ETV Bharat / state

নিষিদ্ধ তরল মাদকসহ গ্রেপ্তার 1 - ৫ লিটার ২০০ মিলিগ্রাম কোডেইন মিক্সচার

৫ লিটার ২০০ মিলিগ্রাম কোডেইন মিক্সচার সহ সুকুর আলি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে হাবরা থানার পুলিশ ৷

Habra police station
হাবরা থানা
author img

By

Published : Jan 23, 2020, 7:05 PM IST

হাবরা, 23 জানুয়ারি : নিষিদ্ধ তরল মাদকসহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হাবরা থানার পুলিশ ৷ ধৃতের নাম সুকুর আলি(২২) ৷ তার বাড়ি বিড়ার মেঠোপাড়ায় । তার বিরুদ্ধে এর আগে চুরি, ডাকাতি, ছিনতাই সহ একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে । ধৃতের কাছ থেকে ৫ লিটার ২০০ মিলিগ্রাম কোডেইন মিক্সচার বাজেয়াপ্ত করা হয়েছে ।

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে বদর ইছাপুর এলাকায় তল্লাশি চালায় পুলিশ ৷ সেখান থেকেই হাতেনাতে ধরা পড়ে সুকুর আলি । পাচারের উদ্দেশ্যেই ওই নিষিদ্ধ তরল মাদক নিয়ে আসা হয়েছিল বলে অনুমান পুলিশের । বাজেয়াপ্ত হওয়া তরল মাদক ঠিক কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল ওই দুষ্কৃতীর,তা জেরা করে জানার চেষ্টা চলছে । আজ দুপুরে বারাসত আদালতে ধৃতকে তোলা হয়েছে । এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না,তা খতিয়ে দেখা হচ্ছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ মাদক বিক্রি এখন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে হাবরা থানা এলাকায় ৷ এর আগেও হাবরা থানা এলাকা থেকে নিষিদ্ধ মাদক সহ বেশ কয়েকজন দুষ্কৃতীকে গ্রেপ্তার হয়েছিল । যদিও এই ধরনের ঘটনা কমাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানানো হয়েছে হাবরা থানার তরফ থেকে । তুলনামূলকভাবে আগের থেকে মাদক পাচারের ঘটনা অনেকটাই কমেছে বলেও দাবি পুলিশের ।

হাবরা, 23 জানুয়ারি : নিষিদ্ধ তরল মাদকসহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হাবরা থানার পুলিশ ৷ ধৃতের নাম সুকুর আলি(২২) ৷ তার বাড়ি বিড়ার মেঠোপাড়ায় । তার বিরুদ্ধে এর আগে চুরি, ডাকাতি, ছিনতাই সহ একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে । ধৃতের কাছ থেকে ৫ লিটার ২০০ মিলিগ্রাম কোডেইন মিক্সচার বাজেয়াপ্ত করা হয়েছে ।

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে বদর ইছাপুর এলাকায় তল্লাশি চালায় পুলিশ ৷ সেখান থেকেই হাতেনাতে ধরা পড়ে সুকুর আলি । পাচারের উদ্দেশ্যেই ওই নিষিদ্ধ তরল মাদক নিয়ে আসা হয়েছিল বলে অনুমান পুলিশের । বাজেয়াপ্ত হওয়া তরল মাদক ঠিক কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল ওই দুষ্কৃতীর,তা জেরা করে জানার চেষ্টা চলছে । আজ দুপুরে বারাসত আদালতে ধৃতকে তোলা হয়েছে । এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না,তা খতিয়ে দেখা হচ্ছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ মাদক বিক্রি এখন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে হাবরা থানা এলাকায় ৷ এর আগেও হাবরা থানা এলাকা থেকে নিষিদ্ধ মাদক সহ বেশ কয়েকজন দুষ্কৃতীকে গ্রেপ্তার হয়েছিল । যদিও এই ধরনের ঘটনা কমাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানানো হয়েছে হাবরা থানার তরফ থেকে । তুলনামূলকভাবে আগের থেকে মাদক পাচারের ঘটনা অনেকটাই কমেছে বলেও দাবি পুলিশের ।

Intro:নিষিদ্ধ তরল মাদক সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হাবরা থানার পুলিশ।পুলিশ জানিয়েছে,ধৃতের নাম সুকুর আলী(২২)।তার কাছ থেকে ৫ লিটার ২০০ মিলিগ্রাম কোডেইন মিক্সচার বাজেয়াপ্ত করা হয়েছে।গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে হাবরার বদর ইছাপুর থেকে হাতেনাতে ধরা হয় ওই দুষ্কৃতীকে। Body:হাবরাঃনিষিদ্ধ তরল মাদক সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হাবরা থানার পুলিশ।পুলিশ জানিয়েছে,ধৃতের নাম সুকুর আলী(২২)।তার কাছ থেকে ৫ লিটার ২০০ মিলিগ্রাম কোডেইন মিক্সচার বাজেয়াপ্ত করা হয়েছে।গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে বদর ইছাপুর থেকে হাতেনাতে ধরা হয় ওই দুষ্কৃতীকে।পুলিশ সূত্রে জানা গেছে,এর আগেও হাবরা থানা এলাকা থেকে নিষিদ্ধ মাদক সহ বেশ কয়েকজন দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছিল।আবারও নিষিদ্ধ তরল মাদক সহ গ্রেপ্তার হল দুষ্কৃতী।এই ধরনের ঘটনা এখন নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে হাবরা থানা এলাকায়।যা মাথাব্যথার কারণ হতে পারে পুলিশের।যদিও,পুলিশ জানিয়েছে,এই ধরনের ঘটনা কমাতে নিয়মিত অভিযান চালানো হয় হাবরা থানার তরফে।তাতে সাফল্যও এসেছে।আগের থেকে মাদক পাচারের ঘটনা অনেকটায় কমেছে বলেও দাবি পুলিশের।হাবরা থানার পুলিশ জানিয়েছে,ধৃতের বাড়ি বিড়ার মেঠোপাড়ায়।তার বিরুদ্ধে চুরি,ডাকাতি,ছিনতাই সহ একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে।বাজেয়াপ্ত হওয়া তরল মাদক ঠিক কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল ওই দুষ্কৃতীর,তা তাকে জেরা করে জানার চেষ্টা চলছে।আজ দুপুরে ধৃতকে পাঠানো হয়েছে বারাসত আদালতে।Conclusion:পাচারের উদ্দেশ্যেই ওই নিষিদ্ধ তরল মাদক নিয়ে আসা হয়েছিল বলে অনুমান পুলিশের।ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা,তা খতিয়ে দেখা হচ্ছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.