ETV Bharat / state

লকডাউনে পেশা বদলে সুদিনের আশায় নিমতার মানিক

সরকার "ঘরে থাকুন, সুস্থ থাকুন"-এর কথা বলছে । কিন্তু তাতে কি পেট ভরবে ? তাই পেশা বদলে পথে নেমেছেন মানিক সাহা ৷

Manik Saha
মানিক সাহা
author img

By

Published : Apr 17, 2020, 8:05 PM IST

নিমতা, 17 এপ্রিল: কথায় আছে পেটের দায় বড় দায় ! লকডাউনের জেরহে রীতিমতো থমকে গেছে জনজীবন ৷ উচ্চবিত্ত বা মধ্যবিত্তরা নিজেদের ঘরে বন্দী করে দিন কাটালেও পেটের দায়ে জীবনের ঝুঁকি নিয়ে অনেককেই পথে বেরোতে হচ্ছে রোজ ৷ তবে লকডাউন বদলে দিয়েছে অনেকের পেশাও ৷ এমনই একজন মানিক সাহা ৷

নিমতার বাসিন্দা মানিক সাহার পেশা ছিল বাড়ি বাড়ি গিয়ে ভাঙা নির্মাণ সামগ্রী তোলা ৷ তা তুলে পাঁচ টাকা দরে কিনে 15 টাকায় আগ্রহী ব্যক্তিকে বেচে দিতেন ৷ তবে লকডাউন হওয়ায় সেই পথও বন্ধ ৷ সরকারের নির্দেশ মেনে বাড়ি বসে থাকলে তো পেট চলবে না ৷ তাই নতুন পেশা বেছে নিয়েছেন মানিক সাহা ৷

ডিম বিক্রি করছেন মানিক সাহা

প্রতিদিন ভ্যানে করে ডিমের পেটি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছেন মানিক । কখনও বেলঘরিয়া আবার কখনও রথতলা, ডানলপে বা বরাহনগরে ভ্যান নিয়ে পৌঁছে যাচ্ছেন তিনি । রাস্তায় রাস্তায় ঘুরে চার টাকা দরে ডিম বিক্রি করছেন ।

বাজারে সবজির জোগান কমেছে, মাছ-মাংস অনেকেরই ধরাছোঁয়ার বাইরে । তাই ডিমই অনেকের ভরসা । ফলে মানিকের আয়ও বেশ ভালোই হচ্ছে । তাই এভাবেই এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি ।

নিমতা, 17 এপ্রিল: কথায় আছে পেটের দায় বড় দায় ! লকডাউনের জেরহে রীতিমতো থমকে গেছে জনজীবন ৷ উচ্চবিত্ত বা মধ্যবিত্তরা নিজেদের ঘরে বন্দী করে দিন কাটালেও পেটের দায়ে জীবনের ঝুঁকি নিয়ে অনেককেই পথে বেরোতে হচ্ছে রোজ ৷ তবে লকডাউন বদলে দিয়েছে অনেকের পেশাও ৷ এমনই একজন মানিক সাহা ৷

নিমতার বাসিন্দা মানিক সাহার পেশা ছিল বাড়ি বাড়ি গিয়ে ভাঙা নির্মাণ সামগ্রী তোলা ৷ তা তুলে পাঁচ টাকা দরে কিনে 15 টাকায় আগ্রহী ব্যক্তিকে বেচে দিতেন ৷ তবে লকডাউন হওয়ায় সেই পথও বন্ধ ৷ সরকারের নির্দেশ মেনে বাড়ি বসে থাকলে তো পেট চলবে না ৷ তাই নতুন পেশা বেছে নিয়েছেন মানিক সাহা ৷

ডিম বিক্রি করছেন মানিক সাহা

প্রতিদিন ভ্যানে করে ডিমের পেটি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছেন মানিক । কখনও বেলঘরিয়া আবার কখনও রথতলা, ডানলপে বা বরাহনগরে ভ্যান নিয়ে পৌঁছে যাচ্ছেন তিনি । রাস্তায় রাস্তায় ঘুরে চার টাকা দরে ডিম বিক্রি করছেন ।

বাজারে সবজির জোগান কমেছে, মাছ-মাংস অনেকেরই ধরাছোঁয়ার বাইরে । তাই ডিমই অনেকের ভরসা । ফলে মানিকের আয়ও বেশ ভালোই হচ্ছে । তাই এভাবেই এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.