ETV Bharat / state

রইল সবই পড়ি, দোকান থেকে আলু-পিঁয়াজের বস্তা গেল চুরি

author img

By

Published : Nov 30, 2020, 10:13 PM IST

গতরাতে ওই মুদি দোকানের গ্রিল ভেঙে আলু ও পিঁয়াজের বস্তা নিয়ে পালায় চোরের দল । সকালে দোকান খুলতে এসে বিষয়টি নজরে আসে মালিকের । এলাকায় CCTV ফুটেজ খতিয়ে দেখে চোরের দলকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ ।

potato and onion stolen
potato and onion stolen

শাসন, 30 নভেম্বর : অন্য সব জিনিস ঠিকঠাকই রয়েছে দোকানে । শুধু তালা ভেঙে চুরি হয়েছে আলু ও পিঁয়াজ ভরতি বস্তা । তাও এক-দুটি বস্তা নয়, 25 বস্তা আলু ও এক বস্তা পিঁয়াজ নিয়ে চম্পট দিয়েছে চোরের দল । এমনই চুরির ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনার শাসনে । আলু ও পিঁয়াজের মূল্যবৃদ্ধির মাঝেই এমন চুরির ঘটনায় হতবাক দোকান মালিকও । শাসন থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

শাসন থানা থেকে 500 মিটার দূরত্বের মধ্যেই আমিনপুর বাজার । এই বাজারেই মুদির দোকান রয়েছে মহম্মদ আসানুর ইসলামের । প্রায় 20 বছর ধরে পাইকারি মুদির ব্যবসা করছেন তিনি । মুদির দোকান হওয়ায় অন্যান্য জিনিসপত্রের সঙ্গে আলু ও পিঁয়াজও রাখা হত সেখানে ।

বর্তমানে আলু ও পিঁয়াজের দাম আকাশছোঁয়া । কিন্তু তার মধ্যেই গতরাতে ওই মুদি দোকানের গ্রিল ভেঙে আলু ও পিঁয়াজের বস্তা নিয়ে পালায় চোরের দল । আজ সকালে দোকান খুলতে এসে বিষয়টি নজরে আসে মালিকের ।

দোকান মালিক মহম্মদ আসানুর ইসলাম বলেন, "দোকানের অন্যান্য জিনিসপত্রে হাত না দিলেও চোরেরা বেছে বেছে আলু ও পিঁয়াজের বস্তা নিয়ে গেছে । প্রায় 25 বস্তা আলু ও এক বস্তা পিঁয়াজ খোয়া গিয়েছে । এর আগে আলু ও পিঁয়াজের বস্তা বাইরে রাখা হলেও তা কোনওদিন চুরি হয়নি । আলু ও পিঁয়াজ মহার্ঘ হতেই সাবধানে দোকানের ভিতর তালা মেরে রেখেছিলাম । তা সত্ত্বেও তালা ভেঙে চুরি হল । পুলিশে অভিযোগ জানিয়েছি ।"

এদিকে, অভিযোগ পেয়ে আজ দুপুরে ঘটনাস্থানে যায় শাসন থানার পুলিশ । এই বিষয়ে দোকান মালিকের সঙ্গেও কথা বলেন তাঁরা । পাশাপাশি এলাকায় CCTV ফুটেজ খতিয়ে দেখে চোরের দলকে চিহ্নিত করার চেষ্টাও চলছে ।

শাসন, 30 নভেম্বর : অন্য সব জিনিস ঠিকঠাকই রয়েছে দোকানে । শুধু তালা ভেঙে চুরি হয়েছে আলু ও পিঁয়াজ ভরতি বস্তা । তাও এক-দুটি বস্তা নয়, 25 বস্তা আলু ও এক বস্তা পিঁয়াজ নিয়ে চম্পট দিয়েছে চোরের দল । এমনই চুরির ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনার শাসনে । আলু ও পিঁয়াজের মূল্যবৃদ্ধির মাঝেই এমন চুরির ঘটনায় হতবাক দোকান মালিকও । শাসন থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

শাসন থানা থেকে 500 মিটার দূরত্বের মধ্যেই আমিনপুর বাজার । এই বাজারেই মুদির দোকান রয়েছে মহম্মদ আসানুর ইসলামের । প্রায় 20 বছর ধরে পাইকারি মুদির ব্যবসা করছেন তিনি । মুদির দোকান হওয়ায় অন্যান্য জিনিসপত্রের সঙ্গে আলু ও পিঁয়াজও রাখা হত সেখানে ।

বর্তমানে আলু ও পিঁয়াজের দাম আকাশছোঁয়া । কিন্তু তার মধ্যেই গতরাতে ওই মুদি দোকানের গ্রিল ভেঙে আলু ও পিঁয়াজের বস্তা নিয়ে পালায় চোরের দল । আজ সকালে দোকান খুলতে এসে বিষয়টি নজরে আসে মালিকের ।

দোকান মালিক মহম্মদ আসানুর ইসলাম বলেন, "দোকানের অন্যান্য জিনিসপত্রে হাত না দিলেও চোরেরা বেছে বেছে আলু ও পিঁয়াজের বস্তা নিয়ে গেছে । প্রায় 25 বস্তা আলু ও এক বস্তা পিঁয়াজ খোয়া গিয়েছে । এর আগে আলু ও পিঁয়াজের বস্তা বাইরে রাখা হলেও তা কোনওদিন চুরি হয়নি । আলু ও পিঁয়াজ মহার্ঘ হতেই সাবধানে দোকানের ভিতর তালা মেরে রেখেছিলাম । তা সত্ত্বেও তালা ভেঙে চুরি হল । পুলিশে অভিযোগ জানিয়েছি ।"

এদিকে, অভিযোগ পেয়ে আজ দুপুরে ঘটনাস্থানে যায় শাসন থানার পুলিশ । এই বিষয়ে দোকান মালিকের সঙ্গেও কথা বলেন তাঁরা । পাশাপাশি এলাকায় CCTV ফুটেজ খতিয়ে দেখে চোরের দলকে চিহ্নিত করার চেষ্টাও চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.