, তা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায় লাইনে । যার জেরেই এই ঘটনা ।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসন কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের কোনও উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ উঠেছে । ঘটনায় কোনও প্রতিক্রিয়া মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের ।

করোনার সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ । পশ্চিমবঙ্গও তাতে ব্যতিক্রম নয় । অথচ, এই টিকাকরণ নিয়েই উঠেছে বিস্তর অভিযোগ । কোথাও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকা না পাওয়ার অভিযোগ । আবার কোথাও টিকার প্রথম ডোজ মিললেও দ্বিতীয় ডোজের ক্ষেত্রে হয়রানির অভিযোগ উঠেছে।

আরও পড়ুন...কঙ্কালসার চেহারা রাস্তার, চরম সমস্যায় বনগাঁর গোপালনগরের বাসিন্দারা

ফলে, টিকাকরণ নিয়ে দুর্ভোগ, হয়রানির শেষ নেই আমজনতার । এসবের মধ্যেই আবার সামনে এসেছে ভুয়ো টিকাকরণ । যেখানে ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব কিভাবে এই চক্রের জাল বিস্তার করেছিল, তা ইতিমধ্যে পুলিশি তদন্তে উঠে এসেছে। ঘটনায় পুলিশ এবং কলকাতা পৌরনিগমের ভূমিকা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন । যা নিয়ে চাপানউতোর লেগে রয়েছে শাসক ও বিরোধীদের মধ্যে ।

তারই মধ্যে এবার টিকা নিতে গিয়ে বিশৃঙ্খলা, হুড়োহুড়িতে অসুস্থ হওয়ার মতো ঘটনার সাক্ষী থাকল আমডাঙা। জানা গিয়েছে, টিকা নেওয়ার জন্য ভোররাত থেকেই লম্বা লাইন চোখে পড়ে আমডাঙা গ্রামীণ হাসপাতালে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই লাইন লম্বা হতে থাকে ।

হাসপাতাল সূত্রে খবর,এদিন মোট ৩০০ জনকে টিকা দেওয়ার কথা ছিল । কিন্তু লাইনে তার থেকে অধিক সংখ্যক মানুষ ভিড় করেন । যার ফলে একসময় চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয় হাসপাতালের সামনে । হুড়োহুড়ি ও ঠেলাঠেলিতে কার্যত লাটে ওঠে টিকা দেওয়ার কর্মসূচি । উল্টে ভিড়ের ঠেলায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন মহিলা । তাঁদের চোখেমুখে জল দিয়ে শুশ্রূষা করার চেষ্টা হয় । যদিও অসুস্থ বোধ করায় এক মহিলাকে ভর্তি করতে হয় ওই হাসপাতালেই।

আরও পড়ুন...ভ্যাকসিন না পেয়ে উত্তেজনা বোলপুর মহকুমা হাসপাতালে

এই বিষয়ে শিবানী দাস নামে অসুস্থ এক মহিলা বলেন, "টিকা নিতে ভোরবেলায় আদহাটা থেকে এসে লাইনে দাঁড়িয়েছিলাম । কিন্তু অনেকেই বেলাইনে টিকা নেওয়ার চেষ্টা করছিলেন । যার ফলে হুড়োহুড়ি, ঠেলাঠেলি শুরু হয় । তার জেরেই অসুস্থ হয়ে পড়েন কয়েকজন । অসুস্থ বোধ করায় আদৌও টিকা নিতে পারব কিনা,সংশয়ে রয়েছি ৷"

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের কাউকেই কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি বলে অভিযোগ । এবিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.