মধ্য়মগ্রাম, 22 নভেম্বর : ফুড ডেলিভারি সংস্থার হয়ে খাবার দিতে গিয়ে আক্রান্ত এক যুবক ৷ রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক মহিলা ও তার 4 পুরুষ বন্ধুর বিরুদ্ধে ৷ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার মধ্য়মগ্রামের বসুনগরে ৷ যুবককে ইট দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ ৷ তাঁর হাতে, পায়ে ও মাথায় আঘাত রয়েছে ৷ ঘটনার পর থেকে অভিযুক্তরা সবাই পলাতক ৷
আক্রান্ত যুবক অভিযোগে জানিয়েছেন, শনিবার দুপুরে মধ্য়মগ্রামের বসুনগরের এক মহিলা ওই ফুড ডেলিভারি সংস্থার অ্য়াপে খাবার অর্ডার দেন ৷ সেইমত বসুনগর মোড় থেকে খাবার প্য়াক করিয়ে ডেলিভারি দেওয়ার জন্য় রওনা দেন ওই যুবক ৷ তবে, মাঝপথেই ওই মহিলা তাঁকে ফোন করে বলেন, খাবারের অর্ডার বাতিল করে দিতে ৷ তখন ওই মহিলাকে আক্রান্ত যুবক বলেন, খাবারের অর্ডার একমাত্র তিনিই বাতিল করতে পারেন অ্য়াপ থেকে ৷ তা না হলে ওই মহিলাকে খাবারের ডেলিভারি নিতেই হবে ৷ ফোনে কথা চলতে চলতেই ওই যুবক মহিলার বাড়ির সামনে চলে আসেন ৷ অভিযোগ তখনও তাঁকে বোঝানোর চেষ্টা করেন তিনি ৷ তবে, তখনই ওই মহিলা ও তার 4 পুরুষ বন্ধ ওই যুবককে মারধর শুরু করে ৷ অভিযোগ তাঁকে রাস্তায় ফেলে মারধর করা হয় ৷ এমনকি ইট দিয়েও আঘাত করা হয় ৷ রক্তাক্ত অবস্থায় ওই যুবক সেখানে পড়ে গেলে, অভিযুক্তরা সেখান থেকে পালায় ৷ পরে এক বন্ধুর সাহায্যে প্রথমে মধ্য়মগ্রাম গ্রামীণ হাসপাতাল ও পরে বারাসত জেলা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়৷
ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শনিবার রাতেই মধ্য়মগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷