ETV Bharat / state

Fake Police Arrest: ভুয়ো পুলিশ অফিসার পরিচয়ে 50 লাখ টাকার প্রতারণার অভিযোগ, ধৃত প্রতারক - Bakibulla Ghazi

ভুয়ো পুলিশ অফিসার পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উত্তর 24 পরগনার স্বরূপনগরে ৷ প্রায় 50 লাখ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে ৷ ঘটনায় বাকিবুল্লা গাজি নামে ওই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ ৷

A Fake Police Officer Arrest from Swarupnagar for Fraud Case in North 24 Pargana
চাকরি দেওয়ার নাম করে 50 লাখ টাকার প্রতারণার অভিযোগ স্বরুপনগরে
author img

By

Published : Sep 2, 2021, 8:46 PM IST

স্বরূপনগর (উত্তর 24 পরগনা), 2 সেপ্টেম্বর : ফের ভুয়ো পুলিশ অফিসার পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ ৷ উত্তর 24 পরগনার স্বরূপনগরের মাগুরাই এবং সাতপাই গ্রামের বেকার যুবকদের থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে ৷ ঘটনায় বাকিবুল্লা গাজি নামে ওই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযোগ পেয়ে বুধবার স্বরূপনগরের মাগুরাই সাতপাই এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে ধরা হয় ওই অভিযুক্তকে । পুলিশ সূত্রে খবর, বাকিবুল্লা গ্রামের বেকার যুবকদের সঙ্গে প্রথমে বন্ধুত্ব করত ৷ পরে পরিচিতি বাড়লে পুলিশে চাকরি দেওয়ার টোপ দিত ৷ এর জন্য পুলিশের নকল পরিচয়পত্রও বানিয়েছিল সে ৷ এভাবেই গ্রামের যুবকদের বেকারত্বের সুযোগ নিয়ে লাখ লাখ টাকা তুলে তাঁদের সঙ্গে প্রতারণা করত বাকিবুল্লা । তার এই প্রতারণা চক্রের সঙ্গে আর কারা যুক্ত ? তা জানতে ধৃতকে জেরা শুরু করেছে পুলিশ ৷

কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ড সামনে আসতেই, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক ভুয়ো পুলিশ আধিকারিক এবং আইএএস ধরা পড়েছে ৷ কখনও ভুয়ো সিবিআই, আইপিএস পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ । আবার কখনও ভুয়ো সিআইডি কিংবা পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে রাস্তায় ঘুরে বেড়ানোর অভিযোগ সামনে এসেছে । প্রতিটি ক্ষেত্রেই পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে । কিন্তু, তারপরও ভুয়ো পরিচয়ে প্রতারকদের কীর্তি যে থেমে থাকেনি তা স্বরূপনগরের ঘটনাতেই স্পষ্ট । জানা গিয়েছে, বছর আঠাশের বাকিবুল্লা গাজি প্রায় একবছর ধরে বহাল তবিয়তে প্রতারণা চালিয়ে যাচ্ছিল ৷ অভিযোগ মাগুরাই সাতপাই এলাকায় লাখ লাখ টাকা নিয়ে পুলিশের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয় ৷ কিন্তু, চাকরি না পাওয়ায় শেষে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন প্রতারিতদের পরিবার ৷ অভিযোগ দায়ের হয় স্বরূপনগর থানায় । এর পরেই নড়েচড়ে বসে পুলিশ । গ্রেফতার করা হয় ভুয়ো পুলিশ অফিসার বাকিবুল্লা গাজিকে ৷ পুলিশ সূত্রে খবর, স্বরূপনগর এবং বাদুড়িয়া থানা এলাকার অন্তত 15-20 জন যুবকের কাছ থেকে সে পুলিশে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে । কারোর কাছ থেকে দু'লাখ, তো কারোর কাছ থেকে পাঁচ লাখ কিংবা তারও বেশি টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠেছে ৷ জানা গিয়েছে, পরিমাণ কম করে প্রায় 50 লাখ টাকা বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : DA case: ডিএ রাজ্যের আর্থিক সামর্থের উপর নির্ভরশীল, আদালতে সওয়াল এজির

এদিকে, টাকা খুইয়ে ও চাকরি না পেয়ে মহা ফাঁপড়ে পড়েছেন প্রতারিতরা । তাঁদেরই একজন স্বরূপনগরের তেতুলিয়ার বাসিন্দা দেবকুমার সরকার । তাঁর মা সুমিত্রা সরকার বলেন, ‘‘ছেলে তেতুলিয়া স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়া । কোচিংয়ে এক পরিচিতের মাধ্যমে পরিচয় হয় বাকিবুল্লার সঙ্গে । পরিচিতি বাড়ার পর চাকরির কথা বলে ছেলেকে । পুলিশে চাকরি দেওয়ার নাম করে ধাপে ধাপে প্রায় সাত লাখ টাকা নেয় বাকিবুল্লা । কষ্ট করেই সেই টাকা জোগাড় করেছিলাম আমরা । এখন জানি না সেই টাকা ফেরত পাব কিনা ৷’’

আরও পড়ুন : Post Poll Violence : কাঁকুড়গাছির মৃত বিজেপি সমর্থকের শেষ ফেসবুক লাইভই সিবিআইয়ের হাতিয়ার

অপর এক প্রতারিত তন্ময় মণ্ডলের মা রঞ্জিতা মণ্ডল বলেন, ‘‘ছেলের পুলিশে চাকরির জন্য প্রায় দু'লাখ টাকা দিয়েছি বাকিবুল্লাকে । চাকরির অফার লেটার চাইলেই আজ দিচ্ছি, কাল দিচ্ছি বলে কাটিয়ে দেওয়া হত । তখনই বুঝতে পারি প্রতারিত হয়েছি ৷’’ অন্যদিকে, ঘটনার পিছনে আর কারও হাত রয়েছে কিনা, তা জানতে ধৃতকে জেরা করবে স্বরূপনগর থানার পুলিশ ৷

স্বরূপনগর (উত্তর 24 পরগনা), 2 সেপ্টেম্বর : ফের ভুয়ো পুলিশ অফিসার পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ ৷ উত্তর 24 পরগনার স্বরূপনগরের মাগুরাই এবং সাতপাই গ্রামের বেকার যুবকদের থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে ৷ ঘটনায় বাকিবুল্লা গাজি নামে ওই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযোগ পেয়ে বুধবার স্বরূপনগরের মাগুরাই সাতপাই এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে ধরা হয় ওই অভিযুক্তকে । পুলিশ সূত্রে খবর, বাকিবুল্লা গ্রামের বেকার যুবকদের সঙ্গে প্রথমে বন্ধুত্ব করত ৷ পরে পরিচিতি বাড়লে পুলিশে চাকরি দেওয়ার টোপ দিত ৷ এর জন্য পুলিশের নকল পরিচয়পত্রও বানিয়েছিল সে ৷ এভাবেই গ্রামের যুবকদের বেকারত্বের সুযোগ নিয়ে লাখ লাখ টাকা তুলে তাঁদের সঙ্গে প্রতারণা করত বাকিবুল্লা । তার এই প্রতারণা চক্রের সঙ্গে আর কারা যুক্ত ? তা জানতে ধৃতকে জেরা শুরু করেছে পুলিশ ৷

কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ড সামনে আসতেই, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক ভুয়ো পুলিশ আধিকারিক এবং আইএএস ধরা পড়েছে ৷ কখনও ভুয়ো সিবিআই, আইপিএস পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ । আবার কখনও ভুয়ো সিআইডি কিংবা পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে রাস্তায় ঘুরে বেড়ানোর অভিযোগ সামনে এসেছে । প্রতিটি ক্ষেত্রেই পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে । কিন্তু, তারপরও ভুয়ো পরিচয়ে প্রতারকদের কীর্তি যে থেমে থাকেনি তা স্বরূপনগরের ঘটনাতেই স্পষ্ট । জানা গিয়েছে, বছর আঠাশের বাকিবুল্লা গাজি প্রায় একবছর ধরে বহাল তবিয়তে প্রতারণা চালিয়ে যাচ্ছিল ৷ অভিযোগ মাগুরাই সাতপাই এলাকায় লাখ লাখ টাকা নিয়ে পুলিশের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয় ৷ কিন্তু, চাকরি না পাওয়ায় শেষে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন প্রতারিতদের পরিবার ৷ অভিযোগ দায়ের হয় স্বরূপনগর থানায় । এর পরেই নড়েচড়ে বসে পুলিশ । গ্রেফতার করা হয় ভুয়ো পুলিশ অফিসার বাকিবুল্লা গাজিকে ৷ পুলিশ সূত্রে খবর, স্বরূপনগর এবং বাদুড়িয়া থানা এলাকার অন্তত 15-20 জন যুবকের কাছ থেকে সে পুলিশে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে । কারোর কাছ থেকে দু'লাখ, তো কারোর কাছ থেকে পাঁচ লাখ কিংবা তারও বেশি টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠেছে ৷ জানা গিয়েছে, পরিমাণ কম করে প্রায় 50 লাখ টাকা বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : DA case: ডিএ রাজ্যের আর্থিক সামর্থের উপর নির্ভরশীল, আদালতে সওয়াল এজির

এদিকে, টাকা খুইয়ে ও চাকরি না পেয়ে মহা ফাঁপড়ে পড়েছেন প্রতারিতরা । তাঁদেরই একজন স্বরূপনগরের তেতুলিয়ার বাসিন্দা দেবকুমার সরকার । তাঁর মা সুমিত্রা সরকার বলেন, ‘‘ছেলে তেতুলিয়া স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়া । কোচিংয়ে এক পরিচিতের মাধ্যমে পরিচয় হয় বাকিবুল্লার সঙ্গে । পরিচিতি বাড়ার পর চাকরির কথা বলে ছেলেকে । পুলিশে চাকরি দেওয়ার নাম করে ধাপে ধাপে প্রায় সাত লাখ টাকা নেয় বাকিবুল্লা । কষ্ট করেই সেই টাকা জোগাড় করেছিলাম আমরা । এখন জানি না সেই টাকা ফেরত পাব কিনা ৷’’

আরও পড়ুন : Post Poll Violence : কাঁকুড়গাছির মৃত বিজেপি সমর্থকের শেষ ফেসবুক লাইভই সিবিআইয়ের হাতিয়ার

অপর এক প্রতারিত তন্ময় মণ্ডলের মা রঞ্জিতা মণ্ডল বলেন, ‘‘ছেলের পুলিশে চাকরির জন্য প্রায় দু'লাখ টাকা দিয়েছি বাকিবুল্লাকে । চাকরির অফার লেটার চাইলেই আজ দিচ্ছি, কাল দিচ্ছি বলে কাটিয়ে দেওয়া হত । তখনই বুঝতে পারি প্রতারিত হয়েছি ৷’’ অন্যদিকে, ঘটনার পিছনে আর কারও হাত রয়েছে কিনা, তা জানতে ধৃতকে জেরা করবে স্বরূপনগর থানার পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.